কলকাতা, 7 এপ্রিল : আসছে নতুন বাংলা ছবি 'ক্যাফে ওয়াল' । পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুদীপ্ত দাশগুপ্ত ৷ এই ছবির গল্প আবর্তিত হয়েছে পাহাড়ের কোলে গড়ে ওঠা ছোট্ট একটি ক্যাফেকে কেন্দ্র করে ৷ যার পরতে পরতে থাকছে রহস্য় ৷ আর তা ভেদ করতে বড় ভূমিকা নিতে চলেছেন রজতাভ দত্ত ৷ এর আগে 'ব্যাধ'-এর মতো সিরিজে অভিনেতাকে দেখা গিয়েছে রহস্য়ভেদী হয়ে উঠতে ৷ আরও একবার তেমনই এক রহস্য়ভেদ করার চেষ্টা করবেন অভিনেতা ৷
গল্পের দিকে তাকালে দেখা যাবে, ছোটবেলা থেকেই পাহাড়ের একটি ছোট্ট ক্যাফেতে যেতে খুব পছন্দ করে অনন্যা । এই চরিত্রে দর্শক দেখবে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্য়ায়কে ৷ ছোটবেলাটা বাবা মায়ের সঙ্গে কাটিয়েছে ঠিকই কিন্তু অনন্যার বড়বেলাটা কাটে মেসো এবং মাসির সঙ্গে । সেই ক্যাফেতেই অনন্যার জন্য কেউ একজন রেখে যায় অর্ধেক আঁকা একটি ছবি ৷ ওদিকে কলকাতায় একের পর এক খুন হয়ে চলেছে । পুলিশের উচ্চপদস্থ কর্তারাও খুনের কোনও কুল কিনারা করে উঠতে পারছেন না । কে বা কারা, কেন করছে এই খুন ? খুনি কি খুব পরিচিত ? সেই নিয়েই মাথা খারাপ সকলের ৷
আর সেই খুনের কিনারা করতেই এবার ডাক পড়ে স্পেশাল ব্রাঞ্চের অফিসার মিস্টার ব্যানার্জির ৷ এই চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত । খুনের সূত্র ধরতে তাকে পৌঁছাতে হয় পাহাড়ে অনন্যার বাড়িতে । এরপর ? উত্তর দেবে 'ক্যাফে ওয়াল' । রজতাভ, তুলিকা, রূপসা ছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন সুপ্রিয় দত্ত, সমদর্শী দত্ত ,দেবরাজ মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, দীপক হালদার, সুব্রত গুহরায়, শুভঙ্কর দাশগুপ্ত, শরন্যা দাশগুপ্ত, অনন্যা বিশ্বাস প্রমুখ । ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন কুমার অভিজিৎ এবং রাজা অধিকারী ৷ কাহিনি লিখেছেন ঐশ্বর্য দাশগুপ্ত ৷ আর ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শুভঙ্কর দাশগুপ্ত ৷