ETV Bharat / entertainment

Chengiz Hindi Teaser: সলমনের সঙ্গে বিগ ব্যাটেলে জিৎ, মুক্তি পেল চেঙ্গিজ-এর হিন্দি টিজার - মুক্তি পেল চেঙ্গিজ ছবির হিন্দি টিজার

মুক্তি পেল জিতের আসন্ন ছবি 'চেঙ্গিজ'-এর হিন্দি টিজার (Jeet Starrer Chengiz Hindi Teaser Out )। 21 এপ্রিল পর্দায় আসছে এই ছবি ।

Etv Bharat
এবার সলমনের সঙ্গে বক্স অফিস ব্যাটেলে জিৎ
author img

By

Published : Mar 23, 2023, 12:48 PM IST

কলকাতা, 23 মার্চ: প্রথম বংলা ছবি হিসেবে জিতের 'চেঙ্গিজ' হিন্দিতেও মুক্তি পেতে চলেছে, একথা জানা গিয়েছিল আগেই ৷ আগামী ঈদ অর্থাৎ 21 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এই খবরও কয়েকদিন আগেই দিয়েছেন বাঙালি সুপারস্টার ৷ এবার সামনে এল তাঁর এই নতুন ছবির হিন্দি টিজার ৷ বাংলা টিজার মুক্তি পেয়েছে আগেই । আর তা নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত জিতের বাঙালি অনুরাগীরা ৷ আর বৃহস্পতিবার নির্মাতারা শেয়ার করলেন হিন্দি ভাষার টিজারও ৷

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও টিজারটি শেয়ার করেছেন এবং জানিয়েছেন এই ছবির সম্পর্কিত প্রাথমিক সব তথ্য় ৷ জিৎ বিখ্য়াত তাঁর অ্যাকশনধর্মী ছবির জন্যই ৷ যদিও শেষ ছবি 'রাবণ' তেমন সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে । তবে এবার তিনি কামব্যাক করছেন 'চেঙ্গিজ' ছবির হাত ধরে ৷ কিন্তু পিচ যে কঠিন এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বাংলায় এই ছবি মুক্তি ঠিক সাতদিন আগেই মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের 'শেষপাতা' এবং অনির্বাণের একেন সিরিজের নতুন ছবি 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' ৷ তাই এদের সঙ্গে লড়াইয়ে নামতে হবে নায়ককে ৷

অন্যদিকে হিন্দিতেও যে লড়াইটা সহজ হবে তা নয় ৷ কারণ একইদিনে মুক্তি পেতে চলেছে ভাইজানের ছবি 'কিসি কা ভাই কিসি কা জান' ৷ এই ছবির জন্য়ও অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভাইজানের ভক্তরা ৷ টিজার দেখে তো মনে হয়েছে দুরন্ত অ্য়াকশন এবং রোম্যান্সের কমপ্লিট কম্বো প্যাক নিয়ে হাজির হতে চলেছেন অভিনেতা।
অন্যদিকে, জিতের এই নতুন ছবিতেও অ্যাকশনের যে কমতি থাকবে না তার আভাস মিলেছে ট্রেলারেই । ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে চলেছেন রোহিত বসু রায় এবং সুস্মিতা চট্টোপাধ্যায় । ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজেশ গঙ্গোপাধ্য়ায় । ছবির কাহিনি লিখেছেন নীরজ পাণ্ডে এবং পরিচালক স্বয়ং । অরুণ জুমনানি, গোপাল মদনানি এবং জিতের নিজের প্রযোজনায় আসতে চলেছে এই ছবি ।

আরও পড়ুন: জুনিয়র এনটিআরের সঙ্গে শ্যুটিং শুরু, উচ্ছ্বসিত শ্রীদেবী কন্যা

কলকাতা, 23 মার্চ: প্রথম বংলা ছবি হিসেবে জিতের 'চেঙ্গিজ' হিন্দিতেও মুক্তি পেতে চলেছে, একথা জানা গিয়েছিল আগেই ৷ আগামী ঈদ অর্থাৎ 21 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এই খবরও কয়েকদিন আগেই দিয়েছেন বাঙালি সুপারস্টার ৷ এবার সামনে এল তাঁর এই নতুন ছবির হিন্দি টিজার ৷ বাংলা টিজার মুক্তি পেয়েছে আগেই । আর তা নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত জিতের বাঙালি অনুরাগীরা ৷ আর বৃহস্পতিবার নির্মাতারা শেয়ার করলেন হিন্দি ভাষার টিজারও ৷

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও টিজারটি শেয়ার করেছেন এবং জানিয়েছেন এই ছবির সম্পর্কিত প্রাথমিক সব তথ্য় ৷ জিৎ বিখ্য়াত তাঁর অ্যাকশনধর্মী ছবির জন্যই ৷ যদিও শেষ ছবি 'রাবণ' তেমন সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে । তবে এবার তিনি কামব্যাক করছেন 'চেঙ্গিজ' ছবির হাত ধরে ৷ কিন্তু পিচ যে কঠিন এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বাংলায় এই ছবি মুক্তি ঠিক সাতদিন আগেই মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের 'শেষপাতা' এবং অনির্বাণের একেন সিরিজের নতুন ছবি 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' ৷ তাই এদের সঙ্গে লড়াইয়ে নামতে হবে নায়ককে ৷

অন্যদিকে হিন্দিতেও যে লড়াইটা সহজ হবে তা নয় ৷ কারণ একইদিনে মুক্তি পেতে চলেছে ভাইজানের ছবি 'কিসি কা ভাই কিসি কা জান' ৷ এই ছবির জন্য়ও অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভাইজানের ভক্তরা ৷ টিজার দেখে তো মনে হয়েছে দুরন্ত অ্য়াকশন এবং রোম্যান্সের কমপ্লিট কম্বো প্যাক নিয়ে হাজির হতে চলেছেন অভিনেতা।
অন্যদিকে, জিতের এই নতুন ছবিতেও অ্যাকশনের যে কমতি থাকবে না তার আভাস মিলেছে ট্রেলারেই । ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে চলেছেন রোহিত বসু রায় এবং সুস্মিতা চট্টোপাধ্যায় । ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজেশ গঙ্গোপাধ্য়ায় । ছবির কাহিনি লিখেছেন নীরজ পাণ্ডে এবং পরিচালক স্বয়ং । অরুণ জুমনানি, গোপাল মদনানি এবং জিতের নিজের প্রযোজনায় আসতে চলেছে এই ছবি ।

আরও পড়ুন: জুনিয়র এনটিআরের সঙ্গে শ্যুটিং শুরু, উচ্ছ্বসিত শ্রীদেবী কন্যা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.