ETV Bharat / entertainment

ফাইটারে স্কোয়াড্রন লিডার সারতাজের ভূমিকায় করণ সিং গ্রোভার, প্রকাশ্যে ছবির লুক - স্কোয়াড্রন লিডার সারতাজের ভূমিকায় করণ সিং গ্রোভার

Karan Singh Grover First Look in Fighter: প্রকাশ্যে এল ফাইটার ছবিতে করণ সিং গ্রোভারের প্রথম লুক ৷ স্কোয়াড্রন লিডার সারতাজের ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ প্রথম ঝলকেই বাসুসেনার পোশাক ও সানগ্লাসে সোশালে আগুন ধরালেন তিনি ৷

Karan Singh Grover First Look
করণ সিং গ্রোভারের ফার্স্ট লুক
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 7:04 PM IST

হায়দরাবাদ, 12 ডিসেম্বর: দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন ও অনিল কাপুরের পর এবার প্রকাশ্যে এল করণ সিং গ্রোভারের ফার্স্ট লুক ৷ ফাইটার ছবিতে স্কোয়াড্রন লিডার সারতাজ গিলের ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ একদম নয়া আফতারে এই সিনেমায় দর্শকের সামনে আসতে চলেছেন হেটস্টোরিখ্যাত এই অভিনেতা, তা মঙ্গলবার প্রকাশিত ফাইটার ছবিতে তাঁর লুকের ঝলক দেখেই আন্দাজ করা যাচ্ছে ৷ করণকে দেখে 'ড্যাপার' বলছে নেটিজেনেরা ৷ বলবেই নাই বা কেন, ক্লিনসেভ লুকে রমণীর বুকে ঝড় তুলেছেন এই টেলি হ্যান্ডসাম হাঙ্ক ৷

পরিচালক সিদ্ধার্থ আনন্দের আসন্ন সিনেমা হল ফাইটার ৷ স্টারকাস্ট এই ছবি, যেখানে রয়েছেন দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন এবং অনিল কাপুরের মতো তাবড় তাবড় অভিনেতারা । অ্যাকশন থ্রিলারটি পরের বছর 25 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের আগে মুক্তি পাবে ৷ তবে তার আগে গত সপ্তাহে সামনে এসেছে ছবিটির টিজার ৷ যা দেখে মুগ্ধ আট থেকে আশি ৷ সিনে দুনিয়ায় যে এই ছবি ছাপ ফেলতে চলেছে তা টিজারেই স্পষ্ট ৷ টিজারের পর সম্প্রতি সামনে এসেছে দীপিকা, হৃতিক এবং অনিলের চরিত্রের পোস্টারও ৷ এবার করণের ছবির লুক শেয়ার করা হল মঙ্গলবার ।

আজ ইনস্টাগ্রামে ফাইটার সিমেনার প্রযোজনা সংস্থা মারফ্লিক্স করণ সিং গ্রোভারকে স্কোয়াড্রন লিডার সারতাজ গিল হিসাবে পরিচয় করায় ৷ তাঁর আর এক নাম তাজও ৷ পোস্টারে করণকে বায়ুসেনার পোশাক এবং সানগ্লাস পরা অবস্থায় দেখা যাচ্ছে । প্রোডাকশন হাউস পোস্টের ক্যাপশনে তাঁর চরিত্র সম্পর্কে কিছু বর্ণনা দিয়েছে । ক্যাপশনে লেখা, "স্কোয়াড্রন লিডার সরতাজ গিল, কল সাইন: তাজ, ডেজিগনেশন: স্কোয়াড্রন পাইলট, ইউনিট: এয়ার ড্রাগনস, ফাইটার ফরএভার, ফাইটার অন 25 জানুয়ারি ।"

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার ছবির প্রয়োজনা করছে মারফ্লিক্স পিকচার্স ও এবং ভায়াকম 18 স্টুডিওস ৷ এই সিনেমায় ব্যাং ব্যাং (2014) এবং ওয়ারের (2019) পর তৃতীয়বার জুটি বাঁধছে পরিচালক সিদ্ধার্থ এবং অভিনেতা হৃতিক ৷ এর আগের সিনেমা দুটি তাঁদের ব্লকবাস্টার ছিল ৷ তাই স্বভাবতই ফাইটারকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে ৷ ফাইটার সিনেমায় প্রথবার একসঙ্গে দেখা যাবে হৃতিক এবং দীপিকাকে ৷ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অনিল কাপুরও ।

আরও পড়ুন:

