ETV Bharat / entertainment

Jeetu Kamal New Film: 'সব ভুয়ো খবর, শুটিং শেষ', 'অরণ্যের দিনরাত্রি' নিয়ে তৈরি বিতর্কে মুখ খুললেন জিতু - অরণ্যের দিনরাত্রি ছবির বিতর্কে মুখ খুললেন জিতু

জিতু কমলের নতুন ছবি 'অরণ্যের দিনরাত্রি' নিয়ে চলেছে গোলমাল ৷ হতে চলেছে নায়িকা বদল ৷ এসব নানা বিতর্ক ছড়িয়েছিল সংবাদমাধ্যমে ৷ এবার তারই উত্তর দিলেন জিতু ৷

Jeetu Kamal New Film
অরণ্যের দিনরাত্রি ছবি বিতর্কে মুখ খুললেন জিতু
author img

By

Published : Aug 8, 2023, 9:26 PM IST

কলকাতা, 8 অগস্ট: কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে এখন চর্চায় রয়েছেন জিতু কমল ৷ স্ত্রী নবনীতা দাসের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির কথা অনুরাগীদের অজানা নয় ৷ এরই মাঝে মঙ্গলবার কমলেশ্বর মুখোপাধ্যায় শেয়ার করলেন 'আমি আমার মতো' ছবির শুটিংয়ের কিছু দৃশ্য ৷ ছবির শুটিং হয়েছে লন্ডনে ৷ জিতু, শ্রাবন্তী, রজতাভদের নিয়ে তৈরি এই ছবি নিয়ে এখন আলোচনা যথেষ্ট ৷ সম্প্রতি 'একটু সরে বসুন' ছবির কাজও শেষ করেছেন কমলেশ্বর ৷ তারপরই শুরু হয়েছে 'আমি আমার মতো'র কাজও ৷ খবর অনুযায়ী সেই ছবির লন্ডনের শুটিংও নাকি শেষ ৷

জিতুর এই ছবির কাজ ঠিকঠাক গতিতে চললেও খবর অনুযায়ী, জিতুর আরও একটি ছবির অবস্থা নাকি একেবারে টালমাটাল ৷ পরিচালক অরুণ রায়ের হাত ধরে আসবে জিতুর নতুন ছবি 'অরণ্যের দিনরাত্রি' ৷ সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর উপন্যাস নিয়ে এই ছবি তৈরির কথা সামনে এসেছে আগেই ৷ এর আগেও এই উপন্যাসকে চলচ্চিত্রায়িত করেছিলেন সত্যজিৎ রায় ৷ আরও একবার সেই গল্পকেই রূপোলি পর্দায় আনার চেষ্টা করছেন অরুণ রায় ৷ ইতিমধ্যেই সামনে এসেছে ছবির পোস্টার ৷ পুজোতেই মুক্তি পাওয়ার কথা এই ছবির ৷

কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, এই ছবির কাজ নিয়ে নাকি তৈরি হয়েছে গোলমাল ৷ কিঞ্জল নন্দ, জিতু কমলরা অনেকেই নাকি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷ কেউ আবার বলছেন ইতিমধ্যেই নাকি ঘটে গিয়েছে নায়িকা বদল ৷ ইটিভি ভারতের তরফে পুরো বিষয়টি জানার জন্য পরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল ৷ কিন্তু তাঁর ফোনটি বেজে যায় ৷

আরও পড়ুন: আসছে ফারহানের 'ডন 3', শাহরুখের বদলে এবার রণবীরকে চাইছে নেটিজেনরা

অন্য়দিকে জিতুর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলাম আমরা ৷ তিনি অবশ্য বলেন, "আমার এই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে ৷ কোনও জল্পনা নেই ৷ পুরোটাই আদতে ভুয়ো খবর ৷ ঝাড়খণ্ডে শুটিং হয়েছে ৷ সময় মতোই মুক্তি পেতে চলেছে অরণ্যের দিনরাত্রি ৷" তিনি এও জানান, ছবির অন্য অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গেও তাঁর কথা হয়েছে ৷ এই ঘটনা শুনে তিনিও হতবাক ৷

কলকাতা, 8 অগস্ট: কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে এখন চর্চায় রয়েছেন জিতু কমল ৷ স্ত্রী নবনীতা দাসের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির কথা অনুরাগীদের অজানা নয় ৷ এরই মাঝে মঙ্গলবার কমলেশ্বর মুখোপাধ্যায় শেয়ার করলেন 'আমি আমার মতো' ছবির শুটিংয়ের কিছু দৃশ্য ৷ ছবির শুটিং হয়েছে লন্ডনে ৷ জিতু, শ্রাবন্তী, রজতাভদের নিয়ে তৈরি এই ছবি নিয়ে এখন আলোচনা যথেষ্ট ৷ সম্প্রতি 'একটু সরে বসুন' ছবির কাজও শেষ করেছেন কমলেশ্বর ৷ তারপরই শুরু হয়েছে 'আমি আমার মতো'র কাজও ৷ খবর অনুযায়ী সেই ছবির লন্ডনের শুটিংও নাকি শেষ ৷

জিতুর এই ছবির কাজ ঠিকঠাক গতিতে চললেও খবর অনুযায়ী, জিতুর আরও একটি ছবির অবস্থা নাকি একেবারে টালমাটাল ৷ পরিচালক অরুণ রায়ের হাত ধরে আসবে জিতুর নতুন ছবি 'অরণ্যের দিনরাত্রি' ৷ সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর উপন্যাস নিয়ে এই ছবি তৈরির কথা সামনে এসেছে আগেই ৷ এর আগেও এই উপন্যাসকে চলচ্চিত্রায়িত করেছিলেন সত্যজিৎ রায় ৷ আরও একবার সেই গল্পকেই রূপোলি পর্দায় আনার চেষ্টা করছেন অরুণ রায় ৷ ইতিমধ্যেই সামনে এসেছে ছবির পোস্টার ৷ পুজোতেই মুক্তি পাওয়ার কথা এই ছবির ৷

কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, এই ছবির কাজ নিয়ে নাকি তৈরি হয়েছে গোলমাল ৷ কিঞ্জল নন্দ, জিতু কমলরা অনেকেই নাকি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷ কেউ আবার বলছেন ইতিমধ্যেই নাকি ঘটে গিয়েছে নায়িকা বদল ৷ ইটিভি ভারতের তরফে পুরো বিষয়টি জানার জন্য পরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল ৷ কিন্তু তাঁর ফোনটি বেজে যায় ৷

আরও পড়ুন: আসছে ফারহানের 'ডন 3', শাহরুখের বদলে এবার রণবীরকে চাইছে নেটিজেনরা

অন্য়দিকে জিতুর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলাম আমরা ৷ তিনি অবশ্য বলেন, "আমার এই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে ৷ কোনও জল্পনা নেই ৷ পুরোটাই আদতে ভুয়ো খবর ৷ ঝাড়খণ্ডে শুটিং হয়েছে ৷ সময় মতোই মুক্তি পেতে চলেছে অরণ্যের দিনরাত্রি ৷" তিনি এও জানান, ছবির অন্য অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গেও তাঁর কথা হয়েছে ৷ এই ঘটনা শুনে তিনিও হতবাক ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.