ETV Bharat / entertainment

Sayantan Ghosal interview: 'ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল', টেনিদা অ্যান্ড কোম্পানি নিয়ে অকপট পরিচালক সায়ন্তন - টেনিদা অ্যান্ড কোম্পানি

মুক্তি পেয়েছে টেনিদা অ্যান্ড কোম্পানি ছবির ট্রেলার ৷ টেনিদা-কে ঘিরে বাঙালির নস্ট্যালজিয়া সই কবে থেকে ! এবার পরিচালক সায়ন্তন ঘোষাল টেনিদা-কে আনতে চলেছেন নতুন মোড়কে ৷ নানান অভিজ্ঞতা শেয়ার করলেন ইটিভি ভারতের সঙ্গে ৷

Etv Bharat
পর্দায় টেনিদা অ্যান্ড কোম্পানি
author img

By

Published : Apr 24, 2023, 9:13 PM IST

Updated : Apr 24, 2023, 9:49 PM IST

কলকাতা, 24 এপ্রিল: চলতি বছরেই মুক্তি পেয়েছিল সোহম চক্রবর্তী ও সায়নী ঘোষ অভিনীত এসএসডি (লাল সুটকেসটা দেখেছেন?)৷ দর্শকমহলে প্রশংসিত হয়েছিল এই ছবি ৷ পরিচালক সায়ন্তন ঘোষাল ও সাসপেন্স-থ্রিলার একে অপরের সঙ্গী ৷ তবে সেই ঘরানা থেকে বেরিয়ে কমেডিতেও এবার হাত পাকাচ্ছেন 'যকের ধন' খ্যাত পরিচালক সায়ন্তন ঘোষাল ৷ অক্ষয় তৃতীয়ার শুভদিনেই তিনি ঘোষণা করেছিলেন, আবারও পর্দায় আসতে চলেছে টেনিদা ৷ সোমবার এসে গিয়েছে 'টেনিদা অ্যান্ড কোম্পানি' ছবির ট্রেলারও ৷ সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের 'ঝাউ বাংলোর রহস্য' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ এই বিষয়ে পরিচালকের কাছে ইটিভি ভারতের তরফ থেকে রাখা হয়েছিল বেশ কিছু প্রশ্ন ৷ তাতে অকপট সায়ন্তন ৷

1978 সালে উমানাথ ভট্টাচার্য পর্দায় পরিচয় করিয়েছিলেন জনপ্রিয় চরিত্র টেনিদার সঙ্গে ৷ সেই চরিত্রে অভিনয় করেছিলেন চিন্ময় রায় ৷ এরপর 2011-তে টেনিদার ভূমিকায় নাম লিখিয়েছিলেন শুভাশিস মুখোপাধ্যায় ৷ তৃতীয়বার টেনিদা'কে নিয়ে আসছেন পরিচালক সায়ন্তন ৷ এর কারণ জানতে চাইলে পরিচালক বলেন, "বাঙালির কাছে টেনিদা এভারগ্রিন ৷ আমার বিশ্বাস যতবার এই গল্পগুলো পর্দায় আসবে ততবার আমরা সিনেমা হলে সপরিবারে ছুটে যাব দেখতে ৷ এই গল্পগুলোর সৌন্দর্য হল যে, এইগুলো আমাদের শৈশবে ফিরিয়ে নিয়ে যায় ৷ একটা আলাদা ইনোসেন্স আছে এই গল্পে ৷ তাছাড়া 'চারমূর্তি' ছবির গল্প অন্য ৷ আমরা 'ঝাউ বাংলোর রহস্য' গল্প অবলম্বনে এই ছবি বানিয়েছি ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বর্তমানে অনেক ছবিই এসেছে সাহিত্য নির্ভর ৷ তবে তা রহস্যকে কেন্দ্র করে ৷ তাহলে কমেডি কেন? এই প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, "সাহিত্য থেকে সিনেমা বানানো আমার কাছে নতুন কিছু নয় ৷ আমার প্রথম ছবি 'যকের ধন' থেকে ব্যোমকেশ, সবই সাহিত্যধর্মী ৷ আর আমার ইচ্ছে ছিল, কমেডি ছবি বানানোর ৷ টেনিদা-র ইউনিকনেস হচ্ছে, যেরকম এই ছবিতে ভরপুর কমেডি আছে, সেইরকমই রহস্য-রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারও আছে ৷ যেটা আমার স্পেশালিটি ৷"

আরও পড়ুন: গরমের ছুটিতে কাঞ্চন-গৌরবদের ধুন্ধুমার, মুক্তি পেল 'টেনিদা অ্যান্ড কোম্পানি'র ট্রেলার

