ETV Bharat / entertainment

Pathaan Crosses 500cr: 500 কোটির ব্যবসা সেরে ফেলল 'পাঠান', শাহরুখ-জ্বরে আক্রান্ত বিশ্ব - Pathaan Crosses 500cr

পঞ্চমদিনের রিপোর্ট কার্ডেও ফুল মার্কস ৷ বিশ্বব্যাপী আয়ের নিরিখে 500 কোটির ক্লাবে ঢুকে পড়ল 'পাঠান' (Pathaan in 500cr Club) ৷

Pathaan Crosses 500cr
500 কোটি পার করল পাঠান
author img

By

Published : Jan 30, 2023, 5:21 PM IST

মুম্বই, 30 জানুয়ারি: 500 কোটির ল্যান্ডমার্কও ছুঁয়ে ফেলল শাহরুখের পাঠান ৷ সূত্রের খবর অনুযায়ী, যশরাজ ফিল্মস নির্মিত এই ছবির বাজেট ছিল 250 কোটি টাকা ৷ বিগ বাজেট এই ছবির টাকা উঠবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যায় ৷ বিশেষ করে সম্প্রতি যেভাবে একের পর এক বিগ বাজেট ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, তাতে সংশয় জাগাটাই স্বাভাবিক ৷ আমিরের 'লাল সিং চাড্ডা' পর্যন্ত সেভাবে মানুষের মন জয় করতে পারেনি ৷ তাই শাহরুখ তাঁর কামব্যাক ছবিতে বলিউডের মান বাঁচাতে পারবেন কী? প্রশ্ন জাগছিল অনুরাগীদের মনেও ৷ কিন্তু সারা বিশ্ব জুড়ে এই ছবি যা আয় করেছে তাতে বাজেটের ডাবল টাকা ঘরে তুলে নিতে পারলেন নির্মাতারা ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোমবার শেয়ার করেছেন 'পাঠান' ছবির বক্স অফিস কালেকশনের নতুন রিপোর্ট কার্ড (Pathaan in 500cr Club)৷

সোমবার তাঁর সাম্প্রতিক টুইটে তিনি জানিয়েছেন, "500 কোটির মাইলফলকও পেরিয়ে গেল পাঠান: পাঁচদিনে বিশ্ব ব্যাপী আয়ের হিসাব দাঁড়াল 542কোটি ৷" এর মধ্য়ে শুধু ভারতেই এই ছবি আয় করেছে 335 কোটি টাকা ৷ এর আগে তরণ আদর্শ অনুমান করেছিলেন পাঁচ দিনে হয়তোবা ভারতে 250 কোটির বেশি আয় করবে সিদ্ধার্থ আনন্দের এই ছবি ৷ কিন্তু তাঁর আশাকেও ছাপিয়ে গিয়েছে 'পাঠান'-এর স্ট্যাটিটিক্স ৷

মাত্র পাঁচদিনেই পাঁচশো কোটির ক্লাবে ঢুকে পড়ে আগের সব রেকর্ডকে ধরাশায়ী করে দিয়েছে 'পাঠান' ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই থ্রিলারে দেখা মিলেছে সলমনেরও ৷ আর দুই খানকে একসঙ্গে দেখে রীতিমতো আবেগে ভাসছেন ফ্যানেরা ৷ এই ছবির অ্যাকশন সিকোয়েন্সের প্রশংসায় পঞ্চমুখ অন্য পরিচালকরাও ৷ অনুরাগ কাশ্য়প তো বলেই দিয়েছেন, শাহরুখকে এই নতুন অবতারে দেখে তাঁর দিল খুশিতে ভরে গিয়েছে ৷

