ETV Bharat / entertainment

নিউ ইয়ার রেজোলিউশন নিল টলিপাড়ার কনিষ্ঠরা, আগামী বছর কী প্ল্যান অয়ন্নাদের ?

New Year Resolutions: নতুন বছর শুরুর আগেই একটি পিকনিকে মেতে উঠল টলিপাড়ার কনিষ্ঠ শিল্পীরা ৷ তাদের মধ্যে ছিল অয়ন্না, অরণ্য, অঙ্কিত, বিলাস, লাড্ডু, অয়ন্না, উদিতারা। আগামী বছরে কী করবে তারা? জানাল ইটিভি ভারতকে।

টলিপাড়ার কনিষ্ঠদের নিউ ইয়ার রেজোলিউশন
New Year Resolutions
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 7:23 AM IST

কলকাতা, 31 ডিসেম্বর: দোরগোড়ায় নতুন বছর। রাত পোহালেই 2024। ব্যস্ত আমজনতা থেকে সেলেব-সবাই। আনন্দ উৎসবে মেতে উঠবেন সবাই। ব্যস্ত টলিপাড়ার কনিষ্ঠ শিল্পীরাও। কী করবে তারা এই উৎসবের দু'দিন? আগামী বছরে কী আশা তাদের? জেনে নিল ইটিভি ভারত।

