ETV Bharat / entertainment

International Dance Day: চ্যাম্পিয়ন মেরিল ডেভিস ও চার্লি হোয়াইট-এর অসামান্য পারফরম্য়ান্স আজও স্মরনীয়

নাচের কথা বললে অবশ্যই মনে করতে হয় 2010 সালের উইন্টার অলিম্পিক ৷ আইস-স্টেকিং চ্যাম্পিয়ন মেরিল ডেভিস এবং চার্লি হোয়াইট-এর অসামান্য পারফর্ম্যান্স তাক লাগিয়েছিল বিশ্বকে ৷

International Dance Day
মেরিল ডেভিস এবং চার্লি হোয়াইট-এর নাচ
author img

By

Published : Apr 30, 2023, 1:16 AM IST

হায়দরাবাদ, 29 এপ্রিল: 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস ৷ নৃত্য শৈলী উদযাপন করার অন্য়তম একটা দিন ৷ নাচ এমন একটা শিল্প, যেখানে সুখ-দুঃখ, আনন্দ সবকিছুরই বহিঃপ্রকাশ করা সম্ভব ৷ এই দিনেই ফিরে দেখা যাক উইন্টার অলিম্পিক 2010-এর ভাইরাল হওয়া সেই নাচের ভিডিয়ো ৷

1982 সালে ইউনেস্কোর ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট কমিটির সদস্যরা ইউনেস্কোর আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপনের কথা ঘোষণা করেছিলেন ৷ ব্যালে নৃত্যের স্রষ্টা জ্যঁ জর্জ-এর জন্মদিনেই ইউনেস্কো আন্তর্জাতিক নৃত্য দিবস ঘোষণা করেছে। সেই থেকেই পৃথিবীব্যাপী দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়ে থাকে। নাচের কথা বললে অবশ্যই মনে করতে হয় 2010 সালের উইন্টার অলিম্পিক ৷ আইস-স্টেকিং চ্যাম্পিয়ন মেরিল ডেভিস এবং চার্লি হোয়াইট-এর অসামান্য পারফরম্য়ান্স তাক লাগিয়েছিল বিশ্বকে ৷ দুই আইস ডান্সার পারফর্ম করেছিলেন বলিউডের হিট কাজরা রে গানে ৷ যা নেটদুনিয়ায় ঝড় তুলেছিল নিমেষে ৷

আরও পড়ুন: তিন বছর ইরফানহীন টিনসেল টাউন, ফিরে দেখা খান সাহেবের বলিউড যাত্রা

শুধু 'কাজরা রে' নয়, এই জুটি অসাধারণ নাচ দেখিয়েছিলেন 'ডোলা রে ডোলা রে' ও 'শিলশিলা ইয়ে চাহত কা' গানে ৷ এতগুলো বছর কেটে গেলেও অনুরাগীরা ভোলেননি সেই পারফরম্য়ান্স ৷ পোশাক নির্বাচন থেকে শুরু গানের নির্বাচন, তার সঙ্গে বিভিন্ন নৃত্যভঙ্গি আট থেকে আশি সকলের মন জয় করে নিয়েছিল ৷ এই জুটি প্রথমে শুরু করেছিল 2005-র 'বান্টি অউর বাবলি' ছবির জনপ্রিয় গান কাজরা রে- দিয়ে ৷ এরপর 2002-র হিট ছবি দেবদাস ছবির গানে ডান্স পারপরম্য়ান্স শুরু করেন তাঁরা ৷ বরফের মধ্যে স্কেটিং করতে করতে 'ডোলা রে ডোলা রে' ও 'শিলশিলা ইয়ে চাহত কা' গানে তাঁদের নাচ মুগ্ধ করেছিল দর্শকদের ৷ স্পিন, কত্থক আবার কখনও জল্টিং জাম্পস, কোনও কিছুই বাদ ছিল না নৃত্যশৈলীতে ৷

