ETV Bharat / entertainment

God Father Trailer: মুক্তি পেল সলমন-চিরঞ্জীবীর 'গডফাদার' ছবির ট্রেলার - টুইটার ট্রেন্ডে সলমন চিরঞ্জীবীর গডফাদার ট্রেলার

হাজির হল সলমন খান-চিরঞ্জীবীর বহু প্রতিক্ষীত 'গডফাদার' ছবির ট্রেলার (God Father Trailer is out now )৷ বুধবার মুক্তিপ্রাপ্ত এই ট্রেলার তাই এখন টুইটারের নতুন ট্রেন্ড ৷ 'গডফাদার' মুক্তি পেতে চলেছে 5 অক্টোবর (God Father Trailer)৷

God Father Trailer
মুক্তি পরেই টুইটার ট্রেন্ডে সলমন চিরঞ্জীবীর 'গডফাদার' ছবির ট্রেলার
author img

By

Published : Sep 29, 2022, 10:49 AM IST

Updated : Sep 29, 2022, 3:54 PM IST

মুম্বই, 29 সেপ্টেম্বর: হাজির হল সলমন খান-চিরঞ্জীবীর বহু প্রতিক্ষীত 'গডফাদার' ছবির ট্রেলার (God Father Trailer is out now )৷ এই ছবির হাত ধরেই দক্ষিণী ছবির জগতে পা রেখেছেন ভাইজান(Salman Khan Telegu Debut Godfather) ৷ অ্যাকশন ছবি ভালবাসলে এই ছবি যে আপনার জন্য পয়সাওসুল তার আভাস মিলেছে ট্রেলারেই(God Father Trailer) ৷ চোখা চোখা ডায়লগ এবং মার কাটারি অ্যাকশন রয়েছে ছবির ট্রেলার জুড়ে ৷ সলমন এবং চিরঞ্জিবীর লুক ইতিমধ্যেই মন কেড়েছে ভক্তদের ৷ এবার অ্যাকশন এবং ক্য়ামেরার কাজও বেশ সাড়া ফেলে দিল নেটপাড়ায় ৷ বুধবার মুক্তিপ্রাপ্ত এই ট্রেলার তাই এখন টুইটারের নতুন ট্রেন্ড(Salman Khan in Chiranjeevi film Godfather) ৷

নির্মাতারা আগেই জানিয়েছিলেন টানটান পলিটিক্যাল ড্রামা হতে চলেছে 'গডফাদার' ৷ রাজনীতির মসনদে বসে পদে পদে দূর্নীতি, অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প বলবে এই ছবি ৷ অন্তত তেমনটাই আভাস ট্রেলারে ৷ চিরঞ্জিবীকে ট্রেলারে একদিকে দেখা গিয়েছে একবারে অ্যাকশন মুডে আবার অন্যদিকে দেখা গিয়েছে কয়েদির পোশাকেও ৷ তাই গডফাদারের গল্প কোনদিকে গড়ায় সেদিকেই নজর থাকবে সকলের ৷ যদিও ট্রেলারে খুব বেশি গল্পের আভাস দিতে চাননি নির্মাতারা ৷ জোর দেওয়া হয়েছে অ্যাকশনের উপরেই ৷

এর আগেও একাধিকবার বলিউডে অ্য়াকশন ছবির সংখ্য়া কমে যাওয়া নিয়ে মুখ খুলেছিলেন ভাইজান ৷ একইসঙ্গে দক্ষিণী ছবি যে এই টানটান গল্প, চোখা চোখা সংলাপ এবং মারকাটারি অ্যাকশন দিয়েই দর্শক মন জয় করে নিচ্ছে সেকথাও জানাতে ভোলেননি সলমন ৷ এবার নিজেই তিনি রয়েছেন তাঁর মনের মতো ছবিতে ৷ দেখা যাক তাঁর এই ছবি ভক্তদের মন জয় করতে পারে কিনা?

