ETV Bharat / entertainment

Palan Trailer Out: পরিচারিকার মৃত্যু থেকে সংসার ভাঙন, সময় বদলালেও বদলায়নি 'পালান'দের সমস্যা

বাড়ির কম বয়সি ভৃত্য পালানের মৃত্যুকে বিষয় করে ছবি তৈরি করেছিলেন মৃণাল সেন ৷ তাঁকে শ্রদ্ধা জানাতে সেই গল্পের চরিত্রদের আজকের সমস্যার মধ্যে টেনে আনলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ মুক্তি পেল ছবির ট্রেলার ৷ 22 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷

Palan Trailer Out
মুক্তি পেল পালান ছবির ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 4:43 PM IST

কলকাতা. 8 সেপ্টেম্বর: 22 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান' ৷ কিংবদন্তি পরিচালক মৃণাল সেনকে ঠিক এইভাবেই শ্রদ্ধা জানাতে চান কৌশিক ৷ তাঁরই 'খারিজ' ছবির দু'টি চরিত্রকে নিয়ে আজকের সময়ে এক অনবদ্য গল্প বুনেছেন পরিচালক ৷ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে মুক্তি পেল ছবির ট্রেলারটি ৷ ছবির মূল কথা একটাই সময় বদলায় কিন্তু সমস্যা বদলায় না ৷

1982 সালে বাড়ির পরিচারকের কাজ করতে আসা ছেলে পালানের মর্মান্তিক মৃত্যু ঘটেছিল এক বাড়িতে । এবার সেই বাড়িই আবার উঠে এসেছে গল্পে ৷ সেদিন ভেন্টিলেশনের অভাবে মৃত্যু হয়েছিল পালানের ৷ এমনটাই জানিয়েছিল রিপোর্ট ৷ আর এবার সামনে আসবে এক আরও পরিচারিকার মৃত্য়ু ৷ সময় বদলেছে তাই এখন বাড়ির বিভিন্ন অংশ জরাজীর্ন হয়ে গিয়েছে ৷ আর বিপজ্জন ভাবে ঝুলে আছে কার্নিশের বিভিন্ন অংশ ৷ তারই এক টুকরো মাথায় পড়ে বাড়ির এক পরিচারিকার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এরপরেই গল্প ঘুরে যায় অন্য়দিকে ৷ থানা, পুলিশ, নিউক্লিয়ার ফ্যামেলি, কলকাতায় পুরোনো বাড়ি রাখার সমস্য়া, ছেলে-বউয়ের প্রাইভেসি, বৃদ্ধ বাবা মায়ের সমস্য়া সমস্তকিছু নিয়ে তৈরি হয়েছে এই অনবদ্য ট্রেলারটি ৷ রমাপদ চৌধুরির উপন্য়াস 'খারিজ' অবলম্বনে ছবি তৈরি করেছিলেন মৃণাল সেন ৷ সেই ছবিকেই এগিয়ে নিয়ে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ ছবিতে অঞ্জন দত্ত, মমতা শংকরকেই দেখা যাবে মুখ্য ভূমিকায় ৷ তাঁদের সঙ্গে রয়েছেন যীশু সেনগুপ্ত, পাওলি দাম, শ্রীলা মজুমদার এবং দেবপ্রতীম দাশগুপ্ত ৷

আরও পড়ুন: আশ্চর্য সমাপতন! জন্মদিন মিলিয়ে দিল দুই প্রজন্মের ফেলুদাকে

কৌশিকের এই ছবির সঙ্গীতের দায়িত্ব সামলাবেন নীল দত্ত ৷ এর আগে অর্ধাঙ্গিনী ছবিতে বেশ নজর কেড়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনা ৷ বিশেষত, চূর্ণি গঙ্গোপাধ্যায় এবং জয়া আহসানের অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলে ৷ এবার মমতা শংকর, অঞ্জন দত্তরাও কি নজর কাড়তে পারবেন তা বলে দেবে সময়ই ৷ অন্য়দিকে মৃণাল সেনের জীবন নিয়ে একটি ছবি তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়ও ৷ সে ছবির নাম 'পদাতিক' ৷ সেই ছবিটির দিকেও এখন তাকিয়ে রয়েছেন সকলে ৷

কলকাতা. 8 সেপ্টেম্বর: 22 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান' ৷ কিংবদন্তি পরিচালক মৃণাল সেনকে ঠিক এইভাবেই শ্রদ্ধা জানাতে চান কৌশিক ৷ তাঁরই 'খারিজ' ছবির দু'টি চরিত্রকে নিয়ে আজকের সময়ে এক অনবদ্য গল্প বুনেছেন পরিচালক ৷ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে মুক্তি পেল ছবির ট্রেলারটি ৷ ছবির মূল কথা একটাই সময় বদলায় কিন্তু সমস্যা বদলায় না ৷

1982 সালে বাড়ির পরিচারকের কাজ করতে আসা ছেলে পালানের মর্মান্তিক মৃত্যু ঘটেছিল এক বাড়িতে । এবার সেই বাড়িই আবার উঠে এসেছে গল্পে ৷ সেদিন ভেন্টিলেশনের অভাবে মৃত্যু হয়েছিল পালানের ৷ এমনটাই জানিয়েছিল রিপোর্ট ৷ আর এবার সামনে আসবে এক আরও পরিচারিকার মৃত্য়ু ৷ সময় বদলেছে তাই এখন বাড়ির বিভিন্ন অংশ জরাজীর্ন হয়ে গিয়েছে ৷ আর বিপজ্জন ভাবে ঝুলে আছে কার্নিশের বিভিন্ন অংশ ৷ তারই এক টুকরো মাথায় পড়ে বাড়ির এক পরিচারিকার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এরপরেই গল্প ঘুরে যায় অন্য়দিকে ৷ থানা, পুলিশ, নিউক্লিয়ার ফ্যামেলি, কলকাতায় পুরোনো বাড়ি রাখার সমস্য়া, ছেলে-বউয়ের প্রাইভেসি, বৃদ্ধ বাবা মায়ের সমস্য়া সমস্তকিছু নিয়ে তৈরি হয়েছে এই অনবদ্য ট্রেলারটি ৷ রমাপদ চৌধুরির উপন্য়াস 'খারিজ' অবলম্বনে ছবি তৈরি করেছিলেন মৃণাল সেন ৷ সেই ছবিকেই এগিয়ে নিয়ে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ ছবিতে অঞ্জন দত্ত, মমতা শংকরকেই দেখা যাবে মুখ্য ভূমিকায় ৷ তাঁদের সঙ্গে রয়েছেন যীশু সেনগুপ্ত, পাওলি দাম, শ্রীলা মজুমদার এবং দেবপ্রতীম দাশগুপ্ত ৷

আরও পড়ুন: আশ্চর্য সমাপতন! জন্মদিন মিলিয়ে দিল দুই প্রজন্মের ফেলুদাকে

কৌশিকের এই ছবির সঙ্গীতের দায়িত্ব সামলাবেন নীল দত্ত ৷ এর আগে অর্ধাঙ্গিনী ছবিতে বেশ নজর কেড়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনা ৷ বিশেষত, চূর্ণি গঙ্গোপাধ্যায় এবং জয়া আহসানের অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলে ৷ এবার মমতা শংকর, অঞ্জন দত্তরাও কি নজর কাড়তে পারবেন তা বলে দেবে সময়ই ৷ অন্য়দিকে মৃণাল সেনের জীবন নিয়ে একটি ছবি তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়ও ৷ সে ছবির নাম 'পদাতিক' ৷ সেই ছবিটির দিকেও এখন তাকিয়ে রয়েছেন সকলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.