মুম্বই, 12 মে : তাঁর নতুন ছবি 'ডাঙ্কি' নিয়ে এখন রীতিমতো শিরোনামে বলিউডের বাদশা ৷ কারণ এই প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ ৷ 2018 সালে 'জিরো' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর শাহরুখ ফ্যানেরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কিং খানের নতুন মাস্টার স্ট্রোকের জন্য ৷ শাহরুখের আসন্ন দুই ছবি 'পাঠান' এবং 'ডাঙ্কি' নিয়ে তাই চর্চা এখন চরমে ৷
এবার 'ডাঙ্কি' ছবির সেট থেকেই সামনে এল প্রথম ছবি (Viral Pic From the Set of Dunki)৷ ভাইরাল এই গ্রুপ ছবিতে একদিকে যেমন মধ্যমনি কিং খান তেমনই রয়েছেন পরিচালক রাজকুমার হিরানিও ৷ কিং খানকে এদিন দেখা গেল পরিচিত কালো টি শার্ট আর ডার্ক ট্রাউজারে ৷ আর চোখে কালো রোদচশমা ৷ অন্য়দিকে স্ট্রাইপ শার্টে একে ঘরোয়া লুকে দেখা গেল পরিচালক মশাইকে ৷
আরও পড়ুন : 'অ্যাফোর্ড করতে পারবে না বলিউড', মন্তব্যে ঢোঁক গিললেন দক্ষিণের মহেশ
ছবি সম্পর্কে এখনও সেভাবে কিছুই সামনে আসেনি ৷ শুধু এটুকুই জানা গিয়েছে পর্দায় এবার তাপসী পান্নুর সঙ্গে দেখা যাবে শাহরুখকে ৷ তবে আর কারা অভিনয় করবেন এই সিনেমায় তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে ৷ তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ছবিতে বোমান ইরানি, সুনীল গ্রোভার, ভিকি কৌশল এবং ধর্মেন্দ্রকে দেখা যেতে পারে ৷