ETV Bharat / entertainment

Ranbir Alia wedding: ঋষি-নীতুর মতোই শ্যাম্পেনের গ্লাসে বিয়ের সেলিব্রেশন রণলিয়ার - ঋষি কাপুর ও নীতু কাপুরের বিয়ের সেলিব্রেশন

ঋষি কাপুর ও নীতু কাপুরের (Ranbir Alia wedding latest news) মতোই শ্যাম্পেনের গ্লাসে বিয়ের সেলিব্রেশন (Ranbir Alia wedding celebration) সারলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Ranbir Alia wedding)৷

Neetu and Rishi Kapoor's wedding celebration was similar to Ranbir Kapoor Alia Bhatt
ঋষি-নীতুর মতোই শ্যাম্পেনের গ্লাসে বিয়ের সেলিব্রেশন রণলিয়ার
author img

By

Published : Apr 15, 2022, 9:31 AM IST

মুম্বই, 15 এপ্রিল: সম্পন্ন শুভ বিবাহ ৷ বর্তমানে স্বামী-স্ত্রী রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ বিয়ের পর সেলিব্রেশনে মাতলেন বলিউডের নবদম্পতি (Ranbir Alia wedding)৷ তাঁদের সেলিব্রেশনের আবহে তাজা হল 42 বছর আগের একটি স্মৃতি ৷ বিবাহবাসর থেকে সেলিব্রেশন - সব ক্ষেত্রেই বাবা-মায়ের পথ অনুসরণ করলেন রণবীর কাপুর ৷

সাদা ও সোনালির আভিজাত্যে মোড়া সাজে বিয়ের দিন সবাইকে তাক লাগিয়ে দেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Ranbir Alia wedding latest news)৷ মেহেন্দি, গায়ে হলুদের পর্ব সেরে সাত পাকে বাঁধা পড়েন ব্রহ্মাস্ত্র জুটি ৷ বিয়ের পর হয় কেক কেটে সেলিব্রেশন (Ranbir Alia wedding celebration)৷ হাতে শ্যাম্পেনের গ্লাস নিয়ে রণলিয়ার একসঙ্গে তাতে ঠোঁট ছোঁয়ানোর ছবিও ভাইরাল হয়েছে ৷ এই ছবিই স্মরণ করিয়ে দিয়েছে 42 বছর আগের একটি ছবিকে ৷ সেই ছবি রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুরের বিয়ের ৷

আরও পড়ুন: Alia-Ranbir tied knot in Mumbai: গাঁটছড়া বেঁধে আলিয়াকে কোলে তুললেন রণবীর

কাপুররা বিভিন্ন অনুষ্ঠানে সবসময়ই শ্যাম্পেনের গ্লাসে সেলিব্রেশনে মাতেন ৷ রণবীর ও আলিয়া যেমন বিয়ের আনন্দ শ্যাম্পেনের গ্লাস হাতে সেলিব্রেট করেছেন, ঠিক তেমনটাই করতে দেখা গিয়েছিলেন ঋষি ও নীতু কাপুরকে ৷ তাঁদের বিয়ের দিন ৷ তাঁদের সেই দিনের একটি ছবি ভাইরাল হতেই এত বছর আগের একটা স্মৃতি আবার তাজা হয়ে উঠেছে ৷ 1980 সালের 22 জানুয়ারি বিয়ে হয় ঋষি কাপুর ও নীতু কাপুরের ৷ সেই দিন তাঁদেরও শ্যাম্পেনের গ্লাসে আনন্দ উদযাপন করতে দেখা গিয়েছিল ৷

আরও পড়ুন: Ranbir-Alia Wedding : চুপ থাকতে পারলেন না ! ইগো সরিয়ে 'রণলিয়া'কে ভালবাসা উজাড় করলেন দীপিকা-ক্যাটরিনা

