হায়দরাবাদ, 13 জানুয়ারি: হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে দক্ষিণী তারকা নয়নতারার মুক্তিপ্রাপ্ত ছবি 'অন্নাপূর্ণী' পড়েছে আইনি বিপাকে ৷ মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ইতিমধ্যেই এই ছবির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ এমনকী, পয়লা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর ও 29 ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ছবি সরিয়ে দেওয়া হয়েছে সোশাল প্ল্যাটফর্ম থেকে ৷ ভগবান রামকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক নিয়ে এবার সরব নেটপাড়া ৷ ছবির পক্ষে-বিপক্ষে মতামত নিয়ে তোলপাড় সোশাল মিডিয়া ৷
বেশ কিছু নেটিজেন ছবি সরিয়ে নেওয়ার পক্ষে আওয়াজ তুলেছেন ৷ আবার কেউ এই ধরনের ঘটনাকে বাকস্বাধীনতা হরণের কথা বলেছেন ৷ পোস্টে এক নেটিজেন লিখেছেন, "সেন্সরবোর্ডের জন্য অপমানজনক ঘটনা ৷ যাঁর এই ছবি পছন্দ হবে না, দেখবেন না ৷ এটা দেখে মনে হয় শিল্পের স্বাধীনতা নেটফ্লিক্সের কাছে বড় বিষয় নয় ৷ হ্যাশট্যাগ ফ্রিডম অফ স্পিচ, হ্যাশট্যাগ স্টপ সেন্সর ৷"
-
Too much ya!
— Hameetha (@hameethamdu) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
How a censored film can be taken down in a OTT platform?? @NetflixIndia #Annapoorani
">Too much ya!
— Hameetha (@hameethamdu) January 12, 2024
How a censored film can be taken down in a OTT platform?? @NetflixIndia #AnnapooraniToo much ya!
— Hameetha (@hameethamdu) January 12, 2024
How a censored film can be taken down in a OTT platform?? @NetflixIndia #Annapoorani
-
The controversy brought me to watch #Annapoorani a good movie, family entertainer with no boring bits & talks about women empowerment from a new background. Loved #Nayanthara acting specially in taste loss scene👍🏼🔥could've been 10/10 if they kept out religious references tho pic.twitter.com/Cw3t62FBdj
— Fi🌸 (@Fifi1700) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The controversy brought me to watch #Annapoorani a good movie, family entertainer with no boring bits & talks about women empowerment from a new background. Loved #Nayanthara acting specially in taste loss scene👍🏼🔥could've been 10/10 if they kept out religious references tho pic.twitter.com/Cw3t62FBdj
— Fi🌸 (@Fifi1700) January 12, 2024The controversy brought me to watch #Annapoorani a good movie, family entertainer with no boring bits & talks about women empowerment from a new background. Loved #Nayanthara acting specially in taste loss scene👍🏼🔥could've been 10/10 if they kept out religious references tho pic.twitter.com/Cw3t62FBdj
— Fi🌸 (@Fifi1700) January 12, 2024
আর এক নেটিজেন লিখেছেন, "অন্নাপূর্ণী পারিবারিক বিনোদন হিসাবে ভালো ছবি ৷ নয়নতারার অভিনয় নজরকাড়া ৷ তবে ভালো হত, ধর্মীয় দৃষ্টিকোণ ছবিতে না ঢোকালে ভালো হত ৷" আবার সোশাল মিডিয়ায় এই ছবিকে 'প্রোপাগান্ডা' বলেও উল্লেখ করেছেন ৷ অনেক নেটিজেনের মন্তব্য, ছবি দেখার আগে তার সম্পর্কে জেনে নিলেই ভালো হয় ৷ তারপর পছন্দ না হলে দেখবেন না তাঁরা ৷
-
Soo, everyone in Tamil Nadu who "loves" everything Tamil cinema and everything associated with it is gonna stay mum on #Annapoorani the movie taken down from Netflix, eh? No outrage? No shame? No nothing?
— AGN (@chaoticwhiskey) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Cowards. Nool a mattum thodave maateenga, ila?
">Soo, everyone in Tamil Nadu who "loves" everything Tamil cinema and everything associated with it is gonna stay mum on #Annapoorani the movie taken down from Netflix, eh? No outrage? No shame? No nothing?
