ETV Bharat / entertainment

হারিয়ে যেতে বসা 'গম্ভীরা'র কথা এবার বড় পর্দায়, খরাজ-সৌরভদের হাত ধরে আসছে 'নানা হে' - নানা হে

Saurav Das New Film: বাংলা প্রায় হারিয়ে যেতে বসা লোকগানের একটি হল 'গম্ভীরা' ৷ এই পালাগানের সুদীর্ঘ ইতিহাস রয়েছে ৷ অথচ বর্তমানে এই শিল্প প্রায় বিলুপ্তির পথে ৷ এবার খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাসের 'নানা হে' ছবির হাত ধরে রূপোলি পর্দায় উঠে আসবে সেই কাহিনি ৷

Saurav Das New Film on Gambhira
খরাজ-সৌরভদের হাত ধরে আসছে 'নানা হে'
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 7:59 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: বাংলায় প্রায় হারিয়ে যাওয়া বহু লোকশিল্পের মধ্যে উল্লেখযোগ্য একটি লোক পালাগান হল 'গম্ভীরা'। 'গম্ভীরা ' গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলায় হিন্দুসমাজে । 'গম্ভীরা' নৃত্যটি উত্তরবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদহ জেলা জুড়ে চৈত্র সংক্রান্তির উৎসবের সময় প্রদর্শিত হয় । মালদহের 'গম্ভীরা'র বিশেষত্ব হল মুখোশের ব্যবহার ৷ এবার সেই 'গম্ভীরা'র ইতিহাসই উঠে আসবে রূপোলি পর্দায় ৷ এই নিয়েই আসতে চলেছে নতুন এক বাংলা ছবি 'নানা হে'।

মালদার সূত্রধর সম্প্রদায় নিম এবং ডুমুর গাছের অংশবিশেষের সাহায্যে মুখোশগুলি তৈরি করে। সেই হারিয়ে যাওয়া শিল্পকে কেন্দ্র করে মোজোটেল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং বায়োস্কোপ ভেঞ্চার্সের নতুন সিনেমা 'নানা হে'র শুটিং শুরু হল সম্প্রতি । ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাস, শ্রীতমা দে, বিমল গিরি, শ্রেয়া ভট্টাচার্য, অঞ্জন কাঞ্জিলাল, প্রহ্লাদ সর্দার, কাঞ্চনা মৈত্র প্রমুখ ৷ গল্পের কাহিনিকার অঞ্জনাভ রায় । চিত্র নির্মাতা শান্তনু বন্দ্যোপাধ্যায় । পরিচালনায় রয়েছেন অঞ্জনাভ রায় এবং সায়ন ববন্দ্যোপাধ্যায়।

Nana He
গম্ভীরা গানের ইতিহাস উঠে আসবে রূপোলি পর্দায়
খরাজ এখানে অভিনয় করেছেন একজন গম্ভীরা শিল্পীর চরিত্রে ৷ ফরমায়েশ করা বানিজ্যিক 'গম্ভীরা' করতে সে রাজি নয় ৷ খানিকটা অভিমানেই স্বেচ্ছা নির্বাসন নিয়ে নিজেকে গৃহবন্দী করে ফেলেছে এই শিল্পী । তার কাছে হঠাৎই 'গম্ভীরা'র উপর গবেষণামূলক কাজের জন্য মহানগর থেকে আসে একটি মেয়ে । এই চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা দে। শিল্পী বাঘারুর সঙ্গে কথপোকথন করতে করতে সেও হারিয়ে যায় 'গম্ভীরা'র ইতিহাস এবং প্রান্তিক মানুষদের না জানা শিল্প যাপনের মধ্যে।

শুধু তাই নয়, এই শিল্প পুরোপুরি পালটে দেয় একজন আদ্যোপ্রান্ত শহুরে ছেলেকেও ৷ সভ্যতার উন্মাদনায় উন্মত্ত হয়ে এগিয়ে চলাকেই সে জীবন মনে করত একটা সময় । এই চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। একটা হারিয়ে যেতে বসা লোকশিল্প কীভাবে এই তিনজন মানুষের ব্যক্তিগত জীবন, তাদের জীবনের ওঠাপড়া, টানাপোড়েনের সঙ্গী হয়ে যায় সেই নিয়েই এই সিনেমা । 'মোজোটেল এন্টারটেইনমেন্ট'- এর ব্যানারে শাশ্বত চচট্টোপাধ্যায় এবং এহেসাস কাঞ্জিলালের প্রযোজনাতে মুক্তি পাবে ছবিটি।

প্রযোজক সংস্থার কর্ণধার সুমনা কাঞ্জিলাল বলেন, "এই সিনেমার সবচেয়ে বড় সম্পদ এর সঙ্গীত । প্রায় নয়টি অসাধারণ গান রয়েছে ৷ তার মধ্যে বেশিরভাগই লোকসঙ্গীত । সঙ্গীত পরিচালনা করেছেন তীর্থ ভট্টাচার্য ও অঞ্জনাভ রায় ! গান গেয়েছেন তীর্থ ভট্টাচার্য, দূর্নিবার সাহা, শ্রেয়া ভট্টাচার্য ও অহেলি সরকার । 'নানা হে' শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা হারিয়ে যাওয়া লোককথার দলিল ।"

আরও পড়ুন:

