ETV Bharat / entertainment

Mumbai Diaries season 2 Trailer Out: কঙ্কনার সঙ্গে 'মুম্বই ডায়েরিজ সিজন 2'-এ পরমব্রত, হাজির ট্রেলার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 9:20 PM IST

মুক্তি পেল 'মুম্বই ডায়েরিজ সিজন 2' ওয়েব সিরিজের ট্রেলার ৷ সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন নিখিল আদবানি ৷ আর এই সিরিজে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্য়ায়, টিনা দেশাই, সত্যজিৎ দুবে, নাতাশা ভরদ্বাজ এবং কঙ্কনা সেন শর্মাকে ৷

Mumbai Diaries season 2 trailer out
Mumbai Diaries season 2 trailer out

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: শুক্রবার মুক্তি পেল নিখিল আদবানি পরিচালিত 'মুম্বই ডায়েরিজ সিজন 2' ওয়েব সিরিজের ট্রেলার ৷ সিরিজে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্য়ায় ৷ পরমব্রত চট্টোপাধ্য়ায় অবশ্য় এর আগে এই সিরিজের অংশ ছিলেন না ৷ এবার তাঁর সঙ্গে সিরিজটিতে দেখা যাবে ঋদ্ধি ডোগরাকেও ৷ সম্প্রতি 'জওয়ান' ছবিতে তিনি অভিনয় করেছিলেন শাহরুখ খানের মায়ের ভূমিকায় ৷ এছাড়া রয়েছেন মোহিত রায়না, টিনা দেশাই, সত্যজিৎ দুবে, নাতাশা ভরদ্বাজ এবং মৃন্ময়ী দেশপান্ডে ৷

প্রথম মরশুমে গল্প যেখানে শেষ হয় তারই কয়েক মাস পরের ঘটনা উঠে এসেছে এই সিরিজে ৷ এখানেও নতুন সমস্য়ার মুখে পড়তে হবে বোম্বে জেনারেল হাসপাতালের কর্মীদের ৷ একদিন প্রবল বৃষ্টির জেরে মুম্বইয়ে সৃষ্টি হয় বন্য়া পরিস্থিতি ৷ এহেন অবস্থায় কীভাবে পরিস্থিতি সামাল দেন হাসপাতালের বাকি কর্মীরা সেটাই দেখার এই সিরিজে ৷ এর সঙ্গে জড়িয়ে রয়েছে চিকিৎসক এবং নার্সদের জটিল সম্পর্ক আর ষড়যন্ত্রের জাল ৷ আর তাই এই সিরিজটি আরও বেশ রহস্যময় হতে চলেছে ৷

মোহিত রায়নাকে সিরিজে দেখা যাবে ডঃ কৌশিকের চরিত্রে ৷ তিনি বলেন, "এবার মেডিক্যাল কেসগুলি আরও জটিল ৷ সম্পর্কগুলো আরও নিবিড় ৷ বন্যা যে ধ্বংসের দৃশ্য়কে বয়ে এনেছে তা সিরিজটিকে অন্য় স্তরে পৌঁছে দিয়েছে ৷ নিখিল এবং প্রাইম ভিডিয়োর টিম এমন একটি শো তৈরি করেছে যা সত্যিই দর্শককে আকর্ষণ করবে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: ক্রিসমাসেই শাহরুখের সঙ্গে সম্মুখ সমর! সামনে এল প্রভাসের ছবির মুক্তির দিনক্ষণ

কঙ্কনাও মুখ খুলেছেন এই সিরিজ নিয়ে ৷ তাঁর কথায়, "মুম্বই ডায়েরিজের সেটে আবার কাজ করতে পারা আমার জন্য় ঘরে ফেরার মতো ৷ নিখিল আদবানির সঙ্গে কাজ করে তো সবসময়ই আনন্দ পাই ৷ " এই সিরিজটি ওটিটিতে মুক্তি পেতে চলেছে আগামী 6 অক্টোবর ৷

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: শুক্রবার মুক্তি পেল নিখিল আদবানি পরিচালিত 'মুম্বই ডায়েরিজ সিজন 2' ওয়েব সিরিজের ট্রেলার ৷ সিরিজে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্য়ায় ৷ পরমব্রত চট্টোপাধ্য়ায় অবশ্য় এর আগে এই সিরিজের অংশ ছিলেন না ৷ এবার তাঁর সঙ্গে সিরিজটিতে দেখা যাবে ঋদ্ধি ডোগরাকেও ৷ সম্প্রতি 'জওয়ান' ছবিতে তিনি অভিনয় করেছিলেন শাহরুখ খানের মায়ের ভূমিকায় ৷ এছাড়া রয়েছেন মোহিত রায়না, টিনা দেশাই, সত্যজিৎ দুবে, নাতাশা ভরদ্বাজ এবং মৃন্ময়ী দেশপান্ডে ৷

প্রথম মরশুমে গল্প যেখানে শেষ হয় তারই কয়েক মাস পরের ঘটনা উঠে এসেছে এই সিরিজে ৷ এখানেও নতুন সমস্য়ার মুখে পড়তে হবে বোম্বে জেনারেল হাসপাতালের কর্মীদের ৷ একদিন প্রবল বৃষ্টির জেরে মুম্বইয়ে সৃষ্টি হয় বন্য়া পরিস্থিতি ৷ এহেন অবস্থায় কীভাবে পরিস্থিতি সামাল দেন হাসপাতালের বাকি কর্মীরা সেটাই দেখার এই সিরিজে ৷ এর সঙ্গে জড়িয়ে রয়েছে চিকিৎসক এবং নার্সদের জটিল সম্পর্ক আর ষড়যন্ত্রের জাল ৷ আর তাই এই সিরিজটি আরও বেশ রহস্যময় হতে চলেছে ৷

মোহিত রায়নাকে সিরিজে দেখা যাবে ডঃ কৌশিকের চরিত্রে ৷ তিনি বলেন, "এবার মেডিক্যাল কেসগুলি আরও জটিল ৷ সম্পর্কগুলো আরও নিবিড় ৷ বন্যা যে ধ্বংসের দৃশ্য়কে বয়ে এনেছে তা সিরিজটিকে অন্য় স্তরে পৌঁছে দিয়েছে ৷ নিখিল এবং প্রাইম ভিডিয়োর টিম এমন একটি শো তৈরি করেছে যা সত্যিই দর্শককে আকর্ষণ করবে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: ক্রিসমাসেই শাহরুখের সঙ্গে সম্মুখ সমর! সামনে এল প্রভাসের ছবির মুক্তির দিনক্ষণ

কঙ্কনাও মুখ খুলেছেন এই সিরিজ নিয়ে ৷ তাঁর কথায়, "মুম্বই ডায়েরিজের সেটে আবার কাজ করতে পারা আমার জন্য় ঘরে ফেরার মতো ৷ নিখিল আদবানির সঙ্গে কাজ করে তো সবসময়ই আনন্দ পাই ৷ " এই সিরিজটি ওটিটিতে মুক্তি পেতে চলেছে আগামী 6 অক্টোবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.