— AGN (@chaoticwhiskey) January 12, 2024
Cowards. Nool a mattum thodave maateenga, ila?Soo, everyone in Tamil Nadu who "loves" everything Tamil cinema and everything associated with it is gonna stay mum on #Annapoorani the movie taken down from Netflix, eh? No outrage? No shame? No nothing?
— AGN (@chaoticwhiskey) January 12, 2024
Cowards. Nool a mattum thodave maateenga, ila?
শুধু তাই নয়, অনেকে আবার ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবি সরিয়ে নেওয়ার বিষয়ে তারকারা কেন চুপ তা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ কেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা এই নিয়ে সরব হচ্ছেন না, তা নিয়ে সোশাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন নেটিজেনরা ৷ মালায়লম অভিনেতা পার্বতী থিরুভোথু সেন্সরশিপের বাড়াবাড়িকে বিপদজনক বলে মন্তব্য করেছেন ৷
-
I didn't know you had to first do a namaaz if you wish to make a good biryani!! Hey #ParadiseBiryani - take note!
— NatI (@IyerNat) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
The truly absurd lengths that these appeasers will go to.🤦♂️@Nilesh_Krishnaa @NayantharaU #Annapoorani @DearthOfSid @JhaSanjay @sanjayuvacha @ajay43 @Amana_Ansari https://t.co/emttbD98VE
">I didn't know you had to first do a namaaz if you wish to make a good biryani!! Hey #ParadiseBiryani - take note!
— NatI (@IyerNat) January 12, 2024
The truly absurd lengths that these appeasers will go to.🤦♂️@Nilesh_Krishnaa @NayantharaU #Annapoorani @DearthOfSid @JhaSanjay @sanjayuvacha @ajay43 @Amana_Ansari https://t.co/emttbD98VEI didn't know you had to first do a namaaz if you wish to make a good biryani!! Hey #ParadiseBiryani - take note!
— NatI (@IyerNat) January 12, 2024
The truly absurd lengths that these appeasers will go to.🤦♂️@Nilesh_Krishnaa @NayantharaU #Annapoorani @DearthOfSid @JhaSanjay @sanjayuvacha @ajay43 @Amana_Ansari https://t.co/emttbD98VE
উল্লেখ্য, ছবি মুক্তির কিছুদিনের মধ্যেই বির্তক শুরু হয় 'অন্নাপূর্ণী' ছবিকে কেন্দ্র করে ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি স্টুডিয়ো থেকে তুলে নেওয়া হয়েছে এই ছবি ৷ এমনকী বিশ্ব হিন্দু পরিষদে কাছে ক্ষমা চিঠি পাঠানো হয়েছে জি স্টুডিয়োর তরফে ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে 'অন্নাপূর্ণী'র প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷
-
Anyone with a common sense can understand that the film #Annapoorani is a propaganda movie
— Jinu Joy (@jinujosephjoy98) January 13, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Anyone with a common sense can understand that the film #Annapoorani is a propaganda movie
— Jinu Joy (@jinujosephjoy98) January 13, 2024Anyone with a common sense can understand that the film #Annapoorani is a propaganda movie
— Jinu Joy (@jinujosephjoy98) January 13, 2024
-
When can I see this in Ott ? Why removed when censor board has passed it ? Did anyone question censor board #Annapoorani
— Venkatesh S (@VenkatsSays) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">When can I see this in Ott ? Why removed when censor board has passed it ? Did anyone question censor board #Annapoorani
— Venkatesh S (@VenkatsSays) January 12, 2024When can I see this in Ott ? Why removed when censor board has passed it ? Did anyone question censor board #Annapoorani
— Venkatesh S (@VenkatsSays) January 12, 2024
জানা যায়, হিন্দু আইটি সেলের প্রতিষ্ঠাতা রমেশ শোলাঙ্কি, অভিনেত্রী নয়নতারা, জয়, লেখক-পরিচালক নীলেশ কৃষ্ণ, প্রযোজক যতীন শেঠি, আর রবীন্দ্রণ এবং পুনিত গোয়েঙ্কা, জি স্টুডিওর চিফ বিজনেস অফিসার শরিক প্যাটেল এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান মনিকা শেরগিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন:
1. ওটিটি থেকে ছবি সরলেও মিলল না রেহাই, ফের আইনি বিপাকে নয়নতারা
2. ওটিটি থেকে সরানো হল ছবি, আইনি গেরোয় শাহরুখের নায়িকা
3. 'খারাপ সময় অনেক শিক্ষা দিয়েছে'- ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে মুখ খুললেন বাদশা