কলকাতা, 8 অগস্ট: 22 শ্রাবণ। বিশ্বকবির 82তম প্রয়াণ দিবস। 25 বৈশাখের মতো এই দিনেও দিকে দিকে নানা অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। বিশ্বকবিকে গানে, কবিতায় শ্রদ্ধা জানানোর জন্য এই দু'টো দিন অলিখিতভাবেই বরাদ্দ। এই দিনে ব্যস্ত হয়ে পড়েন নামজাদা শিল্পীরাও। নানা জায়গা থেকে তাঁদের ডাক পড়ে। তাঁদের মধ্যে অন্যতম একজন শিল্পী জয়তী চক্রবর্তী।
ইটিভি ভারতের তরফে এই দিনে যোগাযোগ করা হয়েছিল সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর সঙ্গে ৷ কীভাবে স্মরণ করছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে? এই প্রশ্নের জবাবে শিল্পী বলেন, "একইদিনে অনেকগুলো অনুষ্ঠান, এটা আমার কাছে খুব চাপের। তার থেকে একটাই অনুষ্ঠান আমাকে অনেক বেশি কমফোর্ট জোন দেয়। তবে হ্যাঁ, অনেক অনুষ্ঠান একসঙ্গে থাকলে সেটাকে নিজের ব্যস্ততা মনে না-করে তার মধ্য দিয়েই রবিঠাকুরের সঙ্গে থাকা আর ব্যস্ততা মনে হয় না আমার ।"
আজকের প্রজন্মের বহু শিল্পী শুধুই রবীন্দ্রসঙ্গীত গাইছেন। অনেকে বাজনার ব্যবহার করে গানগুলিকে জনপ্রিয় করে তোলার প্রচেষ্টা করছেন। তাঁদের উদ্দেশ্যে শিল্পীর কী বার্তা জানতে চাইলে তিনি বলেন, "আমিও বহু বাজনা ব্যবহার করি। দেখতে হবে সেটা কোন গানে ব্যবহার করা হচ্ছে। সেই গানের জন্য বাজনাটা যথোপযুক্ত কি না, সেটা বুঝতে হবে। আমার মনে হয় সেই বোধটার অভাব রয়েছে আজ। অনেকেই ভালো গাইছেন। এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। আমার মনে হয় দেখনদারির থেকেও রবীন্দ্রনাথকে বোঝাটা বড্ড জরুরি এই প্রজন্মের। রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে হবে। তা হলেই কোন গানে, কোন বাজনা কীভাবে ব্যবহার করা ঠিক হবে তা তাঁরা বুঝতে পারবেন। তা হলেই এই পঁচিশে বৈশাখ কিংবা বাইশে শ্রাবণ উদযাপন সার্থক হবে।"
আরও পড়ুন: 'আমি তোমার বিরহে রহিব বিলীন...', গানে গানেই কবিগুরু স্মরণ মিমির
কবিগুরুর প্রয়াণ দিবসে সামাজিক মাধ্যমে অনেক তারকাই কবিগুরু প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন ৷ কেউ গানে, কেউ কবিতায় শ্রদ্ধা জানিয়েছেন কবিগুরু রবীন্দ্রঠাকুরের প্রতি ৷