ETV Bharat / entertainment

Pankaj Tripathi's father No More: পিতৃহারা হলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, শোকপ্রকাশ অক্ষয় কুমারের - শোকপ্রকাশ অক্ষয় কুমারের

স্বজনহারা হলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷ সোমবার প্রয়াত হয়েছেন অভিনেতার বাবা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 99 বছর ৷ বাবার শেষকৃত্য সম্পন্ন করতে গ্রামের বাড়ি গিয়েছেন অভিনেতা ৷ শোক প্রকাশ করেছেন অভিনেতা অক্ষয় কুমার ৷

Etv Bharat
প্রয়াত পঙ্কজ ত্রিপাঠীর বাবা
author img

By

Published : Aug 21, 2023, 5:48 PM IST

মুম্বই, 21 অগস্ট: পিতৃহারা হলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷ অভিনেতার বাবা পন্ডিত বনারস তিওয়ারি প্রয়াত হয়েছেন ৷ বয়স হয়েছিল 99 ৷ সোমবারই শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ৷ জানা গিয়েছে, ওএমজি-2 খ্যাত অভিনেতা উত্তরাখণ্ডে ব্যস্ত ছিলেন ছবির শুটিংয়ে ৷ ঘটনার কথা জানতে পেরেই গ্রামের বাড়ি, বিহারের গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেতা ৷ শোকপ্রকাশ করেছেন অভিনেতা অক্ষয় কুমার ৷

পঙ্কজ ত্রিপাঠীর বাবার মৃত্যুর খবর আনুষ্ঠানির ভাবে ঘোষণা করা হয় । যেখান বার্তা, "খুব দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে পঙ্কজ ত্রিপাঠীর বাবা বনারস তিওয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ জীবনের 99টা বছর তিনি খুব ভালো কাটিয়েছেন ৷ সোমবারই শেষকৃত্য সম্পন্ন হবে পরিবারের কাছের মানুষদের সঙ্গে নিয়েই ৷ অভিনেতা এই মুহূর্তে তাঁর গ্রাম গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন ৷"

ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেতা অক্ষয় কুমার ৷ টুইটারে তিনি লিখেছেন, "আমার খুব ভালো বন্ধু পঙ্কজের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ বাবা-মায়ের শূণ্যস্থান কেউ পূরণ করতে পারেন না ৷ ওনার আত্মার শান্তি কামনা করি ৷"

  • मेरे मित्र और सह कलाकार @TripathiiPankaj के पिताजी के देहांत के समाचार से बहुत दुःख हुआ। माँ बाप की कमी कोई पूरी नहीं कर सकता। प्रभु उनके पिताजी की आत्मा को अपने चरणों में जगह दें।ॐ शांति 🙏

    — Akshay Kumar (@akshaykumar) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে, অক্ষয় কুমার ও ইয়ামি গৌতম অভিনীত 'ওহ মাই গড 2' ৷ ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় আলাদা অসাধারণ ৷ ইতিমধ্যেই বক্সঅফিসে ভালো ব্যবসা করেছে ছবিটি ৷ 10 দিনে এই ছবি বক্সঅফিসে লাভ করেছে 113.67 কোটি টাকা ৷

বিহারের গোপালগঞ্জে জন্ম অভিনেতার ৷ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ন্যাশনাল স্কুল অপ ড্রামা থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ভাগ্যের সন্ধানে 2004 সালে পাড়ি দেন মুম্বই ৷ ছোট ছোট চরিত্রে অভিনয় করতে থাকেন তিনি ৷ 2004 সালে 'রান', 2010 সালে 'রাবণ' এবং 2012 সালে 'অগ্নিপথ' ছবিতে তাঁর অভিনয় ধীরে ধীরে নজর কাড়ে দর্শকদের ৷ এরপর অনুরাগ কাশ্যপ পরিচালিত 'গ্যাংস অফ ওয়াসিপুর', অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে এনে দেয় যশ-খ্যাতি ৷

