মুম্বই, 20 এপ্রিল : পর্দায় আসার পর থেকেই ভূয়সী প্রশংসা কুড়িয়েছে সঞ্জয়লীলা বনশালি এবং আলিয়া ভাট জুটির শেষ ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷ শুধু সমালোচকদের প্রশংসাই নয়, যথেষ্ট ব্যবসায়িক সাফল্যও লাভ করেছে এই ছবি ৷ ফেব্রুয়ারির 25 তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷ আর এবার সামনে এল ছবির ডিজিটাল প্রিমিয়ারের তারিখ ৷ ছবির ডিজিটাল প্রিমিয়ার করবে ওটিটি প্লার্টফর্ম নেটফ্লিক্স (Gangubai Kathiawadi Digital Premiere Date) ৷
তাঁদের টুইটার হ্যান্ডেল থেকে এই কথা নিজেরাই ঘোষণা করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া ৷ টুইটে বলা হয়েছে, "দেখ, দেখ চাঁদ এসে গিয়েছে ৷ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি আসছে 26 এপ্রিল ৷" অর্থাৎ আর মাত্র 6 দিন পরেই বাড়ি বসে নিজেদের সময়মত এই ছবির মজা উপভোগ করতে পারবেন আলিয়া ফ্যানেরা ৷ ছবিটি যে এই বছরের একটি অন্যতম বড় হিট, তা বলা যেতেই পারে ৷ বক্স অফিসে প্রায় 130 কোটি টাকার ব্যবসা দিয়েছে সঞ্জয়লীলা বনশালির এই প্রজেক্ট ৷
-
Dekho, dekho chaand Netflix pe aaraha hai 🌝#GangubaiKathiawadi arrives on April 26th 💃🏻❤️#GangubaiKathiawadiOnNetflix pic.twitter.com/YZVQvn4q3W
— Netflix India (@NetflixIndia) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dekho, dekho chaand Netflix pe aaraha hai 🌝#GangubaiKathiawadi arrives on April 26th 💃🏻❤️#GangubaiKathiawadiOnNetflix pic.twitter.com/YZVQvn4q3W
— Netflix India (@NetflixIndia) April 20, 2022Dekho, dekho chaand Netflix pe aaraha hai 🌝#GangubaiKathiawadi arrives on April 26th 💃🏻❤️#GangubaiKathiawadiOnNetflix pic.twitter.com/YZVQvn4q3W
— Netflix India (@NetflixIndia) April 20, 2022
হুসেন জাইদির লেখা উপন্যাস 'মাফিয়া কুইনস অব মুম্বই'-এর পাতা থেকে উঠে আসা গাঙ্গুবাঈ চরিত্রটিকে ফুটিয়ে তুলতে যে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছিলেন আলিয়া, তা বোঝা গিয়েছে ছবির প্রতিটা দৃশ্যে ৷ আর ভাল চরিত্র পেলে অজয় যে কী করতে পারেন 'দ্য লেজেন্ড অফ ভগৎ সিং'-এর মত ছবিগুলিতে আগেও তা দেখিয়ে দিয়েছিলেন এই তারকা ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি, লালাকে সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে কোনও কার্পণ্য করেননি এই অভিনেতা ৷ ট্রেলারের মত ছবিতেও সকলকে রীতিমতো চমকে দিয়েছেন বিজয় রাজ ৷ রাজিয়া চরিত্রে তিনি ছিলেন সত্যিই অনবদ্য ৷ প্রসঙ্গত এই ছবির প্রথম প্রিমিয়ার হয়েছিল বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে ৷ আর এবার ডিজিটাল মাধ্যমে দর্শকের ঘরে ঘরে পৌঁছাতে চলেছে গাঙ্গুবাঈ ৷