ভিডিয়োটি নেটমাধ্যমে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছিল, "ব্যস দেখতেই থাকবেন ৷" উল্লেখ্য, 1997 থেকে মেরিল ডেভিস এবং চার্লি হোয়াইট জুটি বেঁধে নাচ শুরু করেছিলেন ৷ জিতেছেন অনেক পুরষ্কারও ৷ এমনকি পেয়েছেন 11টি সোনার মেডেলও ৷

হায়দরাবাদ, 29 এপ্রিল: 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস ৷ নৃত্য শৈলী উদযাপন করার অন্য়তম একটা দিন ৷ নাচ এমন একটা শিল্প, যেখানে সুখ-দুঃখ, আনন্দ সবকিছুরই বহিঃপ্রকাশ করা সম্ভব ৷ এই দিনেই ফিরে দেখা যাক উইন্টার অলিম্পিক 2010-এর ভাইরাল হওয়া সেই নাচের ভিডিয়ো ৷

1982 সালে ইউনেস্কোর ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট কমিটির সদস্যরা ইউনেস্কোর আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপনের কথা ঘোষণা করেছিলেন ৷ ব্যালে নৃত্যের স্রষ্টা জ্যঁ জর্জ-এর জন্মদিনেই ইউনেস্কো আন্তর্জাতিক নৃত্য দিবস ঘোষণা করেছে। সেই থেকেই পৃথিবীব্যাপী দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়ে থাকে। নাচের কথা বললে অবশ্যই মনে করতে হয় 2010 সালের উইন্টার অলিম্পিক ৷ আইস-স্টেকিং চ্যাম্পিয়ন মেরিল ডেভিস এবং চার্লি হোয়াইট-এর অসামান্য পারফরম্য়ান্স তাক লাগিয়েছিল বিশ্বকে ৷ দুই আইস ডান্সার পারফর্ম করেছিলেন বলিউডের হিট কাজরা রে গানে ৷ যা নেটদুনিয়ায় ঝড় তুলেছিল নিমেষে ৷

আরও পড়ুন: তিন বছর ইরফানহীন টিনসেল টাউন, ফিরে দেখা খান সাহেবের বলিউড যাত্রা

শুধু 'কাজরা রে' নয়, এই জুটি অসাধারণ নাচ দেখিয়েছিলেন 'ডোলা রে ডোলা রে' ও 'শিলশিলা ইয়ে চাহত কা' গানে ৷ এতগুলো বছর কেটে গেলেও অনুরাগীরা ভোলেননি সেই পারফরম্য়ান্স ৷ পোশাক নির্বাচন থেকে শুরু গানের নির্বাচন, তার সঙ্গে বিভিন্ন নৃত্যভঙ্গি আট থেকে আশি সকলের মন জয় করে নিয়েছিল ৷ এই জুটি প্রথমে শুরু করেছিল 2005-র 'বান্টি অউর বাবলি' ছবির জনপ্রিয় গান কাজরা রে- দিয়ে ৷ এরপর 2002-র হিট ছবি দেবদাস ছবির গানে ডান্স পারপরম্য়ান্স শুরু করেন তাঁরা ৷ বরফের মধ্যে স্কেটিং করতে করতে 'ডোলা রে ডোলা রে' ও 'শিলশিলা ইয়ে চাহত কা' গানে তাঁদের নাচ মুগ্ধ করেছিল দর্শকদের ৷ স্পিন, কত্থক আবার কখনও জল্টিং জাম্পস, কোনও কিছুই বাদ ছিল না নৃত্যশৈলীতে ৷

ভিডিয়োটি নেটমাধ্যমে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছিল, "ব্যস দেখতেই থাকবেন ৷" উল্লেখ্য, 1997 থেকে মেরিল ডেভিস এবং চার্লি হোয়াইট জুটি বেঁধে নাচ শুরু করেছিলেন ৷ জিতেছেন অনেক পুরষ্কারও ৷ এমনকি পেয়েছেন 11টি সোনার মেডেলও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.