ETV Bharat / entertainment

'দিল সে রে' থেকে 'জয় হো'... জন্মদিনে ফিরে দেখা রহমানের সেরা পাঁচটি গান - Iconic songs of Rahaman

Iconic songs of A R Rahman: আরও একটি বসন্তকে স্বাগত জানালেন আল্লা রাখা রহমান ৷ তাঁর সুরে সুরে আজও মুগ্ধ গোটা দুনিয়া ৷ জন্মদিনে ফিরে দেখা তাঁর পাঁচটি সেরা গান ৷

Iconic songs of A R Rahaman
জন্মদিনে ফিরে দেখা রহমানের সেরা পাঁচ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 12:11 PM IST

Updated : Jan 6, 2024, 1:12 PM IST

মুম্বই, 6 জানুয়ারি: আজ আরও একটি বসন্ত পার করলেন আল্লা রাখা রহমান ৷ এ আর রহমান সংগীত জগতের এমন এক নাম যিনি ভারতীয় সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দুয়ারে ৷ বিশ্বের সংগীত মানচিত্রে ধ্রুবতারার মতোই উজ্জ্বল তাঁর অবস্থান ৷ গোটা ভারত তাঁর পারফরম্যান্স দেখে উল্লাসে চিৎকার করে ওঠে 'জয় হো' ৷ তাঁর সুরে বন্দেমাতরম শুনতে শুনতে চোখের জল লুকোতে পারেন না অনুরাগীরা ৷ এআর রহমানের জন্ম 1967 সালে আজকের দিনে তৎকালীন মাদ্রাজে ৷ দু'টি অস্কার, একটি বাফটা, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার-সহ চারটি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এবং 13টি ফ্লিম ফেয়ার পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে ৷

বাবা রাজগোপালা কুলাসেখরণও ছিলেন সুরকার ৷ বহু তামিল গানে সুর দিয়েছেন তিনি ৷ সেখান থেকে ছেলে রহমানের মধ্যেও ছড়িয়ে পড়ে সুরের নেশা ৷ রহমান কাজ শুরু করেন 1992 সালে ৷ তামিল ছবি 'রোজা' দিয়ে শুরু হয় তাঁর পথ চলা ৷ জীবনের অনেকগুলি দিন পাশ্চাত্য সঙ্গীতের তালিম নিলেও তাঁর বুকে রয়ে গিয়েছে ভারতের মেঠো পথের রাখালিয়া বাঁশিটিও ৷ দুই সুরের অনবদ্য এক ফিউশন তাঁর সঙ্গীতের বৈশিষ্ট হয়ে উঠেছে বারবার ৷ আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা তাঁর বেশ কিছু গান ৷

Iconic songs of A R Rahaman
দিল সে রে

দিল সে রে: 'দিল সে' ছবিতে পরিচালক মনিরত্নমের সঙ্গে জুটি বেঁধেছিলেন রহমান ৷ তৈরি হয় বিখ্যাত 'দিল সে রে' গানটি ৷ শাহরুখ খানের ফ্য়ানেদের কাছে আজও এই গান একটি আইকনিক হিট ৷

Iconic songs of A R Rahaman
ছেঁইয়া ছেঁইয়া

ছেঁইয়া ছেঁইয়া: একই ছবির এই গানটির কথা না বললেই নয় ৷ মালাইকা আরোরার সঙ্গে ট্রেনের উপর কিং খানের ডান্স স্টেপ চোখে লেগে আছে সকলের। গানের সুরও রয়ে গিয়েছে মনে ৷ আজ তাই এত বছর পরেও 'ডাঙ্কি' ছবির প্রচারে এই গান শুনে নেচে ওঠেন শাহরুখ ৷

Iconic songs of A R Rahaman
খোয়াজা মেরে খোয়াজা

খোয়াজা মেরে খোয়াজা: ছবির নাম 'যোধা আকবর' ৷ আশুতোষ গোয়ারেকরের এই ছবির জন্য 'খোয়াজা মেরে খোয়াজা' গানটি বাঁধেন রহমান ৷

Iconic songs of A R Rahaman
জয় হো

জয় হো: ছবির নাম 'স্লামডগ মিলিয়নেয়র' ৷ এই ছবির 'জয় হো' গানের জন্য অস্কার পুরস্কার জিতে নেন রহমান ৷ গর্বিত করেন গোটা ভারতবর্ষকে ৷ ছবিতে অভিনয় করেছিলেন অনিল কাপুরও ৷

Iconic songs of A R Rahaman
তেরে বিনা

তেরে বিনা: পর্দায় অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই ৷ ছবির নাম 'গুরু' ৷ এই ছবির জন্য 'তেরে বিনা' গানটি তৈরি করেন রহমান ৷

আরও পড়ুন:

