ETV Bharat / entertainment

Nayanthara with hubby Vignesh Shivan: স্বামীর জন্মদিনে আবেগঘন নয়নতারা, সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা - জওয়ান

শাহরুখ খানের বিপরীতে বলিউডে পা রেখেছেন দক্ষিণী তারকা নয়নতারা ৷ ছবির বক্সঅফিস কালেকশন অনেক রেকর্ড ভেঙেছে ৷ ছবির সাফল্য উদযাপনের পর স্বামী বিগনেশের জন্মদিন উদযাপনে মেতে ওঠেন অভিনেত্রী নয়নতারা ৷ সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি ৷

Etv Bharat
স্বামীর জন্মদিনে আবেগঘন নয়নতারা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 7:27 PM IST

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: দক্ষিণী ছবির জগতে জনপ্রিয় তারকা জুটি নয়নতারা ও বিগনেশ শিবান ৷ যখনই সামাজিক মাধ্যমে এই জুটির ছবি আসে, অনুরাগীদের প্রশংসা কুড়িয়ে নেয় ৷ এমনই এক মিষ্টি ছবি শেয়ার করেছন নয়নতারা ৷ যেখানে দেখা গিয়েছে একটি সুইমিং পুলে দুই তারকা ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করছেন ৷ সেই ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের কেমিস্ট্রি নিয়ে নেটপাড়ায় শুরু হয়ে গিয়েছে জোড় চর্চা ৷ শুধু তাই নয়, হাবির জন্মদিনে ছবি দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী নয়নতারা ৷

'জওয়ান' সাফল্যের ঘোর এখন কাটেনি ৷ অন্যদিকে, জীবনের বিশেষ মানুষটির জন্মদিন ৷ তাই নিভৃতে কিছুটা সময় কাটাতে বেড়িয়ে পড়েন পরিচালক বিগনেশ ও অভিনেত্রী নয়নতারা ৷ সেখানেই পুলের মধ্যে তাঁদের একটি ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে ৷ জানা যায়, কেরালায় রোম্যান্টিক ছুটি কাটাচ্ছেন তাঁরা ৷ ক্যাপশনে তারকা লিখেছেন, "আশীর্বাদধন্য" ৷ সেই ছবি বিগনেশও শেয়ার করেন সোশাল হ্যান্ডেলে ৷

পাশাপাশি, সোমবার স্বামী বিগনেশের জন্মদিনে বিশেষ মুহূর্তের ছবি দিয়ে আবেগঘন বার্তা দেন স্ত্রী নয়নতারা ৷ তিনি লেখেন, "হ্যাপি বার্থডে মাই ব্লেসিং ৷ আজকের এই বিশেষ দিনে তোমাকে নিয়ে অনেক কিছু লিখতে চাই ৷ কিন্তু যদি আমি লেখা শুরু করি, মনে হয় না থামতে পারব ৷ তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো, তার জন্য ধন্য ৷ আমাদের এই সম্পর্কের প্রতি তোমার যে সম্মান রয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ ৷ আমি সবকিছুর জন্য চিরকৃতজ্ঞ ৷ তোমার মতো আর কেউ হয় না ৷ ধন্যবাদ, আমার জীবনে আসার জন্য ৷ তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ তোমার সব স্বপ্ন সত্যি হোক৷ ভগবান তোমাকে পৃথিবীর সব খুশি দিক ৷ তোমাকে ভালোবাসি ৷"

আরও পড়ুন: অ্যাটলির পরবর্তী নায়ক আল্লু অর্জুন ! সত্যিটা জানালেন পরিচালক স্বয়ং

কিছু সময় আগেই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন অভিনেত্রী নয়নতারা ৷ তারপর থেকেই তাঁর দুই ছেলে পরিবারের ছবি শেয়ার করতে থাকেন অনুরাগীদের সঙ্গে ৷ অন্যদিকে, 'জওয়ান' ছবি দিয়েই বলিউডে এন্ট্রি নিয়েছেন নয়নতারা ৷ অ্যাটলি পরিচালিত, শাহরুখ খানের বিপরীতে অভিনেত্রী নয়নতারার অভিনয় নজর কেড়েছে অনুরাগীদের ৷

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: দক্ষিণী ছবির জগতে জনপ্রিয় তারকা জুটি নয়নতারা ও বিগনেশ শিবান ৷ যখনই সামাজিক মাধ্যমে এই জুটির ছবি আসে, অনুরাগীদের প্রশংসা কুড়িয়ে নেয় ৷ এমনই এক মিষ্টি ছবি শেয়ার করেছন নয়নতারা ৷ যেখানে দেখা গিয়েছে একটি সুইমিং পুলে দুই তারকা ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করছেন ৷ সেই ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের কেমিস্ট্রি নিয়ে নেটপাড়ায় শুরু হয়ে গিয়েছে জোড় চর্চা ৷ শুধু তাই নয়, হাবির জন্মদিনে ছবি দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী নয়নতারা ৷

'জওয়ান' সাফল্যের ঘোর এখন কাটেনি ৷ অন্যদিকে, জীবনের বিশেষ মানুষটির জন্মদিন ৷ তাই নিভৃতে কিছুটা সময় কাটাতে বেড়িয়ে পড়েন পরিচালক বিগনেশ ও অভিনেত্রী নয়নতারা ৷ সেখানেই পুলের মধ্যে তাঁদের একটি ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে ৷ জানা যায়, কেরালায় রোম্যান্টিক ছুটি কাটাচ্ছেন তাঁরা ৷ ক্যাপশনে তারকা লিখেছেন, "আশীর্বাদধন্য" ৷ সেই ছবি বিগনেশও শেয়ার করেন সোশাল হ্যান্ডেলে ৷

পাশাপাশি, সোমবার স্বামী বিগনেশের জন্মদিনে বিশেষ মুহূর্তের ছবি দিয়ে আবেগঘন বার্তা দেন স্ত্রী নয়নতারা ৷ তিনি লেখেন, "হ্যাপি বার্থডে মাই ব্লেসিং ৷ আজকের এই বিশেষ দিনে তোমাকে নিয়ে অনেক কিছু লিখতে চাই ৷ কিন্তু যদি আমি লেখা শুরু করি, মনে হয় না থামতে পারব ৷ তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো, তার জন্য ধন্য ৷ আমাদের এই সম্পর্কের প্রতি তোমার যে সম্মান রয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ ৷ আমি সবকিছুর জন্য চিরকৃতজ্ঞ ৷ তোমার মতো আর কেউ হয় না ৷ ধন্যবাদ, আমার জীবনে আসার জন্য ৷ তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ তোমার সব স্বপ্ন সত্যি হোক৷ ভগবান তোমাকে পৃথিবীর সব খুশি দিক ৷ তোমাকে ভালোবাসি ৷"

আরও পড়ুন: অ্যাটলির পরবর্তী নায়ক আল্লু অর্জুন ! সত্যিটা জানালেন পরিচালক স্বয়ং

কিছু সময় আগেই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন অভিনেত্রী নয়নতারা ৷ তারপর থেকেই তাঁর দুই ছেলে পরিবারের ছবি শেয়ার করতে থাকেন অনুরাগীদের সঙ্গে ৷ অন্যদিকে, 'জওয়ান' ছবি দিয়েই বলিউডে এন্ট্রি নিয়েছেন নয়নতারা ৷ অ্যাটলি পরিচালিত, শাহরুখ খানের বিপরীতে অভিনেত্রী নয়নতারার অভিনয় নজর কেড়েছে অনুরাগীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.