ETV Bharat / entertainment

Liger Trailer: ভরপুর রোম্যান্স-অ্যাকশনে বাজিমাত বিজয়-অনন্যার, সামনে এল 'লাইগার'-এর ট্রেলার - Liger Trailer

সামনে এল বিজয় দেবেরাকোন্ডার নতুন সিনেমা 'লাইগার'-এর ট্রেলার (Liger Trailer Release )৷ অ্যাকশন এবং রোম্যান্সের মশলায় ভরপুর এই সিনেমার ট্রেলার যে আকর্ষণ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ 25 অগস্ট বড়পর্দায় আসতে চলেছে এই সিনেমা ৷

Liger Trailer
ভরপুর রোম্যান্স-অ্যাকশনে বাজি মাত বিজয়-অনন্যার, সামনে এল 'লাইগার'-এর ট্রেলার
author img

By

Published : Jul 21, 2022, 9:51 AM IST

হায়দরাবাদ, 21 জুলাই: অবশেষে সামনে এল বিজয় দেবেরাকোন্ডার নতুন ছবি 'লাইগার'-এর ট্রেলার (Liger Trailer Release)৷ বিজয়ের এই প্রথম প্যান ইন্ডিয়া ছবি নিয়ে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে ৷ বিশেষত এর আগে সামনে আসা বিজয়ের পোস্টার রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল নেটপাড়ায় ৷ পোস্টারে গোপনাঙ্গ ঢাকতে শুধুমাত্র একগুচ্ছ গোলাপ ব্যবহার করেছিলেন 'অর্জুন রেড্ডি' ৷ যা দেখে হতচকিত হয়ে গিয়েছিলেন সকলেই ৷

'লাইগার'-এর হাত ধরে বলিউডে পা রাখছেন বিজয় ৷ পোস্টারে ক্যাপশনে এর আগেই লেখা ছিল 'শালা ক্রসব্রিড' অর্থাৎ ইঙ্গিত যে কোন দিকে তা বুঝতে বাকি থাকে না ৷ ট্রেলারেও দেখা গেল একই ছাপ ৷ এই গল্প তুলে ধরেছে একজন বক্সারের জীবন কাহিনী ৷ ভরপুর অ্যাকশন আর প্রেমের মশলা মেশানো ছবি এখন হলে কতটা মন জয় করতে পারে সেটাই দেখার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অ্যাকশন প্যাকড এই সিনেমায় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনয় করছেন রামাকৃষ্ণান, রনিত রায়, বিশু রেড্ডি প্রমুখ। আর বিজয়ের লেডিলাভ হিসাবে রয়েছেন অনন্যা পান্ডে ৷ এর আগেই বোঝা গিয়েছিল অ্যাকশন এবং রোম্যান্সই হতে চলেছে এই গল্পের প্রধান বিষয় ৷ 2 মিনিটেই ট্রেলারেও তার ব্যতিক্রম হল না ৷

আরও পড়ুন: হট বা সুন্দরী ভাবলে আপত্তি নেই, অশ্লীল বলে দেখলে বড় বিব্রত লাগে: জাহ্নবী

হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম- পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ধর্ম প্রোডাকশনের এই সিনেমা ৷ পরিচালকের প্রোডাকশন হাউস পুরি কানেক্টস-সহ চার্মে কৌরের সহ-প্রযোজনায় মুক্তি পাবে সিনেমাটি।

হায়দরাবাদ, 21 জুলাই: অবশেষে সামনে এল বিজয় দেবেরাকোন্ডার নতুন ছবি 'লাইগার'-এর ট্রেলার (Liger Trailer Release)৷ বিজয়ের এই প্রথম প্যান ইন্ডিয়া ছবি নিয়ে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে ৷ বিশেষত এর আগে সামনে আসা বিজয়ের পোস্টার রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল নেটপাড়ায় ৷ পোস্টারে গোপনাঙ্গ ঢাকতে শুধুমাত্র একগুচ্ছ গোলাপ ব্যবহার করেছিলেন 'অর্জুন রেড্ডি' ৷ যা দেখে হতচকিত হয়ে গিয়েছিলেন সকলেই ৷

'লাইগার'-এর হাত ধরে বলিউডে পা রাখছেন বিজয় ৷ পোস্টারে ক্যাপশনে এর আগেই লেখা ছিল 'শালা ক্রসব্রিড' অর্থাৎ ইঙ্গিত যে কোন দিকে তা বুঝতে বাকি থাকে না ৷ ট্রেলারেও দেখা গেল একই ছাপ ৷ এই গল্প তুলে ধরেছে একজন বক্সারের জীবন কাহিনী ৷ ভরপুর অ্যাকশন আর প্রেমের মশলা মেশানো ছবি এখন হলে কতটা মন জয় করতে পারে সেটাই দেখার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অ্যাকশন প্যাকড এই সিনেমায় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনয় করছেন রামাকৃষ্ণান, রনিত রায়, বিশু রেড্ডি প্রমুখ। আর বিজয়ের লেডিলাভ হিসাবে রয়েছেন অনন্যা পান্ডে ৷ এর আগেই বোঝা গিয়েছিল অ্যাকশন এবং রোম্যান্সই হতে চলেছে এই গল্পের প্রধান বিষয় ৷ 2 মিনিটেই ট্রেলারেও তার ব্যতিক্রম হল না ৷

আরও পড়ুন: হট বা সুন্দরী ভাবলে আপত্তি নেই, অশ্লীল বলে দেখলে বড় বিব্রত লাগে: জাহ্নবী

হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম- পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ধর্ম প্রোডাকশনের এই সিনেমা ৷ পরিচালকের প্রোডাকশন হাউস পুরি কানেক্টস-সহ চার্মে কৌরের সহ-প্রযোজনায় মুক্তি পাবে সিনেমাটি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.