ETV Bharat / entertainment

Kriti on Dating Prabhas: 'এটা পেয়ারও নয়, পিআরও নয়', প্রভাসের সঙ্গে ডেটিং নিয়ে মুখ খুললেন কৃতি - kriti sanon prabhas latest news

কয়েকদিন আগেই গুজব তৈরি হয়েছিল বলিউড সুন্দরী কৃতি স্যানন নাকি প্রভাসের প্রেমে পড়েছেন ৷ এবার তাতে জল ঢেলে দিলেন নায়িকা নিজেই (Kriti Sanon opens up on dating Prabhas )৷

Kriti on Dating Prabhas
'এটা পেয়ারও নয়, পিআরও নয়', প্রভাসের সঙ্গে ডেটিং নিয়ে মুখ খুললেন কৃতি
author img

By

Published : Nov 30, 2022, 11:52 AM IST

মুম্বই,30 নভেম্বর: কয়েকদিন আগেই গুজব তৈরি হয়েছিল বলিউড সুন্দরী কৃতি স্যানন নাকি প্রভাসের প্রেমে পড়েছেন ৷ কৃতি-প্রভাসকে আগামীতে একসঙ্গে দেখা যাবে আদিপুরুষ ছবিতে ৷ অনেকেই ধরে নিয়েছিলেন সেখান থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত ৷ এই গুজব আরও বেশি করে ছড়িয়ে পড়ে অভিনেতা বরুণ ধাওয়ানের কারণে ৷ কয়েকদিন আগে একটি রিয়েলিটি শোয়ে 'ভেড়িয়া' ছবির প্রচারে এসে কৃতির প্রেম নিয়ে মুখ খোলেন বরুণ ৷

তিনি বলেন, "একজন রয়েছেন যিনি এই মুহূর্তে মুম্বইতে নেই এবং তিনি দীপিকার সঙ্গে শুটিং করছেন ৷" তাঁর প্রেমেই পড়েছেন কৃতি (Kriti Sanon And Prabhas Relationship Rumors) ৷ অনেকের মতে, বরুণ যাঁর কথা বলেছিলেন তিনি ছিলেন প্রভাস ৷ কারণ এই দক্ষিণী তারকা বর্তমানে ব্যস্ত তাঁর 'প্রজেক্ট কে' ছবির শুটিং নিয়ে ৷ এই ছবিতে রয়েছেন প্রভাস,দীপিকা পাড়ুকোন এবং বিগবি অমিতাভ বচ্চন ৷ আর সেখান থেকেই আগুনের মতো ছড়িয়ে পড়ে এই সম্পর্কের রটনা ৷

Kriti on Dating Prabhas
প্রেমের গুজবে জল ঢেলে দিলেন কৃতি স্য়ানন নিজেই

এইবার এই নিয়ে মুখ খুললেন কৃতি ৷ স্পষ্টতই এই নিয়ে তৈরি হওয়া সমস্ত গুজবে জল ঢেলে দিলেন তিনি (Kriti Sanon opens up on dating Prabhas )৷ মঙ্গলবার তাঁর ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, "এটা পেয়ারও নয়, পিআরও নয়। আমাদের ভেড়িয়া শুধু একটি রিয়েলিটি শোতে একটু বেশিই বন্য হয়ে গিয়েছিল । তাঁর মজার মজার কিছু কথা গুজব তৈরি করেছে ৷ এবার কিছু পোর্টাল আমার বিয়ের তারিখ ঘোষণা করার আগে আমাকে এই বাবেল-টা ফাটিয়ে দিতে দিন(Kriti Sanon Prabhas engagement ) ৷"

আরও পড়ুন:ফের বাঙালি পরিচালকের হিন্দি ছবিতে পঙ্কজ, থাকতে পারেন জয়া আহসানও

অন্য়দিকে, কৃতি স্যাননের সঙ্গে প্রভাসকে দেখা যাবে 'আদিপুরুষ' ছবিতে ৷ এই ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী বছর জুন মাসে ৷ আদিপুরুষে রামের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে ৷ রাবণের চরিত্রে সইফ আলি খান এবং সীতা কৃতি স্যানন ৷ লক্ষ্মণের ভূমিকায় সানি সিং ৷

মুম্বই,30 নভেম্বর: কয়েকদিন আগেই গুজব তৈরি হয়েছিল বলিউড সুন্দরী কৃতি স্যানন নাকি প্রভাসের প্রেমে পড়েছেন ৷ কৃতি-প্রভাসকে আগামীতে একসঙ্গে দেখা যাবে আদিপুরুষ ছবিতে ৷ অনেকেই ধরে নিয়েছিলেন সেখান থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত ৷ এই গুজব আরও বেশি করে ছড়িয়ে পড়ে অভিনেতা বরুণ ধাওয়ানের কারণে ৷ কয়েকদিন আগে একটি রিয়েলিটি শোয়ে 'ভেড়িয়া' ছবির প্রচারে এসে কৃতির প্রেম নিয়ে মুখ খোলেন বরুণ ৷

তিনি বলেন, "একজন রয়েছেন যিনি এই মুহূর্তে মুম্বইতে নেই এবং তিনি দীপিকার সঙ্গে শুটিং করছেন ৷" তাঁর প্রেমেই পড়েছেন কৃতি (Kriti Sanon And Prabhas Relationship Rumors) ৷ অনেকের মতে, বরুণ যাঁর কথা বলেছিলেন তিনি ছিলেন প্রভাস ৷ কারণ এই দক্ষিণী তারকা বর্তমানে ব্যস্ত তাঁর 'প্রজেক্ট কে' ছবির শুটিং নিয়ে ৷ এই ছবিতে রয়েছেন প্রভাস,দীপিকা পাড়ুকোন এবং বিগবি অমিতাভ বচ্চন ৷ আর সেখান থেকেই আগুনের মতো ছড়িয়ে পড়ে এই সম্পর্কের রটনা ৷

Kriti on Dating Prabhas
প্রেমের গুজবে জল ঢেলে দিলেন কৃতি স্য়ানন নিজেই

এইবার এই নিয়ে মুখ খুললেন কৃতি ৷ স্পষ্টতই এই নিয়ে তৈরি হওয়া সমস্ত গুজবে জল ঢেলে দিলেন তিনি (Kriti Sanon opens up on dating Prabhas )৷ মঙ্গলবার তাঁর ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, "এটা পেয়ারও নয়, পিআরও নয়। আমাদের ভেড়িয়া শুধু একটি রিয়েলিটি শোতে একটু বেশিই বন্য হয়ে গিয়েছিল । তাঁর মজার মজার কিছু কথা গুজব তৈরি করেছে ৷ এবার কিছু পোর্টাল আমার বিয়ের তারিখ ঘোষণা করার আগে আমাকে এই বাবেল-টা ফাটিয়ে দিতে দিন(Kriti Sanon Prabhas engagement ) ৷"

আরও পড়ুন:ফের বাঙালি পরিচালকের হিন্দি ছবিতে পঙ্কজ, থাকতে পারেন জয়া আহসানও

অন্য়দিকে, কৃতি স্যাননের সঙ্গে প্রভাসকে দেখা যাবে 'আদিপুরুষ' ছবিতে ৷ এই ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী বছর জুন মাসে ৷ আদিপুরুষে রামের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে ৷ রাবণের চরিত্রে সইফ আলি খান এবং সীতা কৃতি স্যানন ৷ লক্ষ্মণের ভূমিকায় সানি সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.