ETV Bharat / entertainment

Jailer Controversy: ছবিতে হত্যাকারীর গায়ে আরসিবির জার্সি, আইনি বিপাকে রজনীকান্তের 'জেলার'

'জেলার' ছবিতে হত্যাকারীকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর জার্সি পড়ানো নিয়ে তৈরি হল বিতর্ক ৷ মামলা গড়ালো আদালত পর্যন্ত ৷

Jailer Controversy
আইনি বিপাকে পড়ল জেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 1:44 PM IST

হায়দরাবাদ, 29 অগস্ট: দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এখন প্রশংসা কুড়োচ্ছেন তাঁর সাম্প্রতিক ছবি 'জেলার'-এর জন্য ৷ তিন সপ্তাহ কাটতে না কাটতেই বিশ্বব্যাপী বক্স অফিসে 600 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি ৷ কিন্তু এবার 'জেলার' ছবিকে পড়তে হল বিতর্কের মুখে ৷ ছবিতে আইপিএল-এর অন্যতম দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর জার্সি পড়া এক ব্যক্তিকে দেখানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ জানা গিয়েছে দিল্লি হাইকোর্টের তরফে এ দৃশ্যটি সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ৷

কী ছিল পুরো বিষয়টি?

আরসিবি’র জার্সি ছবিতে দেখানো নিয়ে হঠাৎ কেন আপত্তি ? জানা গিয়েছে এই জার্সি যার গায়ে ছিল ছবিতে তিনি একজন হত্যাকারী ৷ আর তার জেরেই বেজায় ক্ষুব্ধ টিমের কর্তারা ৷ তাঁদের অভিযোগের ভিত্তিতেই মামলাটি আদালত পর্যন্ত গড়ায় ৷ তাঁদের দাবি, একজন খলনায়ক তাঁদের জার্সি পরে পোশাকটির মর্যাদা হনন করছেন ৷ শুধু তাই নয়, নির্মাতারা এর আগে জার্সি ব্যবহার নিয়ে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করেননি ৷ দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এই দৃশ্যটি ছবি থেকে সরিয়ে ফেলতে হবে নির্মাতাদের ৷ তার জন্য় তাঁদের 28 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে আদালত ৷

  • The Delhi High Court has ordered Rajanikanth's Jailer movie team to remove the scene where the RCB jersey was shown. pic.twitter.com/u9S9k13uci

    — Mufaddal Vohra (@mufaddal_vohra) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'জেলার' ছবিটি পরিচালনা করেছেন নেলসন দীলিপ কুমার ৷ ছবিতে রয়েছেন বলিউডের বিখ্য়াত অভিনেতা জ্যাকি শ্রফও ৷ এছাড়া দেখা গিয়েছে মোহনলালকেও ৷ এই ছবির হাত ধরে বেশ কয়েক বছর পর আবার পর্দায় কামব্যাক করলেন রজনীকান্ত ৷ তাই এবার আগ্রহ আরও বেশি অনুরাগীদের ৷ তারই মাঝে এই বিতর্ক মোটেই কাম্য ছিল না ৷

আরও পড়ুন: 'আবার দেখব', করণের 'রকি অউর রানি'কে প্রশংসায় ভাসালেন হৃতিক

'জেলর' ছবিটি মুক্তি পেয়েছে গত 10 অগস্ট ৷ ইতিমধ্যেই 20 দিন পার হয়ে গিয়েছে ৷ ভারতে এই ছবির আয় দাঁড়িয়েছে 350 কোটি টাকা ৷ আর বিশ্বব্যাপী তো 600 কোটি ছাড়িয়েছে এই ছবির আয় ৷ ছবিটিতে আরও রয়েছেন তমন্না ভাটিয়া, বসন্ত রবি, যোগী বাবু, রম্যা কৃষ্ণান এবং বিনায়কের অভিনেতা-অভিনেত্রীরা ৷

হায়দরাবাদ, 29 অগস্ট: দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এখন প্রশংসা কুড়োচ্ছেন তাঁর সাম্প্রতিক ছবি 'জেলার'-এর জন্য ৷ তিন সপ্তাহ কাটতে না কাটতেই বিশ্বব্যাপী বক্স অফিসে 600 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি ৷ কিন্তু এবার 'জেলার' ছবিকে পড়তে হল বিতর্কের মুখে ৷ ছবিতে আইপিএল-এর অন্যতম দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর জার্সি পড়া এক ব্যক্তিকে দেখানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ জানা গিয়েছে দিল্লি হাইকোর্টের তরফে এ দৃশ্যটি সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ৷

কী ছিল পুরো বিষয়টি?

আরসিবি’র জার্সি ছবিতে দেখানো নিয়ে হঠাৎ কেন আপত্তি ? জানা গিয়েছে এই জার্সি যার গায়ে ছিল ছবিতে তিনি একজন হত্যাকারী ৷ আর তার জেরেই বেজায় ক্ষুব্ধ টিমের কর্তারা ৷ তাঁদের অভিযোগের ভিত্তিতেই মামলাটি আদালত পর্যন্ত গড়ায় ৷ তাঁদের দাবি, একজন খলনায়ক তাঁদের জার্সি পরে পোশাকটির মর্যাদা হনন করছেন ৷ শুধু তাই নয়, নির্মাতারা এর আগে জার্সি ব্যবহার নিয়ে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করেননি ৷ দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এই দৃশ্যটি ছবি থেকে সরিয়ে ফেলতে হবে নির্মাতাদের ৷ তার জন্য় তাঁদের 28 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে আদালত ৷

  • The Delhi High Court has ordered Rajanikanth's Jailer movie team to remove the scene where the RCB jersey was shown. pic.twitter.com/u9S9k13uci

    — Mufaddal Vohra (@mufaddal_vohra) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'জেলার' ছবিটি পরিচালনা করেছেন নেলসন দীলিপ কুমার ৷ ছবিতে রয়েছেন বলিউডের বিখ্য়াত অভিনেতা জ্যাকি শ্রফও ৷ এছাড়া দেখা গিয়েছে মোহনলালকেও ৷ এই ছবির হাত ধরে বেশ কয়েক বছর পর আবার পর্দায় কামব্যাক করলেন রজনীকান্ত ৷ তাই এবার আগ্রহ আরও বেশি অনুরাগীদের ৷ তারই মাঝে এই বিতর্ক মোটেই কাম্য ছিল না ৷

আরও পড়ুন: 'আবার দেখব', করণের 'রকি অউর রানি'কে প্রশংসায় ভাসালেন হৃতিক

'জেলর' ছবিটি মুক্তি পেয়েছে গত 10 অগস্ট ৷ ইতিমধ্যেই 20 দিন পার হয়ে গিয়েছে ৷ ভারতে এই ছবির আয় দাঁড়িয়েছে 350 কোটি টাকা ৷ আর বিশ্বব্যাপী তো 600 কোটি ছাড়িয়েছে এই ছবির আয় ৷ ছবিটিতে আরও রয়েছেন তমন্না ভাটিয়া, বসন্ত রবি, যোগী বাবু, রম্যা কৃষ্ণান এবং বিনায়কের অভিনেতা-অভিনেত্রীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.