কলকাতা, 14 সেপ্টেম্বর: মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে 'পালান' ছবিটি নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় । এই ছবি তৈরি মৃণাল সেনের কালজয়ী ছবি 'খারিজ'-এর অনুপ্রেরণায় । 'খারিজ' উপন্যাসের লেখক রমাপদ চৌধুরীর জন্মশতবর্ষ চলতি বছরে । একইসঙ্গে 'খারিজ'-এর দুই সৃষ্টিকর্তাকে শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ পেয়ে আপ্লুত কৌশিক ।
তবে, 'খারিজ' ছবির সঙ্গে 'পালান'-এর গল্পের কোনও মিল নেই । সময় বদলেছে কিন্তু সমস্যা বদলায়নি । শিশু শ্রম আজও আছে আজও আছে পরিচারিকাদের সঙ্গে খারাপ ব্যবহারের রীতি । আর সেটাকে এই সময়ের আঙ্গিকে দেখিয়েছেন পরিচালক ৷ আরও নানা কথা উঠে এল কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আড্ডায় ।
ইটিভি ভারত: 'পালান' ছবির পিছনে আপনার ভাবনাটা নিয়ে কিছু যদি বলেন?
কৌশিক: মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতেই এই ছবি । 'খারিজ' ছবির অনুপ্রেরণায় এই ছবি আমি বানিয়েছি ৷ 'খারিজ' ছবির চরিত্রগুলিও এই ছবিতে উঠে আসে । কিন্তু 'খারিজ'-এর সঙ্গে 'পালান' ছবির গল্পের কোনও মিল নেই । তবে, যাঁরা অভিনয় করেছিলেন তাঁরা আছেন । অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, শ্রীলা মজুমদার এবং দেবপ্রতীম দাশগুপ্ত । যুক্ত হয়েছে দু'টি নাম যিশু সেনগুপ্ত এবং পাওলি দাম । সময় বদলেছে কিন্তু সমস্যা বদলায়নি । অঞ্জন সেন, মমতা সেনের বয়স বেড়েছে । এদের জন্য আমার চিন্তা হয় । বলতে পারেন সেই চিন্তা থেকেও এই ছবি ৷ 'খারিজ'-এ পালান মারা গিয়েছিল । তাই এই ছবিতে পালান চরিত্রটি নেই ।
আরও পড়ুন: 'মন্দার' এর মজনু বুড়িই এবার দেবের ছবিতে ঋষি অরবিন্দ
ইটিভি ভারত: 'খারিজ' উপন্যাসের লেখক রমাপদ চৌধুরীরও তো জন্মশতবর্ষ চলছে । সেক্ষেত্রে দুই স্রষ্টাকেই কি অন্যভাবে শ্রদ্ধা জানানো হল?
কৌশিক: অবশ্যই । এটা যেমন আনন্দের তেমনই সম্মানের । অন্যান্য ছবি নিয়ে যেমন ভাবনা থাকে বক্স অফিস কেমন হবে? ব্যবসা কেমন হবে? এই ছবিটা নিয়ে আমরা কেউ সেরকম কিছু ভাবছি না । এটা শ্রদ্ধাঞ্জলি । দেবতাকে পুজো দেওয়ার সময়ে তো আমরা কিছু পাওয়ার আশা করি না ৷ তেমনি এক্ষেত্রেও আমাদের পাওয়ার আশা নেই কোনও । পালান একটা প্রণাম । সৃজিত মৃণালদাকে নিয়ে 'পদাতিক' বানাচ্ছেন, অঞ্জনদাও একটা ছবি বানাচ্ছেন । সেগুলো থেকে ওনার জীবন সম্বন্ধে অনেককিছু জানতে পারব ।
কিন্তু আমি জীবনী বানাইনি । জীবনী বানানোর প্রতি আমার আগ্রহ কম । আমি বিশ্বাস করি একদিকে জীবন থাকতে পারে, আরেকদিকে জীবন দর্শন থাকতে পারে । মৃণাল সেন কমিউনিস্ট মানুষ ছিলেন । কমিউনিজম বলে তো কিছু নেই । সেটা হল আসলে হিউম্যানিজম । যেটা মানুষের কথা বলে, চেতনা আর আত্মমর্যাদার কথা বলে । মৃণাল সেন সেই চেতনা আর মানুষের কথা, আত্মমর্যাদার কথা বলতেন । সেই চেতনা, আত্মমর্যাদা, মনুষ্যত্বের উদযাপন করবে 'পালান' ।
ইটিভি ভারত: মৃণালদা আপনার কোনও ছবি দেখে তা নিয়ে কথা বলেছেন কখনও?
কৌশিক: আমার টেলিফিল্ম 'শেষকৃত্য' দেখে ফোন করে খুব উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, "তুমি যদি এই সব গল্প টেলিফিল্মে বানিয়ে ফেলো তাহলে ছবিতে কী বানাবে?" আমি বলেছিলাম আমাকে কেউ সিনেমা বানানোর জন্য টাকা দেবে না । এভাবেই আমাদের ছবি বানানোর সাধ মেটাতে হবে ৷ টেলিফিল্মগুলোর জন্যই আমরা সিনেমা বানানোর লাইসেন্স পেয়েছি আজ।
আরও পড়ুন: পাওলির 'কালবেলা' দেখে মুগ্ধ হন মৃণাল সেন, 'পালান' ছবিতে কিংবদন্তিকে শ্রদ্ধা অভিনেত্রীর