হায়দরাবাদ, 13 অগস্ট: তাঁর বহুল প্রত্যাশিত চলচ্চিত্র জেলর আবারও প্রমাণ করছে যে, এ প্রজন্মের সবচেয়ে বড় তারকাদের মধ্যে অন্যতম রজনীকান্ত ৷ নেলসন দিলীপকুমারের জেলরের মুখ্য ভূমিকায় তাঁর শক্তিশালী অভিনয়ের দৌলতে আপাতত বিশ্বব্যাপী বক্স অফিসে রাজত্ব করছে এই ফিল্ম ৷
দুরন্ত ওপেনিং: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের জেলর বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৷ আর মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি ৷ প্রথম সপ্তাহান্তেই দেশে 100 কোটি টাকা আয় করেছে এই ছবি । ট্রেডিং পোর্টাল স্যাকনিল্ক অনুসারে, ছবিটি তাঁর উদ্বোধনী দিনেই 48.35 কোটি টাকার দুরন্ত আয়ের সাক্ষী থেকেছে । পরবর্তী দিনে যথাক্রমে 25.75 কোটি এবং 35 কোটি টাকা এসেছে ৷ দেশীয় বাজারে বর্তমানে এই ছবির মোট আয়ের পরিমাণ 109.10 কোটি টাকা ।
কে কে আছেন জেলরে: রজনীকান্ত নেলসনের অ্যাকশন ড্রামা জেলরের প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ৷ এই ছবিতে তিনি ছাড়াও আছেন বিনয়কান, তমন্নাহ, শিবরাজকুমার, মোহনলাল, যোগী বাবু, সুনীল এবং জ্যাকি শ্রফ । অগ্রিম বুকিং থেকেই বক্স অফিসে চালিয়ে খেলা শুরু করেছিল এই অ্যাকশন এন্টারটেইনার । দুই বছরের অনুপস্থিতির পর জেলর দিয়েই বড়পর্দায় ফিরলেন রজনীকান্ত আর ফিরেই অপরাজিত সুপারস্টার হিসাবে নিজের অবস্থান পুনরুদ্ধার করেছেন তিনি । অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল আনাত্তেতে ।
আরও পড়ুন: ভক্তদের অকুণ্ঠ প্রশংসায় মুক্তির কয়েকঘণ্টার মধ্যেই ব্লকব্লাস্টার 'জেলার'
রজনী ম্যাজিকে বাজিমাৎ: ছবিটি বিশেষ করে সুপারস্টার অভিনেতার জন্যই তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে । অনেক বাঁক ও মোড় পেরিয়ে নেলসন ছবিকে একটা আলাদা মাত্রা দিয়েছেন এবং রজনীকান্ত তাঁর মনোমুগ্ধকর অন-স্ক্রিন ব্যক্তিত্ব দিয়ে সবার মন জয় করে নিয়েছেন ৷ তাঁর ব্যাকগ্রাউন্ড স্কোরে ফের জাদু দেখিয়েছেন অনিরুধ রবিচন্দর ৷ তাঁর অ্যাকশন-প্যাকড মিউজিক দর্শকদের জন্য উপরি পাওনা ৷
জেলরের রেকর্ড: মুক্তির সঙ্গে সঙ্গেই অসংখ্য রেকর্ড ভেঙে ফেলতে সক্ষম হয়েছে জেলর । রজনীকান্তের ছবিটি প্রথম দিনে বেশ কয়েকটি মাইলফলক স্থাপন করেছে ৷ যার মধ্যে রয়েছে, '2023 সালে তামিলনাড়ুতে সবচেয়ে বড় ওপেনিং,' 'মার্কিন যুক্তরাষ্ট্রে 2023 সালের সবচেয়ে বড় ভারতীয় প্রিমিয়ার' এবং '2023 সালে বিদেশে সবচেয়ে বড় তামিল ওপেনার।'