ETV Bharat / entertainment

Rajinikanth Starrer Jailer: রজনী-জ্বরে কাবু দাক্ষিণাত্য, 'জেলার' মুক্তির দিন অফিসে-অফিসে ছুটি ঘোষণা তামিলনাড়ুতে - সুপারস্টার রজনীকান্ত

10 অগস্ট মুক্তি পেতে চলেছে সুপারস্টার রজনীকান্ত অভিনীত 'জেলার' ৷ থালাইভার ছবি মুক্তিকে ঘিরে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷ ফলে এই দিন উদযাপনে তামিলনাড়ুতে ছুটি ঘোষণা করল কয়েকটি বেসরকারি কোম্পানি ৷

Etv Bharat
'জেলার' মুক্তির দিন ছুটি ঘোষণা তামিলনাড়ুতে
author img

By

Published : Aug 8, 2023, 7:36 PM IST

হায়দরাবাদ, 8 অগস্ট: দু'বছর পর পর্দায় ফিরেছেন সুপারস্টার রজনীকান্ত ৷ 10 অগস্ট মুক্তি পেতে চলেছেতাঁর বহু প্রতীক্ষীত ছবি 'জেলার' ৷ রজনীকান্তের ছবি মুক্তি পাওয়া মানে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তা উৎসবের থেকে কম কিছু নয় ৷ অন্যথা নয় এক্ষেত্রেও ৷ 'থালাইভা'র নয়া ছবি 'জেলার'-এর মুক্তি উদযাপন করতে ও সুপারস্টারকে সম্মান জানাতে বেসরকারি অফিসগুলিতে ছুটি ঘোষণা করা হল তামিলনাড়ুতে ৷ এই ঘোষণা সামনে আসায় স্বভাবতই খুশি রজনীকান্তপ্রেমীরা ৷

নেলসন দিলীপকুমার পরিচালিত 'জেলার' ছবিতে পাওয়ার প্যাকড অ্যাকশনে ধরা দেবেন রজনীকান্ত ৷ ফলত এই ছবিকে ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা পৌঁছেছে চরম পর্যায় ৷ আর রজনী-অনুরাগীদের সেই উন্মাদনাকে সম্মান জানিয়ে চেন্নাই, মাদুরাই এবং বেঙ্গালুরুর বিভিন্ন বেসরকারি কোম্পানি তাদের কর্মীদের দারুণ সুযোগ করে দিয়েছে ৷ রজনীকান্তের জাদুতে মেতে উঠতে কর্মীদের ছুটি দেওয়ার ঘটনায় অবাক নেটাগরিকরা ৷ ছবি মুক্তির তারিখ যতই ঘনিয়ে আসছে, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ততই বাড়ছে ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় গ্র্যান্ড এই ইভেন্ট উদযাপন করতে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন ৷

চেন্নাই, মাদুরাই এবং বেঙ্গালুরুর বেসরকারি কোম্পানিগুলি আগেই বুঝতে পেরেছিল, 'জেলার' মুক্তির দিন কর্মচারীরা ছুটির দরখাস্ত করবেন ৷ ফলে কাজের গতি কমে আসবে ৷ আর বাস্তবিক হয়েছেও তাই ৷ সে কারণে সবদিক বিবেচনা করেই কোম্পানিগুলি থালাইভার 'জেলার' মুক্তির দিন ছুটি ঘোষণা করেছে ৷ কোম্পানির তরফে এই সিদ্ধান্তে খুশি কর্মচারীরা ৷ অন্যদিকে, এই সিদ্ধান্ত শোরগোল ফেলে দিয়েছে সোশাল মিডিয়ায় ৷ শুধু তাই নয়, ছুটির পাশাপাশি বেশ কিছু কোম্পানি পাইরেসি আটকাতে কর্মচারীদের হাতে তুলে দিয়েছে সিনেমার টিকিটও ৷

