ETV Bharat / entertainment

Tunisha Death Case: গলায় ফাঁস লেগেই মৃত্যু তুনিশার, বলছে ময়নাতদন্তের রিপোর্ট - Sheezan Khan

গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে তুনিশা শর্মার (Tunisha Death Case)৷ ময়নাতদন্তের রিপোর্টে সে কথাই উল্লেখ করা হয়েছে ৷ জানাল মুম্বই পুলিশ (Mumbai Police)৷

Tunisha Sharma Mumbai Police ETV Bharat
তুনিশা শর্মা ও মুম্বই পুলিশ
author img

By

Published : Dec 25, 2022, 4:11 PM IST

মুম্বই, 25 ডিসেম্বর: গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Death Case)৷ তাঁর ময়নাতদন্তের রিপোর্ট সেই তথ্যই তুলে ধরেছে বলে জানাল মুম্বই পুলিশ (Mumbai Police)৷

রবিবার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) চন্দ্রকান্ত যাদব সাংবাদিক সম্মেলন করে জানান, "তুনিশা শর্মা একটি টিভি শোতে অভিনেত্রী হিসেবে কাজ করতেন । তুনিশা শর্মা ও শিজান খানের প্রেমের সম্পর্ক ছিল । 15 দিন আগে তাঁদের ব্রেকআপ হয়েছিল ৷ এর পরে তিনি তাঁর শোয়ের সেটে আত্মহত্যা করেছেন ৷" এসিপি আরও বলেন, "তুনিশার মা একটি অভিযোগ দায়ের করেছেন এবং তার পরই অভিযুক্ত শিজানকে (Sheezan Khan) গ্রেফতার করা হয় এবং তাঁকে আদালতে হাজির করা হয় ৷ তাঁকে চার দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত । ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্টভাবে তুনিশার মৃত্যুর কারণ ফাঁসি বলে উল্লেখ করা হয়েছে ।"

'আলি বাবা: দাস্তান-ই-কাবুল'-এ শিজানের সহ-অভিনেত্রী তুনিশাকে (Entertainment news) শো-এর সেটে মৃত অবস্থায় পাওয়া যায় ৷ এরপরই শিজানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 306 ধারার অধীনে আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা দায়ের করা হয়েছে (Tunisha Sharma death)। রবিবার তাঁকে ওয়ালিভ থানার আধিকারিকরা ভাসাই আদালতে নিয়ে যান । আদালতে শিজানের আইনজীবী শরদ রাই সাংবাদিকদের বলেন, "পুলিশ এবং আদালত কাজ করছে । তাঁকে (শিজান খান) আদালতে হাজির করা হয়েছে । তাঁর বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ।"

আরও পড়ুন: তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনার ঘটনার সহ অভিনেতা শিজানের পুলিশি হেফাজত

বিষয়টির তদন্ত চলছে বলে জানিয়ে এসিপি যাদব বলেন, এখনও পর্যন্ত এই ঘটনায় লাভ জিহাদ বা ব্ল্যাকমেলিংয়ের অন্য কোনও ঘটনা সামনে আসেনি ৷ তাঁর কথায়, "এখনও পর্যন্ত, তদন্ত চলছে । অভিযুক্ত শিজান ও নিহতের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে । এখনও পর্যন্ত অন্য কোনও বিষয়, ব্ল্যাকমেইলিং বা 'লাভ জিহাদ-এর কোনও অ্যাঙ্গেল নেই ৷"

'ফিতুর', 'বার বার দেখা', 'কাহানি 2: দুর্গা রানি সিং' এবং 'দাবাং 3' সহ বলিউডের বিভিন্ন ফিল্মে অভিনয় করেছেন তুনিশা ৷ ওয়ালিভ পুলিশ জানিয়েছে, তারা জানতে পেরেছেন চা বিরতির পরে অভিনেত্রী শৌচালয়ে গিয়েছিলেন ৷ তিনি ফিরে আসছেন না দেখে পুলিশ দরজা ভেঙে দেখতে পায় যে তিনি আত্মহত্যা করেছেন । পুলিশ ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করেনি । পুলিশ বলেছে যে, দিন 15 আগে শিজানের সঙ্গে তুনিশার বিচ্ছেদ তাঁর আত্মহত্যার কারণ হতে পারে ৷ রবিবার বেলা দেড়টার দিকে তুনিশার মৃতদেহ নাইগাঁওয়ের জেজে হাসপাতালে ময়নাতদন্ত করা হয় ।

