ETV Bharat / entertainment

Jeet New Film Poster: বন্দুক হাতে শত্রু নিধনে তৎপর জিৎ, মুক্তি পেল 'মানুষ' ছবির পোস্টার - রাফ অ্যান্ড টাফ লুকে

মুক্তি পেল জিতের নতুন ছবি 'মানুষ'-এর পোস্টার ৷ ফের একবার তাঁকে দেখা গেল রাফ অ্যান্ড টাফ লুকে ৷ তাঁর নতুন লুক রীতিমতো নজর কাড়ল সকলের ৷ কবে মুক্তি পাচ্ছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই ছবি তাও এদিন জানিয়ে দিয়েছেন নির্মাতারা ৷

Pic Jeet Instagram
মুক্তি পেল জিতের নতুন ছবির পোস্টার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 5:43 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: জিতের নতুন ছবি 'মানুষ' নিয়ে চর্চা চলে আসছে বেশ কিছুদিন থেকেই ৷ বিশেষত 'চেঙ্গিজ' ছবির সাফল্যের পর এই ছবি নিয়ে আগ্রহ তো আরও তুঙ্গে ৷ এরই মাঝে মঙ্গলবার সামনে এল ছবির পোস্টার এবং মুক্তির তারিখ ৷ গণেশ চতুর্থীর দিনেই অনুরাগীদের জন্য তাঁর এই নতুন ছবির পোস্টার নিয়ে হাজির হলেন জিৎ ৷ বিঘ্নহর্তার আশির্বাদে এই ছবিও সাফল্য় পাবে কি না তা বলবে সময় ৷ তবে আপাতত প্রথম লুক দেখে খুশি অনুরাগীরা ৷

পোস্টারে জিতের হাতে রয়েছে বন্দুক ৷ এখানেও তাঁর চুল লম্বা, একমুখ দাড়ি আর চোখ থেকে যেন ঠিকরে বেরোচ্ছে আগুন ৷ জিতের এই চরিত্রটিও যে 'রাফ অ্যান্ড টাফ' হতে চলেছে তারই আভাস মিলেছে এই পোস্টারেই ৷ সাধারণত বাণিজ্যিক ছবিতে মশলাদার অ্যাকশন সিকোয়েন্স আর রোম্যান্স পছন্দ করেন অনুরাগীরা ৷ বিশেষত, 'গদর 2'-এর মতো ছবি যখন বিপুল সাফল্য পায় তখনই বোঝা যায় 'পুরোনো চাল ভাতে বাড়ে' ৷ বর্তমানে সুপারহিট ছবি বানানোর ওল্ড স্কুল ফর্মুলা থেকে কিছুটা সরে এসেছেন বাংলার নির্মাতারা ৷ কিন্তু তাতে বাজার যে আরও ছোট হচ্ছে তা বলাই বাহুল্য় ৷

সেক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম জিৎ ৷ তিনিও একটু বদলেছেন নিজেকে তবে বাণিজ্যিক ছবির ঘরানা থেকে কখনও সরে আসেনি ৷ আর তাঁর 'মানুষ: ডেস্টনিজ চাইল্ড' ছবির পোস্টার থেকেও এই একই আভাস মিলল ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় সমাদ্দার ৷ গল্পও লিখেছেন তিনিই ৷ আর ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন জিৎ নিজেই ৷ জিতের সঙ্গে এই দায়িত্ব সামলাবেন গোপাল মদনানি ও অমিত জুমরানিও ৷

আরও পড়ুন: সৌভিকের নতুন ছবিতে সঙ্গী রোহন সংযুক্তা, গণেশ চতুর্থীতেই শুরু হল শুটিং

ছবিতে জিতের সঙ্গেই রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, জিতু কমল, সৌরভ চক্রবর্তী, বিদ্যা সিনহা সাহার মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ পোস্টারেই জানানো হয়েছে আগামী 24 নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ অন্যদিকে জিতের হাতে এই মুহূর্তে রয়েছে 'বুমেরাং' ছবির কাজও ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধবেন রুক্মিণী মৈত্রর সঙ্গে ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: জিতের নতুন ছবি 'মানুষ' নিয়ে চর্চা চলে আসছে বেশ কিছুদিন থেকেই ৷ বিশেষত 'চেঙ্গিজ' ছবির সাফল্যের পর এই ছবি নিয়ে আগ্রহ তো আরও তুঙ্গে ৷ এরই মাঝে মঙ্গলবার সামনে এল ছবির পোস্টার এবং মুক্তির তারিখ ৷ গণেশ চতুর্থীর দিনেই অনুরাগীদের জন্য তাঁর এই নতুন ছবির পোস্টার নিয়ে হাজির হলেন জিৎ ৷ বিঘ্নহর্তার আশির্বাদে এই ছবিও সাফল্য় পাবে কি না তা বলবে সময় ৷ তবে আপাতত প্রথম লুক দেখে খুশি অনুরাগীরা ৷

পোস্টারে জিতের হাতে রয়েছে বন্দুক ৷ এখানেও তাঁর চুল লম্বা, একমুখ দাড়ি আর চোখ থেকে যেন ঠিকরে বেরোচ্ছে আগুন ৷ জিতের এই চরিত্রটিও যে 'রাফ অ্যান্ড টাফ' হতে চলেছে তারই আভাস মিলেছে এই পোস্টারেই ৷ সাধারণত বাণিজ্যিক ছবিতে মশলাদার অ্যাকশন সিকোয়েন্স আর রোম্যান্স পছন্দ করেন অনুরাগীরা ৷ বিশেষত, 'গদর 2'-এর মতো ছবি যখন বিপুল সাফল্য পায় তখনই বোঝা যায় 'পুরোনো চাল ভাতে বাড়ে' ৷ বর্তমানে সুপারহিট ছবি বানানোর ওল্ড স্কুল ফর্মুলা থেকে কিছুটা সরে এসেছেন বাংলার নির্মাতারা ৷ কিন্তু তাতে বাজার যে আরও ছোট হচ্ছে তা বলাই বাহুল্য় ৷

সেক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম জিৎ ৷ তিনিও একটু বদলেছেন নিজেকে তবে বাণিজ্যিক ছবির ঘরানা থেকে কখনও সরে আসেনি ৷ আর তাঁর 'মানুষ: ডেস্টনিজ চাইল্ড' ছবির পোস্টার থেকেও এই একই আভাস মিলল ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় সমাদ্দার ৷ গল্পও লিখেছেন তিনিই ৷ আর ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন জিৎ নিজেই ৷ জিতের সঙ্গে এই দায়িত্ব সামলাবেন গোপাল মদনানি ও অমিত জুমরানিও ৷

আরও পড়ুন: সৌভিকের নতুন ছবিতে সঙ্গী রোহন সংযুক্তা, গণেশ চতুর্থীতেই শুরু হল শুটিং

ছবিতে জিতের সঙ্গেই রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, জিতু কমল, সৌরভ চক্রবর্তী, বিদ্যা সিনহা সাহার মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ পোস্টারেই জানানো হয়েছে আগামী 24 নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ অন্যদিকে জিতের হাতে এই মুহূর্তে রয়েছে 'বুমেরাং' ছবির কাজও ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধবেন রুক্মিণী মৈত্রর সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.