টেনিদার গল্প যাঁরা পড়েছেন, তাঁরা সকলেই জানেন কী পরিমাণ খেতে পছন্দ করতেন তিনি ৷ থরে থরে সাজানো খাবার শেষ করে দিতে পারেন নিমেষে ৷ এহেন দৃশ্যে 'চারমূর্তি'তে চিন্ময় রায় ছিলেন অনবদ্য ৷ বিশেষ করে তাঁর এক্সপ্রেশন ৷ পর্দায় এবারের টেনিদা ওরফে কাঞ্চন মল্লিককে নিয়ে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সায়ন্তন বলেন, "এই সময়ে দাঁড়িয়ে কাঞ্চন মল্লিক ছাড়া আমি টেনিদা কাউকে ভাবতে পারিনি ৷ ওনার অভিনয় ক্ষমতাকে সঠিকভাবে এতদিন ব্যবহার করিনি আমরা ৷ আমার বিশ্বাস, টেনিদার এই ছবি ওনাকে সেই জায়গা দেবে ৷ আর খাওয়ার দৃশ্য শুধু নয়, যাঁরা চারমূর্তির বড় ফ্যান, তাঁরা অনেক নস্ট্যালজিক মোমেন্টসই পাবেন এই ছবিতে ৷"

তৃতীয়বার পর্দায় টেনিদা নতুন কী দেখাবে? পরিচালক সায়ন্তন ঘোষাল বলেন, "এই ছবিতে টেনিদাকে এখনকার সময়ে কল্পনা করেছি আমরা ৷ কিন্তু কোনওভাবেই বইতে পড়া সেই ফ্লেভার থেকে বেরিয়ে আসিনি ৷ পটলডাঙ্গাও আছে, সেই রকও আছে ৷ এখনকার জেনারেশন, যাঁরা এই ছবিটি দেখবেন তাঁদের জন্য তো প্রাসঙ্গিক করতে হবে ! সাহিত্যের এই জেমগুলোকে নতুন জেনেরেশনের কাছে পৌঁছতে গেলে তাঁদের মতো করে পরিবেশন করতে হবে ৷ ছবির মেকিংয়ে সেই আধুনিকের ছোঁয়া আছে, কিন্তু সেই নস্ট্যালজিয়াকে কম্প্রোমাইজ না করে ৷ এটাই আমার ছবির ইউনিকনেস ৷ আট থেকে আশি সকলের জন্য কিছু না কিছু আছে এই ছবিতে ৷ গরমের ছুটিতে সপরিবারে সিনেমা হলে গিয়ে এনজয় করার মতো একটা ছবি বানাতে চেষ্টা করেছি আমরা ৷"

আর ছবির শুটিং লোকেশন প্রসঙ্গে পরিচালক বলেন, " উত্তর কলকাতায় টেনিদার পটলডাঙ্গা পাড়াকে রিক্রেয়েট করা হয়েছিল ৷ তাছাড়া দার্জিলিংয়ে অধিকাংশ ছবির শ্যুটিং হয়েছে ৷" সবমিলিয়ে টেনিদা অ্যান্ড কোম্পানি ওল্ড ওয়াইন ইন আ নিউ বোটল ৷

কলকাতা, 24 এপ্রিল: চলতি বছরেই মুক্তি পেয়েছিল সোহম চক্রবর্তী ও সায়নী ঘোষ অভিনীত এসএসডি (লাল সুটকেসটা দেখেছেন?)৷ দর্শকমহলে প্রশংসিত হয়েছিল এই ছবি ৷ পরিচালক সায়ন্তন ঘোষাল ও সাসপেন্স-থ্রিলার একে অপরের সঙ্গী ৷ তবে সেই ঘরানা থেকে বেরিয়ে কমেডিতেও এবার হাত পাকাচ্ছেন 'যকের ধন' খ্যাত পরিচালক সায়ন্তন ঘোষাল ৷ অক্ষয় তৃতীয়ার শুভদিনেই তিনি ঘোষণা করেছিলেন, আবারও পর্দায় আসতে চলেছে টেনিদা ৷ সোমবার এসে গিয়েছে 'টেনিদা অ্যান্ড কোম্পানি' ছবির ট্রেলারও ৷ সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের 'ঝাউ বাংলোর রহস্য' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ এই বিষয়ে পরিচালকের কাছে ইটিভি ভারতের তরফ থেকে রাখা হয়েছিল বেশ কিছু প্রশ্ন ৷ তাতে অকপট সায়ন্তন ৷

