মুম্বই, 5 মে: শাহরুখ ফ্যানেরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁর 'জওয়ান' ছবির জন্য ৷ বিশেষত, 'পাঠান'-এর বিপুল সাফল্যের পর এই ছবি নিয়ে চর্চা আরও তুঙ্গে উঠেছে ৷ কিন্তু আরও কিছুদিন 'জওয়ান'-এর জন্য় অপেক্ষা করতেই হবে অনুরাগীদের ৷ কারণ ছবি মুক্তির তারিখ কিছুটা পিছিয়ে দিলেন নির্মাতারা ৷ জানা গিয়েছে জুন মাসে নয় বরং অগস্টে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ পোস্ট প্রোডাকশন এবং কিছু 'ফিনিশিং টাচ' এখনও বাকি রয়েছে বলে খবর ৷
'জওয়ান' ছবির জন্য় শাহরুখ জুটি বেঁধেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে ৷ ছবিতে কিং খানের নায়িকাও হতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ৷ এছাড়াও ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি ও সঞ্জয় দত্ত ৷ এবছর বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে 'পাঠান' ৷ বিশ্ব জুড়ে ব্যবসার নিরিখে প্রায় 1050 কোটি টাকা ঘরে তুলেছে এই ছবি ৷
যদিও এভাবে 'জওয়ান' ছবির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার প্রভাব বক্স অফিসে পড়বে কি না তা বলতে পারবে সময়ই কিন্তু অনেকেই আশাবাদী যে এই ছবিতেও শাহরুখের পারফরম্যান্স ভক্তদের হতাশ করবে না ৷ এই ছবি নিয়ে বিশ্লেষণ করতে গেলে আরেকটি কথাও মাথায় রাখতেই হবে ৷ পরিচালক হিসাবে অ্যাটলি তেমনভাবে ফ্লপ ছবি করেননি ৷ এক্ষেত্রে তাঁর সাফল্যের হার বেশ ভালো ৷ তাঁর শেষ ছবি 'বিগিল'ও সারা বিশ্ব জুড়ে 300 কোটিরও বেশি আয় করতে সক্ষম হয়েছে ৷
একথা ঠিক যে 'জওয়ান'-এর জন্য় 25 অগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের ৷ এই দিনেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে কিং খানের এই অ্যাকশন এন্টারটেইনার ৷ তবে হতাশ হওয়ার বোধহয় খুব কারণ নেই শাহরুখ ফ্যানেদের ৷ শাহরুখের হাতেও এখন আরও কয়েকটি কাজ রয়েছে ৷ একদিকে তিনি ব্যস্ত রয়েছেন তাঁর 'ডাঙ্কি' ছবির শ্য়ুটিং নিয়ে ৷ আর অন্যদিকে তিনি আবার সলমনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন 'টাইগার 3' ছবিতে ৷ সেই ছবির শ্যুটিংও চলেছে পুরো দমে ৷
আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে অনুষ্কা, দীপিকার পর বিশেষ আমন্ত্রণ পেলেন বিরাট পত্নীও