কলকাতা, 24 ডিসেম্বর: এখনও কাটেনি সংকট ৷ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পদ্মশ্রী সঙ্গীতশিল্পী রশিদ খান। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে জানানো হয়েছে, বর্তমানে সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি ৷ গত এক মাস ধরে পিয়ারলেস হাসপাতালে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা চলছে স্বনামধন্য শিল্পীর ৷ জানা গিয়েছে, তাঁর উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে ৷
পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন রশিদ খান ৷ হাসপাতালের একজন আধিকারিক পিটিআইকে বলেছেন, " শিল্পী রশিদ খানের অবস্থা এখনও সংকটজনক। আমাদের চিকিৎসকরা তাঁর উপর নজর রাখছেন।" তিনি জানান, শুক্রবার সেরিব্রাল অ্যাটাকের পর সঙ্গীতশিল্পীর অবস্থার অবনতি হয়। 55 বছর বয়সী খান এখনও ভেন্টিলেশনে রয়েছেন। প্রস্টেট ক্যান্সারের জন্য শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন সংগীতশিল্পী উস্তাদ রশিদ খান ৷
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বদাউনে জন্ম উস্তাদের। তিনি উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল তাঁর। উস্তাদ নিসার হুসেন খানের কাছে গানের তালিম নেওয়া শুরু করেন তিনি ৷ হিন্দি ছবির জগতে পা রাখেন আরেক মিউজিক মায়েস্ত্রো ইসমাইল দরবারের হাত ধরে ৷ 2004 সালে 'কিষ্ণা: দ্য ওয়ারিয়র পোয়েট' ছবিতে উস্তাদ রশিদ খানের কণ্ঠে শোনা যায়, "তোরে বিনা মোহে চয়েন নাহি এবং কাহে উজাড়ি মোরি নিন্দ ৷"
তবে দর্শকদের মন জয় করে নেন সন্দেশ শান্ডিল্যের সুরে 'জব উই মেট' ছবির গান 'আয়োগে জব তুম সজনা' দিয়ে ৷ এরপর বাংলা ছবির পাশাপাশি একাধিক হিন্দি ছবির গান গেয়ে রশিদ খান মন জয় করে নেন শ্রোতাদের ৷ সেই তালিকায় রয়েছে 'মাই নেম ইজ খান', 'রাজ 3', 'বাপি বাড়ি যা', 'কাদম্বরী', 'শাদি ম্যায় জরুর আনা', 'মান্তো', 'মিতিন মাসি'র মতো ছবির গান একাধিক কালজয়ী গান ৷ 2006 সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন তিনি ৷ এরপর 2012 সালে তিনি বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হন ৷ 2022 সালে উস্তাদ রশিদ খান সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে ৷ তাঁর অসুস্থতার খবরে মন খারাপ অনুরাগীদের ৷ বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুস্থ হয়ে উঠুন, এই কামনা সকলের ৷
(পিটিআই)
আরও পড়ুন
1. 'শিকারপুর' থেকে 'দশম অবতার'- বছরের সেরা ওয়েব সিরিজ ও ফিল্ম একনজরে
2. বক্স অফিসে সালারের তাণ্ডব অব্যাহত, অনেক পেছনে শাহরুখের ডাঙ্কি; কার কত আয় ?
3. নীল বেনারসিতে অপ্সরা দীপিকা, চার্মিং রণবীর-সলমন, মুম্বই পুলিশের অ্যানুয়াল ইভেন্টে তারকাদের হাট