ETV Bharat / entertainment

New Song Mayabi Thikanay: মদনের ছবির গানে কণ্ঠ দিলেন সোনু, দর্শকের কেমন লাগল 'মায়াবী ঠিকানায়'? - Sonu New Song

বাংলা রোম্যান্টিক গানে ফের একবার কণ্ঠ দিলেন সোনু নিগম ৷ কিন্তু প্রথম দিনে ইউটিউবে সাড়া ফেলতে ব্যর্থ হল 'ও লাভলি' ছবির নতুন গান 'মায়াবী ঠিকানায়' ৷

New Song Mayabi Thikanay
ও লাভলি ছবির গানে কণ্ঠ দিলেন সোনু
author img

By

Published : Aug 12, 2023, 4:54 PM IST

কলকাতা, 12 অগস্ট: বাংলা গানে ফের একবার কণ্ঠ দিলেন সোনু নিগম ৷ এর আগেও বহুবার বাংলা গানে তাঁর কণ্ঠ শোনা গিয়েছে ৷ এবার হরনাথ চক্রবর্তীর নতূুন ছবি 'ওহ লাভলি'র নতুন গানে কণ্ঠ দিলেন তিনি ৷ গানটির নাম 'মায়াবী ঠিকানায়' ৷ আদ্যপ্রান্ত ভালোবাসার এই গানটির হাত ধরে জমে উঠেছে ঋক এবং রাজ নন্দিনীর অনস্ক্রিন প্রেম পর্ব ৷ যদিও প্রথম দিনে ইউটিউবে সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে এই গান ৷

শুক্রবার রাতে 'মায়াবী ঠিকানায়' গানটি সামনে এনেছিলেন নির্মাতারা ৷ কিন্তু প্রথম দিন ইউটিউবে গানটি শুনেছেন মাত্র সাত হাজারের কিছু বেশি মানুষ ৷ যদিও অনেকেই সোনুর কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ ৷ কেউ লিখেছেন, "গানটার কিছু কিছু জায়গা শুনে সেই পুরোনো সনু নিগমের কথা মনে পড়ে গেল ৷ এখনকার দিনে এত সুন্দর গান খুবই কম তৈরি হয় ৷" কেউ আবার লিখেছেন, "কতদিন পর এত সুন্দর রোমান্টিক গান শুনলাম বাংলায় ৷ তাও আবার সোনু নিগমের গলায় ৷" কিন্তু ইউটিউবে অন্তত খুব বেশি দর্শকের কাছে পৌঁছতে পারেনি এই গান ৷

'মায়াবী ঠিকানায়' গানের কথা লিখেছেন দীপাংশু আচার্য আর সুরের দায়িত্ব সামলেছেন শুভম-শুভঙ্কর ৷ হরনাথ চক্রবর্তীর এই ছবির আকর্ষণ মূলত দু'টি ৷ একদিকে রয়েছে ঋক-রাজনন্দিনীর জুটি ৷ আর অন্য়দিকে ছবিতে দেখা যাবে তৃণমূল নেতা মদন মিত্রকেও ৷ ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: মিসেস চ্যাটার্জির আগেই মিসক্যারেজের যন্ত্রণা, ছবি প্রচারে এগুলো ব্যবহার করিনি : রানি

হরনাথের নিজস্ব ফরমুলা মেনেই এগিয়েছে ছবির গল্প ৷ ছবিতে উঠে আসবে একজন সাধারণ গ্রামের ছেলের কাহিনি ৷ সে চাকরির খোঁজে চলে আসে শহর কলকাতায় ৷ অন্য়দিকে রয়েছে অভিজাত পরিবারের এক তরুণী ৷ সেও দাঁড়াতে চায় নিজের পায়ে ৷ দু'জনের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক ৷ বিয়ের পরিকল্পনাও করে ফেলেছিল তারা ৷ কিন্তু পিছিয়ে আসে মেয়েটি ৷ সে বিয়ের পিঁড়িতে বসে অন্য কারও সঙ্গে ৷ কেন? জানা যাবে এই ছবিতে ৷ আগামী 25 অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

কলকাতা, 12 অগস্ট: বাংলা গানে ফের একবার কণ্ঠ দিলেন সোনু নিগম ৷ এর আগেও বহুবার বাংলা গানে তাঁর কণ্ঠ শোনা গিয়েছে ৷ এবার হরনাথ চক্রবর্তীর নতূুন ছবি 'ওহ লাভলি'র নতুন গানে কণ্ঠ দিলেন তিনি ৷ গানটির নাম 'মায়াবী ঠিকানায়' ৷ আদ্যপ্রান্ত ভালোবাসার এই গানটির হাত ধরে জমে উঠেছে ঋক এবং রাজ নন্দিনীর অনস্ক্রিন প্রেম পর্ব ৷ যদিও প্রথম দিনে ইউটিউবে সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে এই গান ৷

শুক্রবার রাতে 'মায়াবী ঠিকানায়' গানটি সামনে এনেছিলেন নির্মাতারা ৷ কিন্তু প্রথম দিন ইউটিউবে গানটি শুনেছেন মাত্র সাত হাজারের কিছু বেশি মানুষ ৷ যদিও অনেকেই সোনুর কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ ৷ কেউ লিখেছেন, "গানটার কিছু কিছু জায়গা শুনে সেই পুরোনো সনু নিগমের কথা মনে পড়ে গেল ৷ এখনকার দিনে এত সুন্দর গান খুবই কম তৈরি হয় ৷" কেউ আবার লিখেছেন, "কতদিন পর এত সুন্দর রোমান্টিক গান শুনলাম বাংলায় ৷ তাও আবার সোনু নিগমের গলায় ৷" কিন্তু ইউটিউবে অন্তত খুব বেশি দর্শকের কাছে পৌঁছতে পারেনি এই গান ৷

'মায়াবী ঠিকানায়' গানের কথা লিখেছেন দীপাংশু আচার্য আর সুরের দায়িত্ব সামলেছেন শুভম-শুভঙ্কর ৷ হরনাথ চক্রবর্তীর এই ছবির আকর্ষণ মূলত দু'টি ৷ একদিকে রয়েছে ঋক-রাজনন্দিনীর জুটি ৷ আর অন্য়দিকে ছবিতে দেখা যাবে তৃণমূল নেতা মদন মিত্রকেও ৷ ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: মিসেস চ্যাটার্জির আগেই মিসক্যারেজের যন্ত্রণা, ছবি প্রচারে এগুলো ব্যবহার করিনি : রানি

হরনাথের নিজস্ব ফরমুলা মেনেই এগিয়েছে ছবির গল্প ৷ ছবিতে উঠে আসবে একজন সাধারণ গ্রামের ছেলের কাহিনি ৷ সে চাকরির খোঁজে চলে আসে শহর কলকাতায় ৷ অন্য়দিকে রয়েছে অভিজাত পরিবারের এক তরুণী ৷ সেও দাঁড়াতে চায় নিজের পায়ে ৷ দু'জনের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক ৷ বিয়ের পরিকল্পনাও করে ফেলেছিল তারা ৷ কিন্তু পিছিয়ে আসে মেয়েটি ৷ সে বিয়ের পিঁড়িতে বসে অন্য কারও সঙ্গে ৷ কেন? জানা যাবে এই ছবিতে ৷ আগামী 25 অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.