ETV Bharat / entertainment

New Film Messbari: 'একসঙ্গে বাঁচার নামই জীবন', বার্তা দিতেই আসছে 'মেসবাড়ি' - New Film Messbari is coming Soon

আসছে দীপান্বিতা সেনগুপ্ত পরিচালিত নতুন বাংলা ছবি 'মেসবাড়ি' ৷ ছবিতে ফুটে উঠবে এক বৃদ্ধার জীবনের রোজনামচা ৷ যিনি চান জীবনের শেষ কটা দিন আনন্দে কাটাতে ৷ আর তাই তিনি এসে ওঠেন একটি মেসবাড়িতে ৷

New Film Messbari
গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছে মেসবাড়ি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 3:08 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: 'একসঙ্গে বাঁচার নামই জীবন', এ কথা আমরা সকলেই বলে থাকি । আর এই কথাকে সম্বল করেই মুক্তির অপেক্ষায় নতুন বাংলা ছবি 'মেসবাড়ি'। দীপান্বিতা সেনগুপ্তর পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'মেসবাড়ি'। ইঁদুর দৌড়ের এই যুগে আমরা সবাই ছুটছি ৷ কেউ ভালো ফলের আশায় কেউ বা চাকরিতে উন্নতির আশায় । অথচ বাড়ির প্রবীণ সদস্যদের আমরা একপেশে করে রাখি সবসময় । যারা একদিন তাদের সন্তানকে মানুষ করার জন্য এরকমই ইঁদুর দৌড়ে নাম লিখিয়েছিলেন । আমরা ভুলে যাই তাঁদের আত্মত্যাগ ৷ সংসারের জন্য তাঁদের ভূমিকা ৷ বৃদ্ধাবস্থায় তাঁদের পড়তে হয় অবহেলার মুখে ৷ সেই ভাবনাই ফুটে উঠবে এই ছবিতে ৷

এই ছবি আমাদের দাঁড় করিয়ে দেয় এক আয়নার সামনে ৷ ছবির কেন্দ্রে রয়েছেন এক বৃদ্ধা । স্বামীকে হারিয়ে কোনও বৃদ্ধাশ্রমে না গিয়ে শহরের একটি মেসে গিয়ে ওঠেন তিনি । চাহিদা একটাই ৷ জীবনের শেষ দিনগুলি সবার মাঝে হৈহৈ করে কাটাতে চান তিনি । এই বৃদ্ধার চরিত্রে রয়েছেন খেয়ালি দস্তিদার । এবার কোনদিকে এগোয় তাঁর কাহিনি ৷ সেটাই দেখার ৷

New Film Messbari
থাকছেন বিশ্বনাথ বসুও

ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ, ধীমান ভট্টাচার্য, শুভশ্রী সেনগুপ্ত, আবীর সেনগুপ্ত প্রমুখ । ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা সামলেছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত । আর ছবিটির কাহিনি সূত্র বাংলাদেশের বিখ্যাত লেখক হুমায়ন আহমেদের । যাঁর হাত ধরে হিমু, মিসির আলি কিংবা শুভ্রদের মতো চরিত্র পেয়েছে বাংলা সাহিত্য ৷

New Film Messbari
ছবির কিছু ঝলক

আরও পড়ুন: 'ঘুরে দাঁড়াতে বাংলা ছবির একটা শোলে দরকার', দাবি রজতাভর

ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত । গীতিকার দীপান্বিতা সেনগুপ্ত । ছবিতে চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায় । ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচী । পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত ইটিভি ভারতকে বলেন, "এই ছবিতে একটি সামাজিক বার্তা রয়েছে । ব্যস্ততার মধ্যেও জীবনে সবাইকে পাশে নিয়ে বাঁচার নামই যে জীবন, সেই বার্তাই দেবে আমাদের 'মেসবাড়ি' । যেখানে অভিনেত্রী খেয়ালি দস্তিদার, বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ ও অন্যান্য অভিনেতারা অনন্য । আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে ছবিটি ।" ছবিটির শুটিং হয়েছে কলকাতারই এক জমিদার বাড়িতে । আর ছবিটি মুক্তি পাবে 'অফ দা স্পেকট্রাম'- প্রোডাকশন এর ব্যানারে।