  • অয়ন্না: 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকের তথা 'মানুষ' ছবিতে জিৎ-এর মেয়ের চরিত্রের অভিনেত্রী অয়ন্না চট্টোপাধ্যায় ইটিভি ভারতকে বলে, "আমার আগামী বছরের প্ল্যান হল আগের বছরে যে ভুলগুলো করেছি সেগুলো যেন এরপর আর না-করা। আশা করি সারা বছরটা যেন সুস্থ থাকব আর ভালো ভালো কাজ করব। শুধু আমি নই, আপনারা সবাই ভালো থাকুন সেটাই চাই। 31 ডিসেম্বর আমার একটা প্রোগ্রাম আছে। তারপর ফ্যামিলির সঙ্গে ডিনার করব। আর 1 জানুয়ারিতে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বছরটা শুরু করার ইচ্ছা আছে।"
    New Year Resolutions
    অয়ন্না চট্টোপাধ্যায়
  • বিলাস: শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে বঙ্গভূমির মেলায় অনুষ্ঠান কর‍তে যাওয়ার পথেই ইটিভি ভারতকে বিলাস বলল, "31 ডিসেম্বর আমার জন্মদিন। তাই এই দিন তো খুবই আনন্দ হবে। আর নতুন বছরে ভালো করে পড়াশোনা করতে হবে। গান, নাচ, আরও ভালো করে শিখতে হবে ৷ মাকে যতটা জ্বালাতাম সেটা একটু কমাতে হবে। আর অনেক ভালো-মন্দ খেতে হবে সারা বছর ধরে। গোটা বছরটা আনন্দে থাকতে হবে। শুধু আমাকে নয়, সকলকে। এছাড়াও নতুন বছরে যা যা কাজের সুযোগ পাব সেগুলো জমিয়ে করব। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।" অংশুমান প্রত্যুষ পরিচালিত বাংলা ছবি 'বাবুসোনা', 'আপনজন' ছবিতে জিতু কমলের সঙ্গে অভিনয় করেছে বিলাস দে। এছাড়াও 'হালুয়াম্যান' ছবিতে সুপার হিরোর চরিত্রে অভিনয় করেছে বিলাস।
  • লাড্ডু: বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ লাড্ডু। সম্প্রতি 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকের সফর শেষ করেছে ক্লাস সিক্সের এই লিটলস্টার। অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাতেও সমান দক্ষ লাড্ডু ৷ খুব শীঘ্রই একটি ধারাবাহিকে ফের দেখা যাবে তাকে। কিন্তু এখুনি সেই ধারাবাহিকের ব্যাপারে কিছু বলতে নারাজ সে। বিনোদন দুনিয়ায় থাকার দৌলতে এহেন কথা বলতে কম বয়সেই অভ্যস্ত হয়ে গিয়েছে লাড্ডু। থার্টি ফার্স্ট ইভের ঠিক আগের সন্ধ্যায় বনগাঁয় আয়োজিত একটি বিউটি কনটেস্টের সঞ্চালক ছিল লাড্ডু। সেখান থেকেই সে ইটিভি ভারতকে জানায়, "কথা চলছে একটা নতুন কাজের। নতুন ধারাবাহিকে আসছি। বছরের শেষদিনে একটা পিকনিকের প্ল্যান আছে। হবে কি না, শেষ পর্যন্ত সেটা মা জানে। ফেব্রুয়ারিতে ফাইনাল পরীক্ষা। তাই লেখাপড়ার চাপে আছি একটু। প্রচুর পড়তে হবে। পরীক্ষাটা হয়ে গেলে আবার জমিয়ে কাজ করব।"
  • অঙ্কিত: 'নেতাজি' ধারাবাহিকে সুভাষ চন্দ্র বসুর কম বয়সের চরিত্রে অভিনয় করা অঙ্কিত মজুমদারকে আজও ভোলেনি দর্শক। এরপরেও একাধিক ধারাবাহিক, সিনেমা এবং সিরিজে দেখা গিয়েছে অঙ্কিতকে। ইটিভি ভারতের প্রতিনিধিকে সে বলে, "এখন একটু বড় হয়েছি তাই 31 ডিসেম্বর সব বন্ধুরা মিলে 'ডাঙ্কি' দেখতে যাচ্ছি। আর 1 জানুয়ারিতে একটা ঘরোয়া পার্টিতে সবাই মিলে মজা করব। ব্যস এটুকুই। আর আগামী বছর সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আনন্দে থাকতে চাই। লেখাপড়া যেন ভালো হয় এই কামনা করি। আর সুস্থ থাকতে চাই। তাছাড়া আগামী বছরে আমি কুড়িটা সিনেমা দেখতে চাই।"
  • অরণ্য: একসময় বাংলা টেলিভিশনে লোকনাথ চরিত্রের দৌলতে সকলের মন জয় করে নিয়েছিল অরণ্য রায়চৌধুরী। এরপর একে একে আরও বহু ধারাবাহিকে অভিনয় করেছে সে। 'বোধিসত্বর বোধবুদ্ধি' থেকে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' এহেন বহু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে অরণ্য। বেথুয়াডহরী থেকে কলকাতায় এসে অভিনয়ের ভবিষ্যৎ গড়েছে সে। এখানেই শুরু করেছে লেখাপড়া। ইটিভি ভারতের প্রতিনিধিকে সে জানায়, " 31 ডিসেম্বর 'ডাঙ্কি' দেখতে যাব কয়েকজন বন্ধু মিলে। তবে, 1 জানুয়ারিতে এখনও তেমন কোনও প্ল্যান নেই। নতুন বছরে ভালো ভালো চরিত্র চাই। চাই আরও অভিনয় শিখতে। আর মন দিয়ে পড়াশোনাটা করতে চাই।"
  • উদিতা: নাচের রিয়ালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র'-এ লাড্ডুর সঙ্গী ছিল উদিতা। তার অবশ্য এখুনি কোনওকিছুর প্ল্যান নেই বলে জানিয়েছে তার মা। নতুন বছর শুরুর আগেই একটি পিকনিকে মেতে উঠেছিল অয়ন্না, অরণ্য, অঙ্কিত, বিলাস, লাড্ডু, অয়ন্না, উদিতারা।
    New Year Resolutions
    পিকনিকে মেতে উঠল টলিপাড়ার কনিষ্ঠ শিল্পীরা

আরও পড়ুন:

