ETV Bharat / entertainment

Naatu Naatu Live at Oscars: অস্কারের আসরে সরাসরি পরিবেশিত হবে নাতু নাতু - অস্কারে লাইভ নাতু নাতু

চলতি বছরের 12 মার্চ আরআরআর-এর নাতু নাতু (Naatu Naatu Live at Oscars) সরাসরি পরিবেশিত হবে অস্কারের আসরে ৷ ডলবি থিয়েটারে গাইবেন রাহুল সিপলিগঞ্জ, কালা ভৈরব (Rahul Sipligunj Kaala Bhairava Live at Oscars)৷ 95তম অস্কারে সেরা মৌলিক গানের ট্রফির দৌড়ে রয়েছে নাতু নাতু (Naatu Naatu from RRR Live at Oscars 2023)৷

Naatu Naatu ETV bharat
নাতু নাতু
author img

By

Published : Mar 1, 2023, 12:28 PM IST

হায়দরাবাদ, 1 মার্চ: গোল্ডেন গ্লোব জিতে নেওয়ার পর অস্কার 2023-এর আসর মাতাতে প্রস্তুত এখন আরআআর-এর নাতু নাতু (Naatu Naatu Live at Oscars)। মঙ্গলবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে 95তম অস্কারে সরাসরি আরআরআর-এর এই অ্যান্থেম সং পরিবেশন করবেন গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব ।

টুইটারে ঘোষণা করেছে অ্যাকাডেমি: অ্যাকাডেমির (Naatu Naatu from RRR Live at Oscars 2023) পক্ষ থেকে টুইটারে এই খবর শেয়ার করা হয়েছে ৷ তারা জানিয়েছে যে, হাই-অন-এনার্জি গান নাতু নাতু অস্কারে পরিবেশিত হবে । এমএম কিরাভানির সুরারোপিত এবং চন্দ্রবোসের লেখা নাতু নাতু এসএস রাজামৌলীর পরিচালনায় আরআরআর-এর সবচেয়ে আলোচিত সিকোয়েন্সগুলির মধ্যে অন্যতম । আরআরআর-এর দুই মূল স্থপতি জুনিয়র এনটিআর এবং রাম চরণের দুরন্ত নাচের সঙ্গে কিরাভানির অসাধারণ সুর নাতু নাতুকে এক অবিস্মরণীয় জায়গায় পৌঁছে দিয়েছে ৷

গানটি গাইবেন সিপলিগঞ্জ ও কালা ভৈরব: সিপলিগঞ্জ এবং কালা ভৈরব (Rahul Sipligunj Kaala Bhairava Live at Oscars) 12 মার্চ গানটি পরিবেশন করার জন্য লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে যাবেন । আরআরআর-এর নাতু নাতু চলতি বছরের অস্কারে সেরা মৌলিক গানের ট্রফির দৌড়ে রয়েছে । একই বিভাগে অন্যান্য মনোনীতরা হলেন ডায়ান ওয়ারেন, রিহানা, লেডি গাগা এবং ডেভিড বাইর্ন ।

আরও পড়ুন: নাতু নাতু'তে সহকর্মীদের সঙ্গে নাচলেন কোরিয়ার রাষ্ট্রদূত, প্রশংসা মোদির

সরাসরি সম্প্রচার অস্কার অনুষ্ঠানের: নাতু নাতু ছাড়াও অস্কারের আসরে ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভারের লিফ্ট মি আপ পরিবেশন করবেন রিরি ৷ এ বারের অক্সার পুরস্কার প্রদানের অনুষ্ঠানের উপস্থাপনা করবেন জিমি কিমেল ৷ এবিসি-তে সরাসরি সম্প্রচার হবে এই অনুষ্ঠানের ।

