ETV Bharat / entertainment

Kangana donated to Relief Fund: বিধ্বস্ত হিমাচলের পাশে কঙ্গনা, বাড়িয়ে দিলেন সাহায্যের হাত - দুর্যোগ ত্রাণ তহবিল

বন্যাবিধ্বস্ত হিমাচল প্রদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ দুর্যোগ ত্রান তহবিলে কঙ্গনা অনুদান দিলেন 5 লাখ টাকা ৷ সোশাল মিডিয়ায় এই তথ্য নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী ৷

Etv Bharat
বিধ্বস্ত হিমাচলের পাশে কঙ্গনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 5:20 PM IST

মান্ডি (হিমাচল প্রদেশ), 6 অক্টোবর: বিপর্যস্ত হিমাচল প্রদেশ ৷ টানা বৃষ্টির জেরে একাধিক এলাকা ধস কবলিত ৷ জলের তোড়ে ভেসে গিয়েছে ঘর-বাড়ি-সহ আরও অনেক কিছু ৷ হিমাচলের পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে ৷ আর্থিক ক্ষতি সামলে এগোনোটা বড় কঠিন ৷ তাই সরকার তথা রাজ্যবাসীর দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউড তারকারাও ৷ আমির খানের পর এবার বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত হিমাচল দুর্গত মানুষেদের পাশে দাঁড়ালেন ৷ দুর্যোগ ত্রান তহবিলে কঙ্গনা দান করলেন 5 লাখ টাকা ৷ সোশাল মিডিয়ায় এই তথ্য নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী ৷ পাশাপাশি, দুর্যোগ ত্রাণ তহবিল নিয়েও রাজ্য সরকারকে কোণঠাসা করেছেন কঙ্গনা।

অভিনেত্রী সোশাল মিডিয়ায় লেখেন, "বন্যা বিপর্যস্ত হিমাচলের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি ৷ কিন্তু হিমাচল সরকার দুর্যোগ তহবিল পরিচালনা করতেও সক্ষম নয়। সত্যিই খুব লজ্জার বিষয় ৷ সারাদিনে 50 থেকে 60 বার চেষ্টা করার পর কিছু টাকা ডোনেট হয়েছে ৷" এরপর পোস্টে, কঙ্গনা রানাওয়াত সিএর সঙ্গে চ্যাটের স্ক্রিনশট এবং দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়া অর্থের রসিদও শেয়ার করেছেন। আড্ডায় সিএ লিখেছেন, "পোর্টালে সমস্যা হচ্ছে ৷ 10 লাখ টাকা নেওয়া যাচ্ছে না ৷ পাঁচ লাখ টাকা ডোনেশনের জন্য নেওয়া সম্ভব হয়েছে ৷"

  • Trying to donate for Himachal floods disaster but the government there can’t even run a aapada rahat kosh properly, such a shame, after trying whole day more than 50-60 times could only donate some amount #himachalfloods pic.twitter.com/JtcdNJhF04

    — Kangana Ranaut (@KanganaTeam) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোশাল প্ল্যাটফর্মে এই পোস্ট আসার পর নেটিজেনরা একাধিক মন্তব্য করেছেন ৷ কেউ কঙ্গনাকে হিমাচলে এসে অনুদান করার পরামর্শ দিয়েছেন আবার কেউ এই পরিস্থিতিতে সরকারের সমালোচনা না করার জন্য অনুরোধ জানিয়েছেন ৷ আবার কেউ কঙ্গনার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন ৷ মূলত, হিমাচলের মান্ডি জেলার ভাম্বলার বাসিন্দা অভিনেত্রী ৷ তিনি মানালিতে একটি বাংলো বাড়িও তৈরি করেছেন ৷ হিমাচলে এলে মানালির এই বাংলো বাড়িতে প্রায়শই সময় কাটান কঙ্গনা রানাওয়াত ৷

আরও পড়ুন: দোনো ছবির প্রিমিয়ারে চাঁদের হাট, 3 স্টার কিডকে শুভেচ্ছা সলমনের

অন্যদিকে, অতীতে বেশ কয়েকটি ছবি বক্সঅফিস মুখ থুবড়ে পরার পর নতুন করে লড়াই করতে প্রস্তুত বলিউড 'কুইন' ৷ ইতিমধ্যেই 'চন্দ্রমুখী 2' প্রশংসিত হয়েছে দর্শক দরবারে ৷ কঙ্গনার অভিনয়ের প্রশংসা করেছেন সকলেই ৷ অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনার পরবর্তী ছবি 'তেজস' ৷ সেই ছবির টিজারও সোশাল মিডিয়ায় সাড়া ফেলেছে ৷