  1. ক্যাপ্টেন অনিলের নেতৃত্বে যুদ্ধবিমান নিয়ে তৈরি হৃত্বিক-দীপিকা, বড়পর্দায় লড়াই করতে প্রস্তুত 'ফাইটার'রা
  2. হৃতিক-দীপিকার পর এবার প্রকাশ্যে অনিল কাপুরের 'ফাইটার' ছবির লুক
  3. ফাইটারে হৃত্বিক স্কোয়াড্রন লিডার প্যাটি, প্রকাশ্যে ফার্স্ট লুক

হায়দরাবাদ, 12 ডিসেম্বর: দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন ও অনিল কাপুরের পর এবার প্রকাশ্যে এল করণ সিং গ্রোভারের ফার্স্ট লুক ৷ ফাইটার ছবিতে স্কোয়াড্রন লিডার সারতাজ গিলের ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ একদম নয়া আফতারে এই সিনেমায় দর্শকের সামনে আসতে চলেছেন হেটস্টোরিখ্যাত এই অভিনেতা, তা মঙ্গলবার প্রকাশিত ফাইটার ছবিতে তাঁর লুকের ঝলক দেখেই আন্দাজ করা যাচ্ছে ৷ করণকে দেখে 'ড্যাপার' বলছে নেটিজেনেরা ৷ বলবেই নাই বা কেন, ক্লিনসেভ লুকে রমণীর বুকে ঝড় তুলেছেন এই টেলি হ্যান্ডসাম হাঙ্ক ৷

পরিচালক সিদ্ধার্থ আনন্দের আসন্ন সিনেমা হল ফাইটার ৷ স্টারকাস্ট এই ছবি, যেখানে রয়েছেন দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন এবং অনিল কাপুরের মতো তাবড় তাবড় অভিনেতারা । অ্যাকশন থ্রিলারটি পরের বছর 25 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের আগে মুক্তি পাবে ৷ তবে তার আগে গত সপ্তাহে সামনে এসেছে ছবিটির টিজার ৷ যা দেখে মুগ্ধ আট থেকে আশি ৷ সিনে দুনিয়ায় যে এই ছবি ছাপ ফেলতে চলেছে তা টিজারেই স্পষ্ট ৷ টিজারের পর সম্প্রতি সামনে এসেছে দীপিকা, হৃতিক এবং অনিলের চরিত্রের পোস্টারও ৷ এবার করণের ছবির লুক শেয়ার করা হল মঙ্গলবার ।

আজ ইনস্টাগ্রামে ফাইটার সিমেনার প্রযোজনা সংস্থা মারফ্লিক্স করণ সিং গ্রোভারকে স্কোয়াড্রন লিডার সারতাজ গিল হিসাবে পরিচয় করায় ৷ তাঁর আর এক নাম তাজও ৷ পোস্টারে করণকে বায়ুসেনার পোশাক এবং সানগ্লাস পরা অবস্থায় দেখা যাচ্ছে । প্রোডাকশন হাউস পোস্টের ক্যাপশনে তাঁর চরিত্র সম্পর্কে কিছু বর্ণনা দিয়েছে । ক্যাপশনে লেখা, "স্কোয়াড্রন লিডার সরতাজ গিল, কল সাইন: তাজ, ডেজিগনেশন: স্কোয়াড্রন পাইলট, ইউনিট: এয়ার ড্রাগনস, ফাইটার ফরএভার, ফাইটার অন 25 জানুয়ারি ।"

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার ছবির প্রয়োজনা করছে মারফ্লিক্স পিকচার্স ও এবং ভায়াকম 18 স্টুডিওস ৷ এই সিনেমায় ব্যাং ব্যাং (2014) এবং ওয়ারের (2019) পর তৃতীয়বার জুটি বাঁধছে পরিচালক সিদ্ধার্থ এবং অভিনেতা হৃতিক ৷ এর আগের সিনেমা দুটি তাঁদের ব্লকবাস্টার ছিল ৷ তাই স্বভাবতই ফাইটারকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে ৷ ফাইটার সিনেমায় প্রথবার একসঙ্গে দেখা যাবে হৃতিক এবং দীপিকাকে ৷ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অনিল কাপুরও ।

আরও পড়ুন:

  1. ক্যাপ্টেন অনিলের নেতৃত্বে যুদ্ধবিমান নিয়ে তৈরি হৃত্বিক-দীপিকা, বড়পর্দায় লড়াই করতে প্রস্তুত 'ফাইটার'রা
  2. হৃতিক-দীপিকার পর এবার প্রকাশ্যে অনিল কাপুরের 'ফাইটার' ছবির লুক
  3. ফাইটারে হৃত্বিক স্কোয়াড্রন লিডার প্যাটি, প্রকাশ্যে ফার্স্ট লুক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.