  1. 'ইয়ে দোস্তি' থেকে 'রুবি রায়', পঞ্চম-ম্যাজিকে আজও রঙিন স্মৃতির ক্যানভাস
  2. সুমিত্রা সেনের হাতের রান্না ভালোবাসতেন সুচিত্রা মিত্র, প্রয়াণ দিবসে ফিরে দেখা দুই কিংবদন্তিকে
  3. 'অসুর বলে ডাকতেন পঞ্চমদা', রাহুল দেব বর্মণের প্রয়াণ দিবসে স্মৃতিচারণায় প্রভাত রায়

মুম্বই, 6 জানুয়ারি: আজ আরও একটি বসন্ত পার করলেন আল্লা রাখা রহমান ৷ এ আর রহমান সংগীত জগতের এমন এক নাম যিনি ভারতীয় সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দুয়ারে ৷ বিশ্বের সংগীত মানচিত্রে ধ্রুবতারার মতোই উজ্জ্বল তাঁর অবস্থান ৷ গোটা ভারত তাঁর পারফরম্যান্স দেখে উল্লাসে চিৎকার করে ওঠে 'জয় হো' ৷ তাঁর সুরে বন্দেমাতরম শুনতে শুনতে চোখের জল লুকোতে পারেন না অনুরাগীরা ৷ এআর রহমানের জন্ম 1967 সালে আজকের দিনে তৎকালীন মাদ্রাজে ৷ দু'টি অস্কার, একটি বাফটা, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার-সহ চারটি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এবং 13টি ফ্লিম ফেয়ার পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে ৷

বাবা রাজগোপালা কুলাসেখরণও ছিলেন সুরকার ৷ বহু তামিল গানে সুর দিয়েছেন তিনি ৷ সেখান থেকে ছেলে রহমানের মধ্যেও ছড়িয়ে পড়ে সুরের নেশা ৷ রহমান কাজ শুরু করেন 1992 সালে ৷ তামিল ছবি 'রোজা' দিয়ে শুরু হয় তাঁর পথ চলা ৷ জীবনের অনেকগুলি দিন পাশ্চাত্য সঙ্গীতের তালিম নিলেও তাঁর বুকে রয়ে গিয়েছে ভারতের মেঠো পথের রাখালিয়া বাঁশিটিও ৷ দুই সুরের অনবদ্য এক ফিউশন তাঁর সঙ্গীতের বৈশিষ্ট হয়ে উঠেছে বারবার ৷ আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা তাঁর বেশ কিছু গান ৷

Iconic songs of A R Rahaman
দিল সে রে

দিল সে রে: 'দিল সে' ছবিতে পরিচালক মনিরত্নমের সঙ্গে জুটি বেঁধেছিলেন রহমান ৷ তৈরি হয় বিখ্যাত 'দিল সে রে' গানটি ৷ শাহরুখ খানের ফ্য়ানেদের কাছে আজও এই গান একটি আইকনিক হিট ৷

Iconic songs of A R Rahaman
ছেঁইয়া ছেঁইয়া

ছেঁইয়া ছেঁইয়া: একই ছবির এই গানটির কথা না বললেই নয় ৷ মালাইকা আরোরার সঙ্গে ট্রেনের উপর কিং খানের ডান্স স্টেপ চোখে লেগে আছে সকলের। গানের সুরও রয়ে গিয়েছে মনে ৷ আজ তাই এত বছর পরেও 'ডাঙ্কি' ছবির প্রচারে এই গান শুনে নেচে ওঠেন শাহরুখ ৷

Iconic songs of A R Rahaman
খোয়াজা মেরে খোয়াজা

খোয়াজা মেরে খোয়াজা: ছবির নাম 'যোধা আকবর' ৷ আশুতোষ গোয়ারেকরের এই ছবির জন্য 'খোয়াজা মেরে খোয়াজা' গানটি বাঁধেন রহমান ৷

Iconic songs of A R Rahaman
জয় হো

জয় হো: ছবির নাম 'স্লামডগ মিলিয়নেয়র' ৷ এই ছবির 'জয় হো' গানের জন্য অস্কার পুরস্কার জিতে নেন রহমান ৷ গর্বিত করেন গোটা ভারতবর্ষকে ৷ ছবিতে অভিনয় করেছিলেন অনিল কাপুরও ৷

Iconic songs of A R Rahaman
তেরে বিনা

তেরে বিনা: পর্দায় অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই ৷ ছবির নাম 'গুরু' ৷ এই ছবির জন্য 'তেরে বিনা' গানটি তৈরি করেন রহমান ৷

আরও পড়ুন:

  1. 'ইয়ে দোস্তি' থেকে 'রুবি রায়', পঞ্চম-ম্যাজিকে আজও রঙিন স্মৃতির ক্যানভাস
  2. সুমিত্রা সেনের হাতের রান্না ভালোবাসতেন সুচিত্রা মিত্র, প্রয়াণ দিবসে ফিরে দেখা দুই কিংবদন্তিকে
  3. 'অসুর বলে ডাকতেন পঞ্চমদা', রাহুল দেব বর্মণের প্রয়াণ দিবসে স্মৃতিচারণায় প্রভাত রায়
Last Updated : Jan 6, 2024, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.