ETV Bharat / entertainment

Car Accident: অভিনেতার গাড়ির ধাক্কায় মৃত মহিলা পথচারী, হাসপাতালে চিকিৎসাধীন আরও 1 - কন্নড় অভিনেতা

অভিনেতার গাড়ির ধাক্কায় মৃত্যু এক মহিলা পথচারীর ৷ গুরুতর আহত মহিলার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনায় অভিযুক্ত অভিনেতা নাগভূষণকে আটক করেছে পুলিশ ৷

Etv Bharat
অভিনেতার গাড়ির ধাক্কায় মৃত্যু এক মহিলা পথচারীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 9:26 PM IST

হায়দরাবাদ, 1 অক্টোবর: ফের হিট অ্যান্ড ডেথ কেস ৷ এবার এই দোষে পুলিশের হাতে আটক হলেন কন্নড় অভিনেতা নাগভূষণ এসএস ৷ রবিবার বসন্তপুরা মেইন রোডে অভিনেতার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে 48 বছর বয়সি এক মহিলার ৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন নিহত মহিলার স্বামী (58) ৷ ঘটনাটি সামনে আসার পরেই অভিনেতাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম প্রেমা এস ও স্বামীর নাম কৃষ্ণা বি ৷ জানা গিয়েছে, রবিবার এই দম্পতি ফুটপাথ ধরে হাঁটছিলেন ৷ সেই সময়ে দ্রুত গতিতে অভিযুক্ত অভিনেতা উত্তরহল্লি থেকে কোনানকুন্তের দিকে যাচ্ছিলেন ৷ আচমকাই অভিনেতার গাড়ি ওই দম্পতিকে সজোরে ধাক্কা মারে ৷ তারপর গাড়িটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে ৷ অভিনেতার বিরুদ্ধে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগ দায়ের হয়েছে ৷ গুরুতর আহত অবস্থায় দম্পতিকে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে গুরুতর আহত হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় প্রেমার ৷ অন্যদিকে, মৃতার স্বামী কৃষ্ণাকে এই মুহূর্তে রাখা হয়েছে আইসিইউ'তে ৷ জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে যখন ওই দম্পতি সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছিলেন ৷ দুর্ঘটনাটি ঘটে শহরের কুমারস্বামী লেআউট ট্রাফিক পুলিশের আওতায় ঘটে ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা ৷ তারপরেই অভিযুক্ত নাগভূষণকে আটক করে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ইতিমধ্যেই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে ৷ তদন্তের স্বার্থে অভিনেতার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, অভিনেতার অ্যালকোমিটার টেস্ট করা হয়েছে, তিনি গাড়ি চালানোর সময় মদ্যপান করেছিলেন কি না, তা দেখার জন্য ৷ তবে সেই পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে ৷ অভিযুক্ত নাগভূষণ জানিয়েছেন, তিনি রাস্তার মাঝখানে এসে পড়া একটি বাছুরকে বাঁচাতে গিয়ে বাঁক নেওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে ৷

আরও পড়ুন: রূপোলি পর্দায় 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমান, প্রকাশ্যে ট্রেলার

উল্লেখ্য, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত অভিনেতা নাগভূষণ ৷ বিশেষ করে তাঁর কমেডি জনপ্রিয় দর্শক দরবারে ৷ 2016 সালে 'বদমাশ' ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন সিনেমা জগতে ৷ কমিক প্ল্যাটফর্ম কর্ণাটক এন্টারটেইনমেন্ট বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে সোশাল প্ল্যাটফর্মে জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেতা ৷ তারপর থেকেই কৌতুকাভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি ৷ 'ইক্কত' ছবির মধ্য দিয়ে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন ৷ এছাড়া কন্নড়-তেলুগু ওয়েব সিরিজ 'হানিমুন'-এ অভিনয় করেছেন অভিনেতা নাগভূষণ ৷

হায়দরাবাদ, 1 অক্টোবর: ফের হিট অ্যান্ড ডেথ কেস ৷ এবার এই দোষে পুলিশের হাতে আটক হলেন কন্নড় অভিনেতা নাগভূষণ এসএস ৷ রবিবার বসন্তপুরা মেইন রোডে অভিনেতার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে 48 বছর বয়সি এক মহিলার ৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন নিহত মহিলার স্বামী (58) ৷ ঘটনাটি সামনে আসার পরেই অভিনেতাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম প্রেমা এস ও স্বামীর নাম কৃষ্ণা বি ৷ জানা গিয়েছে, রবিবার এই দম্পতি ফুটপাথ ধরে হাঁটছিলেন ৷ সেই সময়ে দ্রুত গতিতে অভিযুক্ত অভিনেতা উত্তরহল্লি থেকে কোনানকুন্তের দিকে যাচ্ছিলেন ৷ আচমকাই অভিনেতার গাড়ি ওই দম্পতিকে সজোরে ধাক্কা মারে ৷ তারপর গাড়িটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে ৷ অভিনেতার বিরুদ্ধে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগ দায়ের হয়েছে ৷ গুরুতর আহত অবস্থায় দম্পতিকে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে গুরুতর আহত হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় প্রেমার ৷ অন্যদিকে, মৃতার স্বামী কৃষ্ণাকে এই মুহূর্তে রাখা হয়েছে আইসিইউ'তে ৷ জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে যখন ওই দম্পতি সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছিলেন ৷ দুর্ঘটনাটি ঘটে শহরের কুমারস্বামী লেআউট ট্রাফিক পুলিশের আওতায় ঘটে ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা ৷ তারপরেই অভিযুক্ত নাগভূষণকে আটক করে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ইতিমধ্যেই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে ৷ তদন্তের স্বার্থে অভিনেতার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, অভিনেতার অ্যালকোমিটার টেস্ট করা হয়েছে, তিনি গাড়ি চালানোর সময় মদ্যপান করেছিলেন কি না, তা দেখার জন্য ৷ তবে সেই পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে ৷ অভিযুক্ত নাগভূষণ জানিয়েছেন, তিনি রাস্তার মাঝখানে এসে পড়া একটি বাছুরকে বাঁচাতে গিয়ে বাঁক নেওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে ৷

আরও পড়ুন: রূপোলি পর্দায় 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমান, প্রকাশ্যে ট্রেলার

উল্লেখ্য, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত অভিনেতা নাগভূষণ ৷ বিশেষ করে তাঁর কমেডি জনপ্রিয় দর্শক দরবারে ৷ 2016 সালে 'বদমাশ' ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন সিনেমা জগতে ৷ কমিক প্ল্যাটফর্ম কর্ণাটক এন্টারটেইনমেন্ট বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে সোশাল প্ল্যাটফর্মে জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেতা ৷ তারপর থেকেই কৌতুকাভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি ৷ 'ইক্কত' ছবির মধ্য দিয়ে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন ৷ এছাড়া কন্নড়-তেলুগু ওয়েব সিরিজ 'হানিমুন'-এ অভিনয় করেছেন অভিনেতা নাগভূষণ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.