আরও পড়ুন: 'দেশ শুধু খানেদের ভালোবাসে' বলে আবারও ট্রোলের শিকার কঙ্গনা

প্রায় চার বছরের বনবাসের ফের পর্দায় ফিরেছেন শাহরুখ খান ৷ এবছরই আসছে তাঁর আরও দু'টি ছবি ৷ এরপর দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে পর্দায় ফিরবেন 'জওয়ান' ছবিতে ৷ আর সঙ্গে এবছর রাজকুমার হিরানিরও হাত ধরেছেন শাহরুখ খান ৷ তাঁকে আগামীতে তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে 'ডাঙ্কি' ছবিতে ৷

মুম্বই, 30 জানুয়ারি: 500 কোটির ল্যান্ডমার্কও ছুঁয়ে ফেলল শাহরুখের পাঠান ৷ সূত্রের খবর অনুযায়ী, যশরাজ ফিল্মস নির্মিত এই ছবির বাজেট ছিল 250 কোটি টাকা ৷ বিগ বাজেট এই ছবির টাকা উঠবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যায় ৷ বিশেষ করে সম্প্রতি যেভাবে একের পর এক বিগ বাজেট ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, তাতে সংশয় জাগাটাই স্বাভাবিক ৷ আমিরের 'লাল সিং চাড্ডা' পর্যন্ত সেভাবে মানুষের মন জয় করতে পারেনি ৷ তাই শাহরুখ তাঁর কামব্যাক ছবিতে বলিউডের মান বাঁচাতে পারবেন কী? প্রশ্ন জাগছিল অনুরাগীদের মনেও ৷ কিন্তু সারা বিশ্ব জুড়ে এই ছবি যা আয় করেছে তাতে বাজেটের ডাবল টাকা ঘরে তুলে নিতে পারলেন নির্মাতারা ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোমবার শেয়ার করেছেন 'পাঠান' ছবির বক্স অফিস কালেকশনের নতুন রিপোর্ট কার্ড (Pathaan in 500cr Club)৷

সোমবার তাঁর সাম্প্রতিক টুইটে তিনি জানিয়েছেন, "500 কোটির মাইলফলকও পেরিয়ে গেল পাঠান: পাঁচদিনে বিশ্ব ব্যাপী আয়ের হিসাব দাঁড়াল 542কোটি ৷" এর মধ্য়ে শুধু ভারতেই এই ছবি আয় করেছে 335 কোটি টাকা ৷ এর আগে তরণ আদর্শ অনুমান করেছিলেন পাঁচ দিনে হয়তোবা ভারতে 250 কোটির বেশি আয় করবে সিদ্ধার্থ আনন্দের এই ছবি ৷ কিন্তু তাঁর আশাকেও ছাপিয়ে গিয়েছে 'পাঠান'-এর স্ট্যাটিটিক্স ৷

মাত্র পাঁচদিনেই পাঁচশো কোটির ক্লাবে ঢুকে পড়ে আগের সব রেকর্ডকে ধরাশায়ী করে দিয়েছে 'পাঠান' ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই থ্রিলারে দেখা মিলেছে সলমনেরও ৷ আর দুই খানকে একসঙ্গে দেখে রীতিমতো আবেগে ভাসছেন ফ্যানেরা ৷ এই ছবির অ্যাকশন সিকোয়েন্সের প্রশংসায় পঞ্চমুখ অন্য পরিচালকরাও ৷ অনুরাগ কাশ্য়প তো বলেই দিয়েছেন, শাহরুখকে এই নতুন অবতারে দেখে তাঁর দিল খুশিতে ভরে গিয়েছে ৷

আরও পড়ুন: 'দেশ শুধু খানেদের ভালোবাসে' বলে আবারও ট্রোলের শিকার কঙ্গনা

প্রায় চার বছরের বনবাসের ফের পর্দায় ফিরেছেন শাহরুখ খান ৷ এবছরই আসছে তাঁর আরও দু'টি ছবি ৷ এরপর দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে পর্দায় ফিরবেন 'জওয়ান' ছবিতে ৷ আর সঙ্গে এবছর রাজকুমার হিরানিরও হাত ধরেছেন শাহরুখ খান ৷ তাঁকে আগামীতে তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে 'ডাঙ্কি' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.