লস অ্যাঞ্জেলস, 5 অগস্ট: 'জোকার: ফোলি এ ডিউক্স'-এ জোয়াকিন ফিনিক্সের বিপরীতে এবার স্ক্রিনশেয়ার দেখা যাবে পপ সেনসেশন লেডি গাগাকে ৷ টড ফিলিপস পরিচালিত অস্কারজয়ী ছবি (সেরা অভিনেতা) 'জোকার'-এরই পরবর্তী অধ্য়ায়ের গল্প উঠে আসবে এই ছবিতে ৷ গাগা তাঁর ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন ছবির অ্যানাউন্সমেন্ট টিজার ৷ আর এই ভিডিয়োটি সামনে আসতেই সিলমোহর পড়েছে গাগার নামের পাশে (Lady Gaga joins Joaquin Phoenix in the sequel of Joker) ৷ 2024-এর এপ্রিলে পর্দায় আসতে চলেছে এই ছবি ৷
গত জুনেই শোনা গিয়েছিল যে, এই ছবিতে হার্লে ক্যুইনের চরিত্রটির জন্য় উঠে আসছে লেডি গাগার নাম ৷ কারণ জোকার-এর এই নতুন গল্পে সুরের মূর্ছনা একটি বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে ৷ গত 7 জুন পরিচালক টড ফিলিপস ইনস্টাগ্রামে চিত্রনাট্যের কভার পেজের একটি ছবি পোস্ট করেন ৷ আর সেখানেই প্রথম জানা যায় ছবির নাম 'জোকার: ফোলি এ ডিউক্স'৷
'ফোলি এ ডিউক্স' শব্দবন্ধটি আসলে যে রোগটিকে বোঝায় তা হল ডিলিউশনাল ডিসঅর্ডার অর্থাৎ মস্তিকে যখন বিভ্রান্তির সমস্য়া তৈরি হয় ৷ ছবিতে জোকারের একমাত্র বান্ধবী হলেন হার্লি ৷ এই চরিত্রটি তৈরি করা হয় নয়ের দশকে যখন ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজ বানানো শুরু হয় ৷ লেডি গাগাকে তাই ছবিতে যে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, তা বলাই বাহুল্য় ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: কাজল এবং নব্বইয়ের সেইসকল সুন্দরীরা, যাঁদের দেখে বয়সের হিসেব গুলিয়ে ফেলেন অনুরাগীরা
পরিচালক ফিলিপস এবং স্কট সিলভার ইতিমধ্য়েই চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ৷ গল্প কেমন হবে তা অবশ্য় এখনও সামনে আসেনি ৷ তবে কালো-লালের সংমিশ্রণে অ্যানিমেশনের মধ্য দিয়ে টিজারটিকে ফুটিয়ে তোলা হয়েছে । অতএব, থ্রিলারের অভিজ্ঞতা থেকে এবারও দর্শকরা একেবারে বঞ্চিত হবেন না বলেই মনে হয় ৷ তবে আগের মতো 'ডার্ক' হবে না এই গল্প ৷ বরং তাতে অনেক বেশি থাকবে সুরের দখল ৷ অ্যানাউন্সমেন্ট ভিডিয়োতেও বিষয়টিকে রাখতে ভুল করেননি নির্মাতারা ৷