প্রবল জনপ্রিয় হয়েছে নাতু নাতু: আরআরআর-এর নাতু নাতু গানটি বিভিন্ন ক্ষেত্রে প্রশংসিত হয়েছে ৷ এই গানের সুর ও ছন্দ মাতিয়ে দিয়েছে শ্রোতাদের ৷ সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চ্যাং জায়ে বককে তাঁর সহকর্মীদের সঙ্গে নাতু নাতু নাচতে দেখা গিয়েছে ৷ শুধু তাই নয়, দিনকয়েক আগে একটি অনুষ্ঠানে আনন্দ মাহিন্দ্রাকে নাতু নাতুর স্টেপ শেখাতে দেখা গিয়েছে রাম চরণকে ৷

হায়দরাবাদ, 1 মার্চ: গোল্ডেন গ্লোব জিতে নেওয়ার পর অস্কার 2023-এর আসর মাতাতে প্রস্তুত এখন আরআআর-এর নাতু নাতু (Naatu Naatu Live at Oscars)। মঙ্গলবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে 95তম অস্কারে সরাসরি আরআরআর-এর এই অ্যান্থেম সং পরিবেশন করবেন গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব ।

টুইটারে ঘোষণা করেছে অ্যাকাডেমি: অ্যাকাডেমির (Naatu Naatu from RRR Live at Oscars 2023) পক্ষ থেকে টুইটারে এই খবর শেয়ার করা হয়েছে ৷ তারা জানিয়েছে যে, হাই-অন-এনার্জি গান নাতু নাতু অস্কারে পরিবেশিত হবে । এমএম কিরাভানির সুরারোপিত এবং চন্দ্রবোসের লেখা নাতু নাতু এসএস রাজামৌলীর পরিচালনায় আরআরআর-এর সবচেয়ে আলোচিত সিকোয়েন্সগুলির মধ্যে অন্যতম । আরআরআর-এর দুই মূল স্থপতি জুনিয়র এনটিআর এবং রাম চরণের দুরন্ত নাচের সঙ্গে কিরাভানির অসাধারণ সুর নাতু নাতুকে এক অবিস্মরণীয় জায়গায় পৌঁছে দিয়েছে ৷

গানটি গাইবেন সিপলিগঞ্জ ও কালা ভৈরব: সিপলিগঞ্জ এবং কালা ভৈরব (Rahul Sipligunj Kaala Bhairava Live at Oscars) 12 মার্চ গানটি পরিবেশন করার জন্য লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে যাবেন । আরআরআর-এর নাতু নাতু চলতি বছরের অস্কারে সেরা মৌলিক গানের ট্রফির দৌড়ে রয়েছে । একই বিভাগে অন্যান্য মনোনীতরা হলেন ডায়ান ওয়ারেন, রিহানা, লেডি গাগা এবং ডেভিড বাইর্ন ।

আরও পড়ুন: নাতু নাতু'তে সহকর্মীদের সঙ্গে নাচলেন কোরিয়ার রাষ্ট্রদূত, প্রশংসা মোদির

সরাসরি সম্প্রচার অস্কার অনুষ্ঠানের: নাতু নাতু ছাড়াও অস্কারের আসরে ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভারের লিফ্ট মি আপ পরিবেশন করবেন রিরি ৷ এ বারের অক্সার পুরস্কার প্রদানের অনুষ্ঠানের উপস্থাপনা করবেন জিমি কিমেল ৷ এবিসি-তে সরাসরি সম্প্রচার হবে এই অনুষ্ঠানের ।

প্রবল জনপ্রিয় হয়েছে নাতু নাতু: আরআরআর-এর নাতু নাতু গানটি বিভিন্ন ক্ষেত্রে প্রশংসিত হয়েছে ৷ এই গানের সুর ও ছন্দ মাতিয়ে দিয়েছে শ্রোতাদের ৷ সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চ্যাং জায়ে বককে তাঁর সহকর্মীদের সঙ্গে নাতু নাতু নাচতে দেখা গিয়েছে ৷ শুধু তাই নয়, দিনকয়েক আগে একটি অনুষ্ঠানে আনন্দ মাহিন্দ্রাকে নাতু নাতুর স্টেপ শেখাতে দেখা গিয়েছে রাম চরণকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.