  1. নতুন বছরের কী পরিকল্পনা টলি সেলেবদের, শুনে নিন তাঁদের মুখ থেকেই
  2. বাজারে এল আইফোন 15, হাতে পেয়েই 'সেলেব সেলফি'
  3. অনুষ্কার ছবি তোলার অনুমতি চাইছেন অরিজিৎ, ভারত-পাক ম্যাচের সেলেব-কাহিনি ভাইরাল

কলকাতা, 31 ডিসেম্বর: দোরগোড়ায় নতুন বছর। রাত পোহালেই 2024। ব্যস্ত আমজনতা থেকে সেলেব-সবাই। আনন্দ উৎসবে মেতে উঠবেন সবাই। ব্যস্ত টলিপাড়ার কনিষ্ঠ শিল্পীরাও। কী করবে তারা এই উৎসবের দু'দিন? আগামী বছরে কী আশা তাদের? জেনে নিল ইটিভি ভারত।

  • অয়ন্না: 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকের তথা 'মানুষ' ছবিতে জিৎ-এর মেয়ের চরিত্রের অভিনেত্রী অয়ন্না চট্টোপাধ্যায় ইটিভি ভারতকে বলে, "আমার আগামী বছরের প্ল্যান হল আগের বছরে যে ভুলগুলো করেছি সেগুলো যেন এরপর আর না-করা। আশা করি সারা বছরটা যেন সুস্থ থাকব আর ভালো ভালো কাজ করব। শুধু আমি নই, আপনারা সবাই ভালো থাকুন সেটাই চাই। 31 ডিসেম্বর আমার একটা প্রোগ্রাম আছে। তারপর ফ্যামিলির সঙ্গে ডিনার করব। আর 1 জানুয়ারিতে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বছরটা শুরু করার ইচ্ছা আছে।"
    New Year Resolutions
    অয়ন্না চট্টোপাধ্যায়
  • বিলাস: শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে বঙ্গভূমির মেলায় অনুষ্ঠান কর‍তে যাওয়ার পথেই ইটিভি ভারতকে বিলাস বলল, "31 ডিসেম্বর আমার জন্মদিন। তাই এই দিন তো খুবই আনন্দ হবে। আর নতুন বছরে ভালো করে পড়াশোনা করতে হবে। গান, নাচ, আরও ভালো করে শিখতে হবে ৷ মাকে যতটা জ্বালাতাম সেটা একটু কমাতে হবে। আর অনেক ভালো-মন্দ খেতে হবে সারা বছর ধরে। গোটা বছরটা আনন্দে থাকতে হবে। শুধু আমাকে নয়, সকলকে। এছাড়াও নতুন বছরে যা যা কাজের সুযোগ পাব সেগুলো জমিয়ে করব। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।" অংশুমান প্রত্যুষ পরিচালিত বাংলা ছবি 'বাবুসোনা', 'আপনজন' ছবিতে জিতু কমলের সঙ্গে অভিনয় করেছে বিলাস দে। এছাড়াও 'হালুয়াম্যান' ছবিতে সুপার হিরোর চরিত্রে অভিনয় করেছে বিলাস।
  • লাড্ডু: বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ লাড্ডু। সম্প্রতি 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকের সফর শেষ করেছে ক্লাস সিক্সের এই লিটলস্টার। অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাতেও সমান দক্ষ লাড্ডু ৷ খুব শীঘ্রই একটি ধারাবাহিকে ফের দেখা যাবে তাকে। কিন্তু এখুনি সেই ধারাবাহিকের ব্যাপারে কিছু বলতে নারাজ সে। বিনোদন দুনিয়ায় থাকার দৌলতে এহেন কথা বলতে কম বয়সেই অভ্যস্ত হয়ে গিয়েছে লাড্ডু। থার্টি