মুম্বই, 25 ডিসেম্বর: গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Death Case)৷ তাঁর ময়নাতদন্তের রিপোর্ট সেই তথ্যই তুলে ধরেছে বলে জানাল মুম্বই পুলিশ (Mumbai Police)৷

রবিবার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) চন্দ্রকান্ত যাদব সাংবাদিক সম্মেলন করে জানান, "তুনিশা শর্মা একটি টিভি শোতে অভিনেত্রী হিসেবে কাজ করতেন । তুনিশা শর্মা ও শিজান খানের প্রেমের সম্পর্ক ছিল । 15 দিন আগে তাঁদের ব্রেকআপ হয়েছিল ৷ এর পরে তিনি তাঁর শোয়ের সেটে আত্মহত্যা করেছেন ৷" এসিপি আরও বলেন, "তুনিশার মা একটি অভিযোগ দায়ের করেছেন এবং তার পরই অভিযুক্ত শিজানকে (Sheezan Khan) গ্রেফতার করা হয় এবং তাঁকে আদালতে হাজির করা হয় ৷ তাঁকে চার দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত । ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্টভাবে তুনিশার মৃত্যুর কারণ ফাঁসি বলে উল্লেখ করা হয়েছে ।"

'আলি বাবা: দাস্তান-ই-কাবুল'-এ শিজানের সহ-অভিনেত্রী তুনিশাকে (Entertainment news) শো-এর সেটে মৃত অবস্থায় পাওয়া যায় ৷ এরপরই শিজানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 306 ধারার অধীনে আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা দায়ের করা হয়েছে (Tunisha Sharma death)। রবিবার তাঁকে ওয়ালিভ থানার আধিকারিকরা ভাসাই আদালতে নিয়ে যান । আদালতে শিজানের আইনজীবী শরদ রাই সাংবাদিকদের বলেন, "পুলিশ এবং আদালত কাজ করছে । তাঁকে (শিজান খান) আদালতে হাজির করা হয়েছে । তাঁর বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ।"

আরও পড়ুন: তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনার ঘটনার সহ অভিনেতা শিজানের পুলিশি হেফাজত

বিষয়টির তদন্ত চলছে বলে জানিয়ে এসিপি যাদব বলেন, এখনও পর্যন্ত এই ঘটনায় লাভ জিহাদ বা ব্ল্যাকমেলিংয়ের অন্য কোনও ঘটনা সামনে আসেনি ৷ তাঁর কথায়, "এখনও পর্যন্ত, তদন্ত চলছে । অভিযুক্ত শিজান ও নিহতের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে । এখনও পর্যন্ত অন্য কোনও বিষয়, ব্ল্যাকমেইলিং বা 'লাভ জিহাদ-এর কোনও অ্যাঙ্গেল নেই ৷"

'ফিতুর', 'বার বার দেখা', 'কাহানি 2: দুর্গা রানি সিং' এবং 'দাবাং 3' সহ বলিউডের বিভিন্ন ফিল্মে অভিনয় করেছেন তুনিশা ৷ ওয়ালিভ পুলিশ জানিয়েছে, তারা জানতে পেরেছেন চা বিরতির পরে অভিনেত্রী শৌচালয়ে গিয়েছিলেন ৷ তিনি ফিরে আসছেন না দেখে পুলিশ দরজা ভেঙে দেখতে পায় যে তিনি আত্মহত্যা করেছেন । পুলিশ ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করেনি । পুলিশ বলেছে যে, দিন 15 আগে শিজানের সঙ্গে তুনিশার বিচ্ছেদ তাঁর আত্মহত্যার কারণ হতে পারে ৷ রবিবার বেলা দেড়টার দিকে তুনিশার মৃতদেহ নাইগাঁওয়ের জেজে হাসপাতালে ময়নাতদন্ত করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.