শিমলা, 5 নভেম্বর: আসন্ন লোকসভা নির্বাচনে আরও এক সিনে তারকাকে এনে চমক দিতে চলেছে বিজেপি ? রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নাম ৷ গুজরাতের দ্বারকায় তিনি নিজেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন ।
তীক্ষ্ণ বক্তব্যের জন্য পরিচিত কঙ্গনা: কঙ্গনা রানাওয়াত হিমাচলপ্রদেশের মান্ডি এবং হামিরপুর জেলার সীমানায় ভাম্বলার বাসিন্দা । বলিউডের কুইন হিসেবে পরিচিত কঙ্গনা বরাবরাই নিজের ঠোঁটকাটা ভাবমূর্তি তুলে ধরেছেন ৷ রাজনীতি ও অন্যান্য ইস্যুতে তিনি তীক্ষ্ণ বক্তব্যে বিদ্ধ করেছেন অনেককেই ৷ এর আগেও মান্ডি আসন থেকে কঙ্গনা লোকসভা নির্বাচনে লড়বেন বলে জল্পনা চলেছে । সম্প্রতি গুজরাতের দ্বারকায় দাঁড়িয়ে নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি । দ্বারকায় কঙ্গনা বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ চাইলে তিনি অবশ্যই নির্বাচনে লড়বেন ।
-
कुछ दिनों से हृदय बहुत व्याकुल था, ऐसा मन हुआ कि द्वारिकाधीश के दर्शन करूँ, श्री कृष्ण की इस दिव्य नगरी द्वारिका में आते ही, यहाँ की धूल मात्र के दर्शन से ऐसा लगा कि मेरी सारी चिन्तायें टूट कर मेरे कदमों में गिर गई हों।
— Kangana Ranaut (@KanganaTeam) November 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
मेरा मन स्थिर हो गया और अनंत आनंद की अनुभूति हुई।
हे… pic.twitter.com/MUOy9KmyTI
">कुछ दिनों से हृदय बहुत व्याकुल था, ऐसा मन हुआ कि द्वारिकाधीश के दर्शन करूँ, श्री कृष्ण की इस दिव्य नगरी द्वारिका में आते ही, यहाँ की धूल मात्र के दर्शन से ऐसा लगा कि मेरी सारी चिन्तायें टूट कर मेरे कदमों में गिर गई हों।
— Kangana Ranaut (@KanganaTeam) November 2, 2023
मेरा मन स्थिर हो गया और अनंत आनंद की अनुभूति हुई।
हे… pic.twitter.com/MUOy9KmyTIकुछ दिनों से हृदय बहुत व्याकुल था, ऐसा मन हुआ कि द्वारिकाधीश के दर्शन करूँ, श्री कृष्ण की इस दिव्य नगरी द्वारिका में आते ही, यहाँ की धूल मात्र के दर्शन से ऐसा लगा कि मेरी सारी चिन्तायें टूट कर मेरे कदमों में गिर गई हों।
— Kangana Ranaut (@KanganaTeam) November 2, 2023
मेरा मन स्थिर हो गया और अनंत आनंद की अनुभूति हुई।
हे… pic.twitter.com/MUOy9KmyTI
কঙ্গনা মান্ডি থেকে নির্বাচনে লড়লে সমীকরণ কী হবে: কঙ্গনা রানাওয়াত মান্ডি লোকসভা আসন থেকে নির্বাচনে লড়লে বিজেপিতে নানা সমীকরণের অদল বদল হতে পারে । বর্তমানে মান্ডি থেকে জয়রাম ঠাকুরকে মাঠে নামানোর জল্পনা চলছে । বিজেপিতে জয়রাম ঠাকুরের থেকে শক্তিশালী প্রার্থী কম থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে খুব একটা আগ্রহী নন তিনি । তিনি রাজ্য রাজনীতিতে থাকতে চান, তবে দলীয় হাইকমান্ডের নির্দেশের পর তাঁর আর কোনও উপায় থাকবে না । বর্তমানে বিজেপি বিধায়করা মান্ডিতে দশটি বিধানসভা আসনের মধ্যে নয়টিতে জয়ী হয়েছেন । অবশ্যই, প্রতিভা সিং বর্তমানে মান্ডি লোকসভা আসনের সাংসদ, তবে এখানে কংগ্রেসের থেকে বিজেপির প্রভাব বেশি ।
আরও পড়ুন: ঝলকেই অনেকটা এগিয়ে, শেষ হাসি হাসবে কে প্রভাসের 'সালার' নাকি শাহরুখের 'ডাঙ্কি' ?
তরুণ ভোটারদের পছন্দ হয়ে উঠতে পারেন কঙ্গনা: রামস্বরূপ শর্মার আকস্মিক মৃত্যুর পর মান্ডি আসনে উপনির্বাচন হয়েছিল । সেই ভোটে প্রতিভা সিং বিজেপির ব্রিগেডিয়ার খুশল ঠাকুরকে পরাজিত করেছিলেন । জয়ের ব্যবধান বেশি না হলেও এই আসনটি যায় কংগ্রেসের হাতে । এখন রাজ্যেও কংগ্রেস ক্ষমতায় । এমন পরিস্থিতিতে কংগ্রেস এই আসনে জয়ী হতে কোনও কসুর বাকি রাখবে না । এখন কঙ্গনা যদি বিজেপির থেকে সুযোগ পান, তাহলে শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজনৈতিক সমীকরণও বদলে যাবে । সেখানে কঙ্গনার সঙ্গে বলিউডের মশলা ও ক্রেজ থাকবে । তরুণ ভোটাররা কঙ্গনার প্রতি আকৃষ্ট হতে পারেন, তবে দলের নিবেদিত কর্মীরা চাইবেন যে নেতা নিরন্তর এবং কঠোর পরিশ্রম করেছেন মাঠে তাঁকে অগ্রাধিকারের ভিত্তিতে টিকিটের জন্য বিবেচনা করা উচিত । কঙ্গনা টিকিট পেলে কংগ্রেসকেও নতুন করে কৌশল তৈরি করতে হবে।
জয়রাম ঠাকুরের জন্য এটা আনন্দের বিষয়: বিরোধী দলের নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের জন্য, কঙ্গনার টিকিট পাওয়ার বিষয়টি স্বস্তির বিষয় হবে । তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে রক্ষা পাবে । তাহলে তাঁরা রাজ্যের রাজনীতিতে পূর্ণ মনোযোগ দিতে পারবে ।