লস এঞ্জেলেস, 18 মে : অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে এবার দেখা যাবে আসন্ন ইউএস ইন্ডি (US IND) ছবি 'লক্ষ্মণ লোপেজ'-এর প্রধান চরিত্রে (Nawazuddin Siddiqui Will Play Lead Role in Laxman Lopez) ৷ ক্রিসমাসের থিমের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিটির পরিচালনা করছেন পরিচালক রবার্তো জিরাল্ট ৷ এর আগে 'লা লেয়েন্ডা দেল ডায়মান্তে', 'লস আরবোলস মুয়েরেন দে পাই'-এর জনপ্রিয় ছবি গুলি পরিচালনা করেছেন তিনি ৷
জানা গিয়েছে এই ছবির শ্য়ুটিং শুরু হবে বছরের শেষের দিকে ৷ প্রজেক্টের নেতৃত্বে রয়েছে নিউইয়র্কের ইমাজিন ইনফিনিটি প্রোডাকশন ৷ তবে প্রযোজক হিসাবে রয়েছেন 'লিটিল ডার্লিং' ছবির প্রযোজক ললিত ভাটনাগরও ৷ ছবিতে নওয়াজউদ্দিনের সঙ্গে আর কাদের দেখা যাবে তা অবশ্য় এখনও সামনে আসেনি ৷ এবার কান চলচ্চিত্র ভারতীয় প্রতিনিধি দলের অন্যতম সদস্য নওয়াজ ৷ উৎসবে এবার ভারতকে 'কান্ট্রি অব অনার' হিসাবে ঘোষণা করা হয়েছে ৷
তাঁর এই নতুন প্রজেক্ট নিয়ে বলতে গিয়ে জিরাল্ট বলেন, "প্রথম যখন স্ক্রিপ্টটি পড়ি, আমি নিখুঁত একজন লক্ষ্মণ লোপেজকে খুঁজে বের করার জন্য খোঁজ শুরু করি ৷ আমার মন অবিলম্বে নওয়াজউদ্দিনের চলে যায় । আমি তাঁর কয়েকটি কাজ দেখেছি এবং জানি যে এই ভূমিকা তাঁর একটি কম পরিচিত দিককে বের করে আনবে ।"
আরও পড়ুন: জুনেই আয়োজিত হতে চলেছে 22তম আইফা অ্যাওয়ার্ড গালা
অন্যদিকে পরিচালকের প্রশংসা শোনা গিয়েছে নওয়াজের গলাতেও ৷ তাঁর মতে ন্যারেশনটি তাঁকে ভীষণ রকম আকর্ষণ করেছিল ৷ পরিচালক, রবার্তো জিরাল্ট ক্যামেরার উপর যেভাবে তাঁর ক্ষমতা এবং দক্ষতাকে বারবার প্রমাণ করেছেন সেই বিষয়টাই তাঁকে ভীষণ টানে জানিয়েছেন অভিনেতা ৷ তাঁর কথায়, জিরাল্ট জানেন কোনও অভিনেতার মধ্য়ে থেকে কীভাবে তাঁর সঠিক প্রতিভাটি বের করে আনতে হয় ৷