আরও পড়ুন: সরিয়ে নেওয়া হল সানিকে দেওয়া নিলামের নোটিশ, সরব কংগ্রেস

এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ 2013 সালে 'ফুকরে', 2015 সালে 'মাসান', 2017 সালে 'বরেলি কি বরফি', 2018 সালে 'স্ত্রী', 2021 সালে 'লুডো' এবং 'মিমি'-র মতো একাধিক ছবিতে পঙ্কজের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের ৷ এছাড়াও তালিকায় রয়েছে অসাধারণ বেশ কিছু ওয়েব সিরিজ ৷ যেমন- 'মির্জাপুর', 'ক্রিমিনাল জাস্টিস', 'ইয়োর্স ট্রুলি' ৷

মুম্বই, 21 অগস্ট: পিতৃহারা হলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷ অভিনেতার বাবা পন্ডিত বনারস তিওয়ারি প্রয়াত হয়েছেন ৷ বয়স হয়েছিল 99 ৷ সোমবারই শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ৷ জানা গিয়েছে, ওএমজি-2 খ্যাত অভিনেতা উত্তরাখণ্ডে ব্যস্ত ছিলেন ছবির শুটিংয়ে ৷ ঘটনার কথা জানতে পেরেই গ্রামের বাড়ি, বিহারের গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেতা ৷ শোকপ্রকাশ করেছেন অভিনেতা অক্ষয় কুমার ৷

পঙ্কজ ত্রিপাঠীর বাবার মৃত্যুর খবর আনুষ্ঠানির ভাবে ঘোষণা করা হয় । যেখান বার্তা, "খুব দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে পঙ্কজ ত্রিপাঠীর বাবা বনারস তিওয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ জীবনের 99টা বছর তিনি খুব ভালো কাটিয়েছেন ৷ সোমবারই শেষকৃত্য সম্পন্ন হবে পরিবারের কাছের মানুষদের সঙ্গে নিয়েই ৷ অভিনেতা এই মুহূর্তে তাঁর গ্রাম গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন ৷"

ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেতা অক্ষয় কুমার ৷ টুইটারে তিনি লিখেছেন, "আমার খুব ভালো বন্ধু পঙ্কজের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ বাবা-মায়ের শূণ্যস্থান কেউ পূরণ করতে পারেন না ৷ ওনার আত্মার শান্তি কামনা করি ৷"

  • मेरे मित्र और सह कलाकार @TripathiiPankaj के पिताजी के देहांत के समाचार से बहुत दुःख हुआ। माँ बाप की कमी कोई पूरी नहीं कर सकता। प्रभु उनके पिताजी की आत्मा को अपने चरणों में जगह दें।ॐ शांति 🙏

    — Akshay Kumar (@akshaykumar) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে, অক্ষয় কুমার ও ইয়ামি গৌতম অভিনীত 'ওহ মাই গড 2' ৷ ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় আলাদা অসাধারণ ৷ ইতিমধ্যেই বক্সঅফিসে ভালো ব্যবসা করেছে ছবিটি ৷ 10 দিনে এই ছবি বক্সঅফিসে লাভ করেছে 113.67 কোটি টাকা ৷

বিহারের গোপালগঞ্জে জন্ম অভিনেতার ৷ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ন্যাশনাল স্কুল অপ ড্রামা থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ভাগ্যের সন্ধানে 2004 সালে পাড়ি দেন মুম্বই ৷ ছোট ছোট চরিত্রে অভিনয় করতে থাকেন তিনি ৷ 2004 সালে 'রান', 2010 সালে 'রাবণ' এবং 2012 সালে 'অগ্নিপথ' ছবিতে তাঁর অভিনয় ধীরে ধীরে নজর কাড়ে দর্শকদের ৷ এরপর অনুরাগ কাশ্যপ পরিচালিত 'গ্যাংস অফ ওয়াসিপুর', অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে এনে দেয় যশ-খ্যাতি ৷

আরও পড়ুন: সরিয়ে নেওয়া হল সানিকে দেওয়া নিলামের নোটিশ, সরব কংগ্রেস

এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ 2013 সালে 'ফুকরে', 2015 সালে 'মাসান', 2017 সালে 'বরেলি কি বরফি', 2018 সালে 'স্ত্রী', 2021 সালে 'লুডো' এবং 'মিমি'-র মতো একাধিক ছবিতে পঙ্কজের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের ৷ এছাড়াও তালিকায় রয়েছে অসাধারণ বেশ কিছু ওয়েব সিরিজ ৷ যেমন- 'মির্জাপুর', 'ক্রিমিনাল জাস্টিস', 'ইয়োর্স ট্রুলি' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.