কলকাতা, 18 সেপ্টেম্বর: 'একসঙ্গে বাঁচার নামই জীবন', এ কথা আমরা সকলেই বলে থাকি । আর এই কথাকে সম্বল করেই মুক্তির অপেক্ষায় নতুন বাংলা ছবি 'মেসবাড়ি'। দীপান্বিতা সেনগুপ্তর পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'মেসবাড়ি'। ইঁদুর দৌড়ের এই যুগে আমরা সবাই ছুটছি ৷ কেউ ভালো ফলের আশায় কেউ বা চাকরিতে উন্নতির আশায় । অথচ বাড়ির প্রবীণ সদস্যদের আমরা একপেশে করে রাখি সবসময় । যারা একদিন তাদের সন্তানকে মানুষ করার জন্য এরকমই ইঁদুর দৌড়ে নাম লিখিয়েছিলেন । আমরা ভুলে যাই তাঁদের আত্মত্যাগ ৷ সংসারের জন্য তাঁদের ভূমিকা ৷ বৃদ্ধাবস্থায় তাঁদের পড়তে হয় অবহেলার মুখে ৷ সেই ভাবনাই ফুটে উঠবে এই ছবিতে ৷

এই ছবি আমাদের দাঁড় করিয়ে দেয় এক আয়নার সামনে ৷ ছবির কেন্দ্রে রয়েছেন এক বৃদ্ধা । স্বামীকে হারিয়ে কোনও বৃদ্ধাশ্রমে না গিয়ে শহরের একটি মেসে গিয়ে ওঠেন তিনি । চাহিদা একটাই ৷ জীবনের শেষ দিনগুলি সবার মাঝে হৈহৈ করে কাটাতে চান তিনি । এই বৃদ্ধার চরিত্রে রয়েছেন খেয়ালি দস্তিদার । এবার কোনদিকে এগোয় তাঁর কাহিনি ৷ সেটাই দেখার ৷

New Film Messbari
থাকছেন বিশ্বনাথ বসুও

ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ, ধীমান ভট্টাচার্য, শুভশ্রী সেনগুপ্ত, আবীর সেনগুপ্ত প্রমুখ । ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা সামলেছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত । আর ছবিটির কাহিনি সূত্র বাংলাদেশের বিখ্যাত লেখক হুমায়ন আহমেদের । যাঁর হাত ধরে হিমু, মিসির আলি কিংবা শুভ্রদের মতো চরিত্র পেয়েছে বাংলা সাহিত্য ৷

New Film Messbari
ছবির কিছু ঝলক

আরও পড়ুন: 'ঘুরে দাঁড়াতে বাংলা ছবির একটা শোলে দরকার', দাবি রজতাভর

ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত । গীতিকার দীপান্বিতা সেনগুপ্ত । ছবিতে চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায় । ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচী । পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত ইটিভি ভারতকে বলেন, "এই ছবিতে একটি সামাজিক বার্তা রয়েছে । ব্যস্ততার মধ্যেও জীবনে সবাইকে পাশে নিয়ে বাঁচার নামই যে জীবন, সেই বার্তাই দেবে আমাদের 'মেসবাড়ি' । যেখানে অভিনেত্রী খেয়ালি দস্তিদার, বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ ও অন্যান্য অভিনেতারা অনন্য । আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে ছবিটি ।" ছবিটির শুটিং হয়েছে কলকাতারই এক জমিদার বাড়িতে । আর ছবিটি মুক্তি পাবে 'অফ দা স্পেকট্রাম'- প্রোডাকশন এর ব্যানারে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.