মান্ডি (হিমাচল প্রদেশ), 6 অক্টোবর: বিপর্যস্ত হিমাচল প্রদেশ ৷ টানা বৃষ্টির জেরে একাধিক এলাকা ধস কবলিত ৷ জলের তোড়ে ভেসে গিয়েছে ঘর-বাড়ি-সহ আরও অনেক কিছু ৷ হিমাচলের পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে ৷ আর্থিক ক্ষতি সামলে এগোনোটা বড় কঠিন ৷ তাই সরকার তথা রাজ্যবাসীর দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউড তারকারাও ৷ আমির খানের পর এবার বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত হিমাচল দুর্গত মানুষেদের পাশে দাঁড়ালেন ৷ দুর্যোগ ত্রান তহবিলে কঙ্গনা দান করলেন 5 লাখ টাকা ৷ সোশাল মিডিয়ায় এই তথ্য নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী ৷ পাশাপাশি, দুর্যোগ ত্রাণ তহবিল নিয়েও রাজ্য সরকারকে কোণঠাসা করেছেন কঙ্গনা।

অভিনেত্রী সোশাল মিডিয়ায় লেখেন, "বন্যা বিপর্যস্ত হিমাচলের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি ৷ কিন্তু হিমাচল সরকার দুর্যোগ তহবিল পরিচালনা করতেও সক্ষম নয়। সত্যিই খুব লজ্জার বিষয় ৷ সারাদিনে 50 থেকে 60 বার চেষ্টা করার পর কিছু টাকা ডোনেট হয়েছে ৷" এরপর পোস্টে, কঙ্গনা রানাওয়াত সিএর সঙ্গে চ্যাটের স্ক্রিনশট এবং দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়া অর্থের রসিদও শেয়ার করেছেন। আড্ডায় সিএ লিখেছেন, "পোর্টালে সমস্যা হচ্ছে ৷ 10 লাখ টাকা নেওয়া যাচ্ছে না ৷ পাঁচ লাখ টাকা ডোনেশনের জন্য নেওয়া সম্ভব হয়েছে ৷"

  • Trying to donate for Himachal floods disaster but the government there can’t even run a aapada rahat kosh properly, such a shame, after trying whole day more than 50-60 times could only donate some amount #himachalfloods pic.twitter.com/JtcdNJhF04

    — Kangana Ranaut (@KanganaTeam) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোশাল প্ল্যাটফর্মে এই পোস্ট আসার পর নেটিজেনরা একাধিক মন্তব্য করেছেন ৷ কেউ কঙ্গনাকে হিমাচলে এসে অনুদান করার পরামর্শ দিয়েছেন আবার কেউ এই পরিস্থিতিতে সরকারের সমালোচনা না করার জন্য অনুরোধ জানিয়েছেন ৷ আবার কেউ কঙ্গনার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন ৷ মূলত, হিমাচলের মান্ডি জেলার ভাম্বলার বাসিন্দা অভিনেত্রী ৷ তিনি মানালিতে একটি বাংলো বাড়িও তৈরি করেছেন ৷ হিমাচলে এলে মানালির এই বাংলো বাড়িতে প্রায়শই সময় কাটান কঙ্গনা রানাওয়াত ৷

আরও পড়ুন: দোনো ছবির প্রিমিয়ারে চাঁদের হাট, 3 স্টার কিডকে শুভেচ্ছা সলমনের

অন্যদিকে, অতীতে বেশ কয়েকটি ছবি বক্সঅফিস মুখ থুবড়ে পরার পর নতুন করে লড়াই করতে প্রস্তুত বলিউড 'কুইন' ৷ ইতিমধ্যেই 'চন্দ্রমুখী 2' প্রশংসিত হয়েছে দর্শক দরবারে ৷ কঙ্গনার অভিনয়ের প্রশংসা করেছেন সকলেই ৷ অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনার পরবর্তী ছবি 'তেজস' ৷ সেই ছবির টিজারও সোশাল মিডিয়ায় সাড়া ফেলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.