ETV Bharat / entertainment

Dev Kohli Passes Away: সুরের সফরে ইতি, প্রয়াত 'দিদি তেরা দেবর দিওয়ানা'র গীতিকার দেব কোহলি

প্রয়াত 'ইয়ে কালি কালি আঁখে'র গীতিকার দেব কোহলি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর ৷

Dev Kohli Passes Away
গীতিকার দেব কোহলি প্রয়াত
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 11:31 AM IST

Updated : Aug 26, 2023, 11:40 AM IST

মুম্বই, 26 অগস্ট: প্রয়াত কবি তথা গীতিকার দেব কোহলি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর ৷ জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ শনিবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷ 'ইয়ে কালি কালি আঁখে', 'দিদি তেরা দেবর দিওয়ানা', 'কবতুর যা যা'-এর মতো তাঁর রচিত একাধিক গান আজও সকলরে মুখে মুখে ফেরে ৷ এই সমস্ত কালজয়ী গান দেশকে উপহার দিয়েছেন দেব কোহলি।

সূত্রের খবর, বিকেল পর্যন্ত মুম্বইয়ের বাড়িতেই শায়িত থাকবে মরদেহ ৷ এরপর শেষকৃত্য সম্পন্ন হবে ওশিওয়াড়ায় ৷ দু'দিন আগেই মৃত্যু হয়েছিল মারাঠি অভিনেত্রী সীমা দেওয়ের ৷ আর তারপর আবারও এক মৃত্যু ৷ যার জেরে ফের শোকস্তব্ধ বলিউড ৷ প্রায় 100-এর বেশি হিন্দি ছবির জন্য় গান লিখেছিলেন দেব ৷ সলমন খানের 'ম্যায়নে পেয়ার কিয়া', শাহরুখ খানের 'বাজিগর', 'জুড়য়া 2', 'মুুসাফির', 'শুট আউট অ্যাট লোখণ্ডওয়ালা', 'হাম আপকে হ্যায় কন' এবং নানা পাটেকরের 'ট্যাক্সি নম্বর 9 2 11: ন দো গিয়ারা'-র মতো বহু ছবিকে সমৃদ্ধ করে তাঁর গান ৷ এসপি বালাসুভ্রমণিয়াম, রাম লক্ষণ, আনন্দ রাজ আনন্দ, আন্নু মালিক এবং আনন্দ মিলিন্দের মতো বহু মানুষের সঙ্গ কাজ করেছেন দেব ৷

আরও পড়ুন: 'পুষ্পা' ছবিতে আল্লু নয়, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অন্য অভিনেতা

দেব কোহলির জন্ম অধুনা পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে ৷ 1958 সালে মাত্র 16 বছর বয়সে বাবাকে হারান ৷ এরপর 22 বছর বয়সে কাজের খোঁজে মুম্বইয়ে চলে আসেন ৷ ছবিতে গান লেখার প্রথম সুযোগ আসে 1969 সালে ৷ ছবির নাম ছিল 'গুন্ডা' ৷ এরপর থেকে শুরু হয় তাঁর সুরেলা সফর ৷ শনিবার থেমে গেল সেই সঙ্গীতময় পথ চলা ৷

মুম্বই, 26 অগস্ট: প্রয়াত কবি তথা গীতিকার দেব কোহলি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর ৷ জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ শনিবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷ 'ইয়ে কালি কালি আঁখে', 'দিদি তেরা দেবর দিওয়ানা', 'কবতুর যা যা'-এর মতো তাঁর রচিত একাধিক গান আজও সকলরে মুখে মুখে ফেরে ৷ এই সমস্ত কালজয়ী গান দেশকে উপহার দিয়েছেন দেব কোহলি।

সূত্রের খবর, বিকেল পর্যন্ত মুম্বইয়ের বাড়িতেই শায়িত থাকবে মরদেহ ৷ এরপর শেষকৃত্য সম্পন্ন হবে ওশিওয়াড়ায় ৷ দু'দিন আগেই মৃত্যু হয়েছিল মারাঠি অভিনেত্রী সীমা দেওয়ের ৷ আর তারপর আবারও এক মৃত্যু ৷ যার জেরে ফের শোকস্তব্ধ বলিউড ৷ প্রায় 100-এর বেশি হিন্দি ছবির জন্য় গান লিখেছিলেন দেব ৷ সলমন খানের 'ম্যায়নে পেয়ার কিয়া', শাহরুখ খানের 'বাজিগর', 'জুড়য়া 2', 'মুুসাফির', 'শুট আউট অ্যাট লোখণ্ডওয়ালা', 'হাম আপকে হ্যায় কন' এবং নানা পাটেকরের 'ট্যাক্সি নম্বর 9 2 11: ন দো গিয়ারা'-র মতো বহু ছবিকে সমৃদ্ধ করে তাঁর গান ৷ এসপি বালাসুভ্রমণিয়াম, রাম লক্ষণ, আনন্দ রাজ আনন্দ, আন্নু মালিক এবং আনন্দ মিলিন্দের মতো বহু মানুষের সঙ্গ কাজ করেছেন দেব ৷

আরও পড়ুন: 'পুষ্পা' ছবিতে আল্লু নয়, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অন্য অভিনেতা

দেব কোহলির জন্ম অধুনা পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে ৷ 1958 সালে মাত্র 16 বছর বয়সে বাবাকে হারান ৷ এরপর 22 বছর বয়সে কাজের খোঁজে মুম্বইয়ে চলে আসেন ৷ ছবিতে গান লেখার প্রথম সুযোগ আসে 1969 সালে ৷ ছবির নাম ছিল 'গুন্ডা' ৷ এরপর থেকে শুরু হয় তাঁর সুরেলা সফর ৷ শনিবার থেমে গেল সেই সঙ্গীতময় পথ চলা ৷

Last Updated : Aug 26, 2023, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.