এ দিকে, রণলিয়ার বিয়ে সম্পন্ন হওয়ার পর নীতু কাপুর জানিয়ে দিয়েছেন যে, রিসেপশন হচ্ছে না ৷ রিসেপশনের তারিখ সাংবাদিকরা জানতে চাইলে তাঁকে বলতে শোনা যায়, "সবকিছু হয়ে গিয়েছে ৷ এ বার আপনারা আরাম করে ঘুমোন ৷" তাঁর ছেলে ও পুত্রবধূর জন্য শুভেচ্ছা প্রার্থনা করেন নীতু কাপুর (Neetu and Rishi Kapoor's wedding celebration was similar to Ranbir Kapoor Alia Bhatt)৷

মুম্বই, 15 এপ্রিল: সম্পন্ন শুভ বিবাহ ৷ বর্তমানে স্বামী-স্ত্রী রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ বিয়ের পর সেলিব্রেশনে মাতলেন বলিউডের নবদম্পতি (Ranbir Alia wedding)৷ তাঁদের সেলিব্রেশনের আবহে তাজা হল 42 বছর আগের একটি স্মৃতি ৷ বিবাহবাসর থেকে সেলিব্রেশন - সব ক্ষেত্রেই বাবা-মায়ের পথ অনুসরণ করলেন রণবীর কাপুর ৷

সাদা ও সোনালির আভিজাত্যে মোড়া সাজে বিয়ের দিন সবাইকে তাক লাগিয়ে দেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Ranbir Alia wedding latest news)৷ মেহেন্দি, গায়ে হলুদের পর্ব সেরে সাত পাকে বাঁধা পড়েন ব্রহ্মাস্ত্র জুটি ৷ বিয়ের পর হয় কেক কেটে সেলিব্রেশন (Ranbir Alia wedding celebration)৷ হাতে শ্যাম্পেনের গ্লাস নিয়ে রণলিয়ার একসঙ্গে তাতে ঠোঁট ছোঁয়ানোর ছবিও ভাইরাল হয়েছে ৷ এই ছবিই স্মরণ করিয়ে দিয়েছে 42 বছর আগের একটি ছবিকে ৷ সেই ছবি রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুরের বিয়ের ৷

আরও পড়ুন: Alia-Ranbir tied knot in Mumbai: গাঁটছড়া বেঁধে আলিয়াকে কোলে তুললেন রণবীর

কাপুররা বিভিন্ন অনুষ্ঠানে সবসময়ই শ্যাম্পেনের গ্লাসে সেলিব্রেশনে মাতেন ৷ রণবীর ও আলিয়া যেমন বিয়ের আনন্দ শ্যাম্পেনের গ্লাস হাতে সেলিব্রেট করেছেন, ঠিক তেমনটাই করতে দেখা গিয়েছিলেন ঋষি ও নীতু কাপুরকে ৷ তাঁদের বিয়ের দিন ৷ তাঁদের সেই দিনের একটি ছবি ভাইরাল হতেই এত বছর আগের একটা স্মৃতি আবার তাজা হয়ে উঠেছে ৷ 1980 সালের 22 জানুয়ারি বিয়ে হয় ঋষি কাপুর ও নীতু কাপুরের ৷ সেই দিন তাঁদেরও শ্যাম্পেনের গ্লাসে আনন্দ উদযাপন করতে দেখা গিয়েছিল ৷

আরও পড়ুন: Ranbir-Alia Wedding : চুপ থাকতে পারলেন না ! ইগো সরিয়ে 'রণলিয়া'কে ভালবাসা উজাড় করলেন দীপিকা-ক্যাটরিনা

এ দিকে, রণলিয়ার বিয়ে সম্পন্ন হওয়ার পর নীতু কাপুর জানিয়ে দিয়েছেন যে, রিসেপশন হচ্ছে না ৷ রিসেপশনের তারিখ সাংবাদিকরা জানতে চাইলে তাঁকে বলতে শোনা যায়, "সবকিছু হয়ে গিয়েছে ৷ এ বার আপনারা আরাম করে ঘুমোন ৷" তাঁর ছেলে ও পুত্রবধূর জন্য শুভেচ্ছা প্রার্থনা করেন নীতু কাপুর (Neetu and Rishi Kapoor's wedding celebration was similar to Ranbir Kapoor Alia Bhatt)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.