  1. সিনেপর্দায় প্রভাসের প্রত্যাবর্তন, 'সালার' ছবি মুক্তির পরেই দেশজুড়ে উচ্ছ্বাস অনুরাগীদের
  2. প্রভাসের অনুরাগীদের উপর লাঠিচার্জ! প্রেক্ষাগৃহের সামনে ভিড় সামলাতে ময়দানে পুলিশ
  3. অস্কারের দৌঁড়ে ছিটকে গেল ভারত! ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে জায়গা পেল না মালয়লম ছবি

কলকাতা, 22 ডিসেম্বর: বাংলায় প্রায় হারিয়ে যাওয়া বহু লোকশিল্পের মধ্যে উল্লেখযোগ্য একটি লোক পালাগান হল 'গম্ভীরা'। 'গম্ভীরা ' গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলায় হিন্দুসমাজে । 'গম্ভীরা' নৃত্যটি উত্তরবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদহ জেলা জুড়ে চৈত্র সংক্রান্তির উৎসবের সময় প্রদর্শিত হয় । মালদহের 'গম্ভীরা'র বিশেষত্ব হল মুখোশের ব্যবহার ৷ এবার সেই 'গম্ভীরা'র ইতিহাসই উঠে আসবে রূপোলি পর্দায় ৷ এই নিয়েই আসতে চলেছে নতুন এক বাংলা ছবি 'নানা হে'।

মালদার সূত্রধর সম্প্রদায় নিম এবং ডুমুর গাছের অংশবিশেষের সাহায্যে মুখোশগুলি তৈরি করে। সেই হারিয়ে যাওয়া শিল্পকে কেন্দ্র করে মোজোটেল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং বায়োস্কোপ ভেঞ্চার্সের নতুন সিনেমা 'নানা হে'র শুটিং শুরু হল সম্প্রতি । ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাস, শ্রীতমা দে, বিমল গিরি, শ্রেয়া ভট্টাচার্য, অঞ্জন কাঞ্জিলাল, প্রহ্লাদ সর্দার, কাঞ্চনা মৈত্র প্রমুখ ৷ গল্পের কাহিনিকার অঞ্জনাভ রায় । চিত্র নির্মাতা শান্তনু বন্দ্যোপাধ্যায় । পরিচালনায় রয়েছেন অঞ্জনাভ রায় এবং সায়ন ববন্দ্যোপাধ্যায়।

Nana He
গম্ভীরা গানের ইতিহাস উঠে আসবে রূপোলি পর্দায়
খরাজ এখানে অভিনয় করেছেন একজন গম্ভীরা শিল্পীর চরিত্রে ৷ ফরমায়েশ করা বানিজ্যিক 'গম্ভীরা' করতে সে রাজি নয় ৷ খানিকটা অভিমানেই স্বেচ্ছা নির্বাসন নিয়ে নিজেকে গৃহবন্দী করে ফেলেছে এই শিল্পী । তার কাছে হঠাৎই 'গম্ভীরা'র উপর গবেষণামূলক কাজের জন্য মহানগর থেকে আসে একটি মেয়ে । এই চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা দে। শিল্পী বাঘারুর সঙ্গে কথপোকথন করতে করতে সেও হারিয়ে যায় 'গম্ভীরা'র ইতিহাস এবং প্রান্তিক মানুষদের না জানা শিল্প যাপনের মধ্যে।

শুধু তাই নয়, এই শিল্প পুরোপুরি পালটে দেয় একজন আদ্যোপ্রান্ত শহুরে ছেলেকেও ৷ সভ্যতার উন্মাদনায় উন্মত্ত হয়ে এগিয়ে চলাকেই সে জীবন মনে করত একটা সময় । এই চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। একটা হারিয়ে যেতে বসা লোকশিল্প কীভাবে এই তিনজন মানুষের ব্যক্তিগত জীবন, তাদের জীবনের ওঠাপড়া, টানাপোড়েনের সঙ্গী হয়ে যায় সেই নিয়েই এই সিনেমা । 'মোজোটেল এন্টারটেইনমেন্ট'- এর ব্যানারে শাশ্বত চচট্টোপাধ্যায় এবং এহেসাস কাঞ্জিলালের প্রযোজনাতে মুক্তি পাবে ছবিটি।

প্রযোজক সংস্থার কর্ণধার সুমনা কাঞ্জিলাল বলেন, "এই সিনেমার সবচেয়ে বড় সম্পদ এর সঙ্গীত । প্রায় নয়টি অসাধারণ গান রয়েছে ৷ তার মধ্যে বেশিরভাগই লোকসঙ্গীত । সঙ্গীত পরিচালনা করেছেন তীর্থ ভট্টাচার্য ও অঞ্জনাভ রায় ! গান গেয়েছেন তীর্থ ভট্টাচার্য, দূর্নিবার সাহা, শ্রেয়া ভট্টাচার্য ও অহেলি সরকার । 'নানা হে' শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা হারিয়ে যাওয়া লোককথার দলিল ।"

আরও পড়ুন:

  1. সিনেপর্দায় প্রভাসের প্রত্যাবর্তন, 'সালার' ছবি মুক্তির পরেই দেশজুড়ে উচ্ছ্বাস অনুরাগীদের
  2. প্রভাসের অনুরাগীদের উপর লাঠিচার্জ! প্রেক্ষাগৃহের সামনে ভিড় সামলাতে ময়দানে পুলিশ
  3. অস্কারের দৌঁড়ে ছিটকে গেল ভারত! ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে জায়গা পেল না মালয়লম ছবি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.