1978 সালে উমানাথ ভট্টাচার্য পর্দায় পরিচয় করিয়েছিলেন জনপ্রিয় চরিত্র টেনিদার সঙ্গে ৷ সেই চরিত্রে অভিনয় করেছিলেন চিন্ময় রায় ৷ এরপর 2011-তে টেনিদার ভূমিকায় নাম লিখিয়েছিলেন শুভাশিস মুখোপাধ্যায় ৷ তৃতীয়বার টেনিদা'কে নিয়ে আসছেন পরিচালক সায়ন্তন ৷ এর কারণ জানতে চাইলে পরিচালক বলেন, "বাঙালির কাছে টেনিদা এভারগ্রিন ৷ আমার বিশ্বাস যতবার এই গল্পগুলো পর্দায় আসবে ততবার আমরা সিনেমা হলে সপরিবারে ছুটে যাব দেখতে ৷ এই গল্পগুলোর সৌন্দর্য হল যে, এইগুলো আমাদের শৈশবে ফিরিয়ে নিয়ে যায় ৷ একটা আলাদা ইনোসেন্স আছে এই গল্পে ৷ তাছাড়া 'চারমূর্তি' ছবির গল্প অন্য ৷ আমরা 'ঝাউ বাংলোর রহস্য' গল্প অবলম্বনে এই ছবি বানিয়েছি ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বর্তমানে অনেক ছবিই এসেছে সাহিত্য নির্ভর ৷ তবে তা রহস্যকে কেন্দ্র করে ৷ তাহলে কমেডি কেন? এই প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, "সাহিত্য থেকে সিনেমা বানানো আমার কাছে নতুন কিছু নয় ৷ আমার প্রথম ছবি 'যকের ধন' থেকে ব্যোমকেশ, সবই সাহিত্যধর্মী ৷ আর আমার ইচ্ছে ছিল, কমেডি ছবি বানানোর ৷ টেনিদা-র ইউনিকনেস হচ্ছে, যেরকম এই ছবিতে ভরপুর কমেডি আছে, সেইরকমই রহস্য-রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারও আছে ৷ যেটা আমার স্পেশালিটি ৷"

আরও পড়ুন: গরমের ছুটিতে কাঞ্চন-গৌরবদের ধুন্ধুমার, মুক্তি পেল 'টেনিদা অ্যান্ড কোম্পানি'র ট্রেলার

টেনিদার গল্প যাঁরা পড়েছেন, তাঁরা সকলেই জানেন কী পরিমাণ খেতে পছন্দ করতেন তিনি ৷ থরে থরে সাজানো খাবার শেষ করে দিতে পারেন নিমেষে ৷ এহেন দৃশ্যে 'চারমূর্তি'তে চিন্ময় রায় ছিলেন অনবদ্য ৷ বিশেষ করে তাঁর এক্সপ্রেশন ৷ পর্দায় এবারের টেনিদা ওরফে কাঞ্চন মল্লিককে নিয়ে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সায়ন্তন বলেন, "এই সময়ে দাঁড়িয়ে কাঞ্চন মল্লিক ছাড়া আমি টেনিদা কাউকে ভাবতে পারিনি ৷ ওনার অভিনয় ক্ষমতাকে সঠিকভাবে এতদিন ব্যবহার করিনি আমরা ৷ আমার বিশ্বাস, টেনিদার এই ছবি ওনাকে সেই জায়গা দেবে ৷ আর খাওয়ার দৃশ্য শুধু নয়, যাঁরা চারমূর্তির বড় ফ্যান, তাঁরা অনেক নস্ট্যালজিক মোমেন্টসই পাবেন এই ছবিতে ৷"

তৃতীয়বার পর্দায় টেনিদা নতুন কী দেখাবে? পরিচালক সায়ন্তন ঘোষাল বলেন, "এই ছবিতে টেনিদাকে এখনকার সময়ে কল্পনা করেছি আমরা ৷ কিন্তু কোনওভাবেই বইতে পড়া সেই ফ্লেভার থেকে বেরিয়ে আসিনি ৷ পটলডাঙ্গাও আছে, সেই রকও আছে ৷ এখনকার জেনারেশন, যাঁরা এই ছবিটি দেখবেন তাঁদের জন্য তো প্রাসঙ্গিক করতে হবে ! সাহিত্যের এই জেমগুলোকে নতুন জেনেরেশনের কাছে পৌঁছতে গেলে তাঁদের মতো করে পরিবেশন করতে হবে ৷ ছবির মেকিংয়ে সেই আধুনিকের ছোঁয়া আছে, কিন্তু সেই নস্ট্যালজিয়াকে কম্প্রোমাইজ না করে ৷ এটাই আমার ছবির ইউনিকনেস ৷ আট থেকে আশি সকলের জন্য কিছু না কিছু আছে এই ছবিতে ৷ গরমের ছুটিতে সপরিবারে সিনেমা হলে গিয়ে এনজয় করার মতো একটা ছবি বানাতে চেষ্টা করেছি আমরা ৷"

আর ছবির শুটিং লোকেশন প্রসঙ্গে পরিচালক বলেন, " উত্তর কলকাতায় টেনিদার পটলডাঙ্গা পাড়াকে রিক্রেয়েট করা হয়েছিল ৷ তাছাড়া দার্জিলিংয়ে অধিকাংশ ছবির শ্যুটিং হয়েছে ৷" সবমিলিয়ে টেনিদা অ্যান্ড কোম্পানি ওল্ড ওয়াইন ইন আ নিউ বোটল ৷

Last Updated : Apr 24, 2023, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.