কলকাতা, 5 মার্চ: 'ছিপকলি'র বাংলা মানে করলে দাঁড়ায় টিকটিকি। সরীসৃপ, কিন্তু এর একটা বিশেষত্ব আছে যা হল সদা সতর্ক থাকা। দেওয়ালে থাকা, বুকে ভর দিয়ে চলা এই জীব যেন সমস্ত সাসপেন্সের আধার। বলিউডে পা রাখছেন দুই বাঙালি। সাসপেন্স আর মার্ডার মিস্ট্রিকে হাতিয়ার করে তাঁদের প্রথম ছবির নামও 'ছিপকলি'। অবশেষে মুক্তির পথে কৌশিক কর পরিচালিত হিন্দি ছবি 'ছিপকলি'। চলতি বছরের 7 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি হাজির হল ছবির চরিত্রদের লুক (Chhipkali to be Released on 7th April)।
'ছিপকলি' ছবির হাত ধরেই বাংলার অভিনেতা পা রাখলেন বলিউডে। তাও আবার পরিচালক হিসেবে। এই খবর নতুন নয়। একইভাবে রহস্য-রোমাঞ্চে ভরা এই ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় সঙ্গীত পরিচালক হিসেবে হাতেখড়ি হচ্ছে 'যকের ধন', 'আলিনগরের গোলোক ধাঁধা'-র সঙ্গীত পরিচালক মিমোর। 'লগান', 'রাউডি রাঠোর' খ্যাত যশপাল শর্মা, যোগেশ ভরদ্বাজকে নিজের প্রথম হিন্দি ছবিতে পরিচালনা করলেন কৌশিক। এই ছবিতে রয়েছেন তন্নিষ্ঠা বিশ্বাসও। সঙ্গীত পরিচালনার পাশাপাশি মিমো এই ছবির প্রযোজকও বটে। ফলে, দু'দিকের দায়িত্ব সামলাতে হচ্ছে মিমোকে।
আরও পড়ুন: ছিটমহলের পটভূমিতে তৈরি হচ্ছে দাফান, কী চলছে শুটিং ফ্লোরে ?
ছবির গল্পের দিকে তাকালে দেখা যায়, মধ্যবয়স্ক লেখক অলোক। যে তাঁর পেশাগত জীবনে ব্যর্থ। এক সময় নকশাল আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। তাঁরই স্ত্রী ও ছেলে খুন হয়ে যায় হঠাৎ। সেই তদন্তের দায়িত্ব নেয় রুদ্রাক্ষ। তদন্তের স্বার্থে অলোক আর রুদ্রাক্ষের মধ্যে যোগাযোগ হতেই ঘটতে থাকে একের পর এক ঘটনা। যা দেখে রুদ্রাক্ষের মনে সন্দেহ জাগে, অলোক নিজের পরিবারকে খুন করেনি তো? তার উত্তর জানা যাবে ছবিটিতে। সূত্রের খবর, পুরো ছবির শ্যুটিং হয়েছে বহরমপুরে। বাংলায় এসে কাজ করে বেজায় খুশি যশপাল এবং যোগেশ। মিমোর দাবি, বলিউডের দুই অভিনেতাই তাঁদের সঙ্গে সহযোগিতা করেছেন। এই নববর্ষে মুক্তির পথে বেশ কয়েকটি বাংলা ছবি। সেই সবেরই ভিড়ে জায়গা নেবে বাঙালি পরিচালকের নির্মিত হিন্দি ছবি। সুতরাং টক্কর এবারে অন্যরকমের।