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: অয়ন মুখোপাধ্যায় থেকে করণ জোহর... রণবীরের বার্থ ডে পার্টিতে চাঁদের হাট

আগেই জানা গিয়েছে 'গডফাদার' 2019 সালের ব্লক বাস্টার হিট ছবি 'লুসিফার'-এর তেলুগু রিমেক ৷ ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন মোহন রাজা ৷ ছবিতে সলমন, রাম চরণ, চিরঞ্জীবী ছাড়াও আছেন নয়নতারা এবং সত্যদেব কাঞ্চারাণা ৷ এছাড়া ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন থামান এস ৷ 'গডফাদার' মুক্তি পেতে চলেছে 5 অক্টোবর ৷

মুম্বই, 29 সেপ্টেম্বর: হাজির হল সলমন খান-চিরঞ্জীবীর বহু প্রতিক্ষীত 'গডফাদার' ছবির ট্রেলার (God Father Trailer is out now )৷ এই ছবির হাত ধরেই দক্ষিণী ছবির জগতে পা রেখেছেন ভাইজান(Salman Khan Telegu Debut Godfather) ৷ অ্যাকশন ছবি ভালবাসলে এই ছবি যে আপনার জন্য পয়সাওসুল তার আভাস মিলেছে ট্রেলারেই(God Father Trailer) ৷ চোখা চোখা ডায়লগ এবং মার কাটারি অ্যাকশন রয়েছে ছবির ট্রেলার জুড়ে ৷ সলমন এবং চিরঞ্জিবীর লুক ইতিমধ্যেই মন কেড়েছে ভক্তদের ৷ এবার অ্যাকশন এবং ক্য়ামেরার কাজও বেশ সাড়া ফেলে দিল নেটপাড়ায় ৷ বুধবার মুক্তিপ্রাপ্ত এই ট্রেলার তাই এখন টুইটারের নতুন ট্রেন্ড(Salman Khan in Chiranjeevi film Godfather) ৷

নির্মাতারা আগেই জানিয়েছিলেন টানটান পলিটিক্যাল ড্রামা হতে চলেছে 'গডফাদার' ৷ রাজনীতির মসনদে বসে পদে পদে দূর্নীতি, অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প বলবে এই ছবি ৷ অন্তত তেমনটাই আভাস ট্রেলারে ৷ চিরঞ্জিবীকে ট্রেলারে একদিকে দেখা গিয়েছে একবারে অ্যাকশন মুডে আবার অন্যদিকে দেখা গিয়েছে কয়েদির পোশাকেও ৷ তাই গডফাদারের গল্প কোনদিকে গড়ায় সেদিকেই নজর থাকবে সকলের ৷ যদিও ট্রেলারে খুব বেশি গল্পের আভাস দিতে চাননি নির্মাতারা ৷ জোর দেওয়া হয়েছে অ্যাকশনের উপরেই ৷

এর আগেও একাধিকবার বলিউডে অ্য়াকশন ছবির সংখ্য়া কমে যাওয়া নিয়ে মুখ খুলেছিলেন ভাইজান ৷ একইসঙ্গে দক্ষিণী ছবি যে এই টানটান গল্প, চোখা চোখা সংলাপ এবং মারকাটারি অ্যাকশন দিয়েই দর্শক মন জয় করে নিচ্ছে সেকথাও জানাতে ভোলেননি সলমন ৷ এবার নিজেই তিনি রয়েছেন তাঁর মনের মতো ছবিতে ৷ দেখা যাক তাঁর এই ছবি ভক্তদের মন জয় করতে পারে কিনা?

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: অয়ন মুখোপাধ্যায় থেকে করণ জোহর... রণবীরের বার্থ ডে পার্টিতে চাঁদের হাট

আগেই জানা গিয়েছে 'গডফাদার' 2019 সালের ব্লক বাস্টার হিট ছবি 'লুসিফার'-এর তেলুগু রিমেক ৷ ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন মোহন রাজা ৷ ছবিতে সলমন, রাম চরণ, চিরঞ্জীবী ছাড়াও আছেন নয়নতারা এবং সত্যদেব কাঞ্চারাণা ৷ এছাড়া ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন থামান এস ৷ 'গডফাদার' মুক্তি পেতে চলেছে 5 অক্টোবর ৷

Last Updated : Sep 29, 2022, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.