ETV Bharat / entertainment

Parineeti-Raghav Wedding: আর মাত্র কিছুক্ষণ, দুপুরেই পরিণীতির গলায় মালা দেবেন রাঘব

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 10:40 AM IST

Updated : Sep 24, 2023, 11:15 AM IST

অবশেষে ভালোবাসার শুভ পরিণয় ৷ শুভক্ষণ আসতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। রাজস্থানে পুরো রাজকীয় কায়দাতেই বসেছে বিবাহবাসর। 'রাগনীতি'র গাঁটছড়ায় বাঁধার প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলি পুরো দমে চলছে ৷ শোনা যাচ্ছে দুপুরেই বরপক্ষ নিয়ে রাঘব হাজির হবেন 'বিয়েপরি'র কাছে ৷

রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ে
Parineeti-Raghav Wedding

উদয়পুর, 24 সেপ্টেম্বর: রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসের রোমান্টিক পিচোলা হ্রদের ধারে 'রাগনীতি' জুটির গাঁটছড়া বাঁধার কথা। অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। তারপর রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার চার হাত এক হবে। শোনা গিয়েছে, দুপুরেই 'ব্যান্ড বাজা বারাত' নিয়ে হাজির হবেন আপ নেতা বরমশাই। অন্যদিকে, মনের মানুষকে বরমালা পরিয়ে দিতে তৈরি থাকবেন বলিউডের 'ইশকজাদে গার্ল'।

তাজ লেক প্যালেসে অনুষ্ঠিত হবে রাঘবের সেহরাবন্দি। এরপর দুপুর দু'টো নাগাদ বারাত যাবে তাজ লীলা প্যালেসে। একটি নৌকায় করে বিয়ে করতে যাবেন রাঘব। জয়মালা অনুষ্ঠানটি হতে পারে বিকেল সাড়ে 3টে নাগাদ ও সাতপাকে ঘোরা 4টে নাগাদ। তারপরে বিদায়ী বা বিদায় অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ। এরপরই জমকালো রিসেপশনের সেই মুহূর্ত ৷ রাত 8.30টায় রয়েছে সেই অনুষ্ঠান ৷

কড়া নিরাপত্তায় রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান হচ্ছে। উদয়পুরের লীলা প্যালেসের চারপাশে জল। ফলে পাপারাজ্জির পক্ষে ভেনুর কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। ফলে গায়ে হলুদ, ও গতকালের সঙ্গীত অনুষ্ঠানের ছবি এখনও অধরা। তবে শোনা গিয়েছে, নয়ের দশকের থিমে রাগনীতির সঙ্গীত অনুষ্ঠান হয়েছে। আর সেখানে গান গেয়েছেন নভরাজ হংস। জনপ্রিয় বলিউড গান 'কাজরা মহব্বত ওয়ালা'র পাশাপাশি অনেক পঞ্জাবি গান গাইতে শোনা গিয়েছে তাঁকে। সে যাই হোক, সারা রাতের পার্টির পর বিয়ের সকাল যেন সোনালি রোদের মতো।

রাঘব আর পরিণীতি একে-অপরকে চেনেন লন্ডন স্কুল অফ ইকনমিক্সে পড়ার সময় থেকেই। যদিও তখন ছিলেন শুধুই বন্ধু। এরপর প্রেমটা কী করে হল তা নিয়ে অবশ্য সেভাবে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে চলতি বছরের শুরুর দিকে মুম্বইতে পরপর লাঞ্চ আর ডিনার ডেটে ম্যাচিং পোশাকে গিয়ে সকলকে একেবারে চমকে দেন তাঁরা। তারপর 13 মে দিল্লিতে হয় আংটি বদল। আপ নেতাকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: সঙ্গীত সেরেমনিতে মেতে উঠলেন হবু বর-কনে পরিণীতি-রাঘব

উদয়পুর, 24 সেপ্টেম্বর: রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসের রোমান্টিক পিচোলা হ্রদের ধারে 'রাগনীতি' জুটির গাঁটছড়া বাঁধার কথা। অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। তারপর রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার চার হাত এক হবে। শোনা গিয়েছে, দুপুরেই 'ব্যান্ড বাজা বারাত' নিয়ে হাজির হবেন আপ নেতা বরমশাই। অন্যদিকে, মনের মানুষকে বরমালা পরিয়ে দিতে তৈরি থাকবেন বলিউডের 'ইশকজাদে গার্ল'।

তাজ লেক প্যালেসে অনুষ্ঠিত হবে রাঘবের সেহরাবন্দি। এরপর দুপুর দু'টো নাগাদ বারাত যাবে তাজ লীলা প্যালেসে। একটি নৌকায় করে বিয়ে করতে যাবেন রাঘব। জয়মালা অনুষ্ঠানটি হতে পারে বিকেল সাড়ে 3টে নাগাদ ও সাতপাকে ঘোরা 4টে নাগাদ। তারপরে বিদায়ী বা বিদায় অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ। এরপরই জমকালো রিসেপশনের সেই মুহূর্ত ৷ রাত 8.30টায় রয়েছে সেই অনুষ্ঠান ৷

কড়া নিরাপত্তায় রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান হচ্ছে। উদয়পুরের লীলা প্যালেসের চারপাশে জল। ফলে পাপারাজ্জির পক্ষে ভেনুর কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। ফলে গায়ে হলুদ, ও গতকালের সঙ্গীত অনুষ্ঠানের ছবি এখনও অধরা। তবে শোনা গিয়েছে, নয়ের দশকের থিমে রাগনীতির সঙ্গীত অনুষ্ঠান হয়েছে। আর সেখানে গান গেয়েছেন নভরাজ হংস। জনপ্রিয় বলিউড গান 'কাজরা মহব্বত ওয়ালা'র পাশাপাশি অনেক পঞ্জাবি গান গাইতে শোনা গিয়েছে তাঁকে। সে যাই হোক, সারা রাতের পার্টির পর বিয়ের সকাল যেন সোনালি রোদের মতো।

রাঘব আর পরিণীতি একে-অপরকে চেনেন লন্ডন স্কুল অফ ইকনমিক্সে পড়ার সময় থেকেই। যদিও তখন ছিলেন শুধুই বন্ধু। এরপর প্রেমটা কী করে হল তা নিয়ে অবশ্য সেভাবে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে চলতি বছরের শুরুর দিকে মুম্বইতে পরপর লাঞ্চ আর ডিনার ডেটে ম্যাচিং পোশাকে গিয়ে সকলকে একেবারে চমকে দেন তাঁরা। তারপর 13 মে দিল্লিতে হয় আংটি বদল। আপ নেতাকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: সঙ্গীত সেরেমনিতে মেতে উঠলেন হবু বর-কনে পরিণীতি-রাঘব

Last Updated : Sep 24, 2023, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.