ফার্স্ট ইভের ঠিক আগের সন্ধ্যায় বনগাঁয় আয়োজিত একটি বিউটি কনটেস্টের সঞ্চালক ছিল লাড্ডু। সেখান থেকেই সে ইটিভি ভারতকে জানায়, "কথা চলছে একটা নতুন কাজের। নতুন ধারাবাহিকে আসছি। বছরের শেষদিনে একটা পিকনিকের প্ল্যান আছে। হবে কি না, শেষ পর্যন্ত সেটা মা জানে। ফেব্রুয়ারিতে ফাইনাল পরীক্ষা। তাই লেখাপড়ার চাপে আছি একটু। প্রচুর পড়তে হবে। পরীক্ষাটা হয়ে গেলে আবার জমিয়ে কাজ করব।"
  • অঙ্কিত: 'নেতাজি' ধারাবাহিকে সুভাষ চন্দ্র বসুর কম বয়সের চরিত্রে অভিনয় করা অঙ্কিত মজুমদারকে আজও ভোলেনি দর্শক। এরপরেও একাধিক ধারাবাহিক, সিনেমা এবং সিরিজে দেখা গিয়েছে অঙ্কিতকে। ইটিভি ভারতের প্রতিনিধিকে সে বলে, "এখন একটু বড় হয়েছি তাই 31 ডিসেম্বর সব বন্ধুরা মিলে 'ডাঙ্কি' দেখতে যাচ্ছি। আর 1 জানুয়ারিতে একটা ঘরোয়া পার্টিতে সবাই মিলে মজা করব। ব্যস এটুকুই। আর আগামী বছর সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আনন্দে থাকতে চাই। লেখাপড়া যেন ভালো হয় এই কামনা করি। আর সুস্থ থাকতে চাই। তাছাড়া আগামী বছরে আমি কুড়িটা সিনেমা দেখতে চাই।"
  • অরণ্য: একসময় বাংলা টেলিভিশনে লোকনাথ চরিত্রের দৌলতে সকলের মন জয় করে নিয়েছিল অরণ্য রায়চৌধুরী। এরপর একে একে আরও বহু ধারাবাহিকে অভিনয় করেছে সে। 'বোধিসত্বর বোধবুদ্ধি' থেকে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' এহেন বহু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে অরণ্য। বেথুয়াডহরী থেকে কলকাতায় এসে অভিনয়ের ভবিষ্যৎ গড়েছে সে। এখানেই শুরু করেছে লেখাপড়া। ইটিভি ভারতের প্রতিনিধিকে সে জানায়, " 31 ডিসেম্বর 'ডাঙ্কি' দেখতে যাব কয়েকজন বন্ধু মিলে। তবে, 1 জানুয়ারিতে এখনও তেমন কোনও প্ল্যান নেই। নতুন বছরে ভালো ভালো চরিত্র চাই। চাই আরও অভিনয় শিখতে। আর মন দিয়ে পড়াশোনাটা করতে চাই।"
  • উদিতা: নাচের রিয়ালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র'-এ লাড্ডুর সঙ্গী ছিল উদিতা। তার অবশ্য এখুনি কোনওকিছুর প্ল্যান নেই বলে জানিয়েছে তার মা। নতুন বছর শুরুর আগেই একটি পিকনিকে মেতে উঠেছিল অয়ন্না, অরণ্য, অঙ্কিত, বিলাস, লাড্ডু, অয়ন্না, উদিতারা।
    New Year Resolutions
    পিকনিকে মেতে উঠল টলিপাড়ার কনিষ্ঠ শিল্পীরা

আরও পড়ুন:

  1. নতুন বছরের কী পরিকল্পনা টলি সেলেবদের, শুনে নিন তাঁদের মুখ থেকেই
  2. বাজারে এল আইফোন 15, হাতে পেয়েই 'সেলেব সেলফি'
  3. অনুষ্কার ছবি তোলার অনুমতি চাইছেন অরিজিৎ, ভারত-পাক ম্যাচের সেলেব-কাহিনি ভাইরাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.