Offices Announce holiday for Rajinikanth's film
তামিলনাড়ুতে ছুটি ঘোষণা

আরও পড়ুন: কবে আসছে 'খুশি' ছবির ট্রেলার, সোশাল মিডিয়ায় জানালেন অভিনেতা বিজয়

রজনীকান্ত ছাড়াও অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা মোহন, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, তমান্না ভাটিয়া, রাময়া কৃষ্ণাণ, যোগী বাবু, বসন্ত রবি ও বিনায়াকান ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে মালয়লাম অভিনেতা মোহনলালকে ৷ 2022 সালের ফেব্রুয়ারিতে ঘোষণা হয়েছিল এই ছবির ৷ এটি হতে চলেছে থালাইভা রজনীকান্তের 169তম ছবি ৷

হায়দরাবাদ, 8 অগস্ট: দু'বছর পর পর্দায় ফিরেছেন সুপারস্টার রজনীকান্ত ৷ 10 অগস্ট মুক্তি পেতে চলেছেতাঁর বহু প্রতীক্ষীত ছবি 'জেলার' ৷ রজনীকান্তের ছবি মুক্তি পাওয়া মানে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তা উৎসবের থেকে কম কিছু নয় ৷ অন্যথা নয় এক্ষেত্রেও ৷ 'থালাইভা'র নয়া ছবি 'জেলার'-এর মুক্তি উদযাপন করতে ও সুপারস্টারকে সম্মান জানাতে বেসরকারি অফিসগুলিতে ছুটি ঘোষণা করা হল তামিলনাড়ুতে ৷ এই ঘোষণা সামনে আসায় স্বভাবতই খুশি রজনীকান্তপ্রেমীরা ৷

নেলসন দিলীপকুমার পরিচালিত 'জেলার' ছবিতে পাওয়ার প্যাকড অ্যাকশনে ধরা দেবেন রজনীকান্ত ৷ ফলত এই ছবিকে ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা পৌঁছেছে চরম পর্যায় ৷ আর রজনী-অনুরাগীদের সেই উন্মাদনাকে সম্মান জানিয়ে চেন্নাই, মাদুরাই এবং বেঙ্গালুরুর বিভিন্ন বেসরকারি কোম্পানি তাদের কর্মীদের দারুণ সুযোগ করে দিয়েছে ৷ রজনীকান্তের জাদুতে মেতে উঠতে কর্মীদের ছুটি দেওয়ার ঘটনায় অবাক নেটাগরিকরা ৷ ছবি মুক্তির তারিখ যতই ঘনিয়ে আসছে, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ততই বাড়ছে ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় গ্র্যান্ড এই ইভেন্ট উদযাপন করতে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন ৷

চেন্নাই, মাদুরাই এবং বেঙ্গালুরুর বেসরকারি কোম্পানিগুলি আগেই বুঝতে পেরেছিল, 'জেলার' মুক্তির দিন কর্মচারীরা ছুটির দরখাস্ত করবেন ৷ ফলে কাজের গতি কমে আসবে ৷ আর বাস্তবিক হয়েছেও তাই ৷ সে কারণে সবদিক বিবেচনা করেই কোম্পানিগুলি থালাইভার 'জেলার' মুক্তির দিন ছুটি ঘোষণা করেছে ৷ কোম্পানির তরফে এই সিদ্ধান্তে খুশি কর্মচারীরা ৷ অন্যদিকে, এই সিদ্ধান্ত শোরগোল ফেলে দিয়েছে সোশাল মিডিয়ায় ৷ শুধু তাই নয়, ছুটির পাশাপাশি বেশ কিছু কোম্পানি পাইরেসি আটকাতে কর্মচারীদের হাতে তুলে দিয়েছে সিনেমার টিকিটও ৷

Offices Announce holiday for Rajinikanth's film
তামিলনাড়ুতে ছুটি ঘোষণা

আরও পড়ুন: কবে আসছে 'খুশি' ছবির ট্রেলার, সোশাল মিডিয়ায় জানালেন অভিনেতা বিজয়

রজনীকান্ত ছাড়াও অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা মোহন, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, তমান্না ভাটিয়া, রাময়া কৃষ্ণাণ, যোগী বাবু, বসন্ত রবি ও বিনায়াকান ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে মালয়লাম অভিনেতা মোহনলালকে ৷ 2022 সালের ফেব্রুয়ারিতে ঘোষণা হয়েছিল এই ছবির ৷ এটি হতে চলেছে থালাইভা রজনীকান্তের 169তম ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.