ETV Bharat / entertainment

Gadar 2 vs OMG 2 BO Collection : 500 কোটি ছুঁতে চলেছে 'গদর 2', 140 কোটির ক্লাবে অক্ষয়ের ছবিও - গদর 2

500 কোটির দোড়গোড়ায় দাঁড়িয়ে সানি-আমিশার 'গদর 2' ৷ অন্য়দিকে 140 কোটির গণ্ডি পার করতে চলেছে অক্ষয়ের ছবিও ৷

Gadar 2 vs OMG 2 BO Collection
অক্ষয় সানির বক্স অফিস ব্যাটেল
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 10:05 PM IST

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: 'ওএমজি 2' আসুক বা 'ড্রিম গার্ল 2' অনিল শর্মা এবং সানি দেওলের 'গদর 2' বক্স অফিসের রেসে ছুটে চলেছে একেবারে নিজস্ব ছন্দে ৷ ঠিক যেন অ্যাডিলেডের সবুজ ময়দানে সচিন বা বিরাটের নিখুঁত ব্যাটিং ৷ সমস্ত বাধার জবাব তৈরি করেই কামব্যাক করেছিলেন সানি দেওল ৷ আর তাই তাঁকে থামানো এখন রীতিমতো অসাধ্য ৷ শনিবার অর্থাৎ 23তম দিনে কি অবস্থা এই ছবির? স্যাকনিল্কের অনুমান 500 কোটির খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে এই ছবি ৷ এই রবিবারেই সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলবে 'গদর 2' ৷ অন্যদিকে শনিবার অক্ষয়ের 'ওএমজি 2' ছবিটিও বক্স অফিসে 140 কোটির ক্লাবে ঢুকে পড়বে বলে দাবি বিশেষজ্ঞদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইন্ড্রাস্ট্রি ট্র্যাকার স্য়াকনিল্কের ট্র্যাকার রিপোর্ট অনুযায়ী, 40 কোটি টাকা দিয়ে বক্স অফিসে খাতা খুলেছিল 'গদর 2' ৷ এমন বড় ওপেনিং দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছিলেন সলমন খানও ৷ সেই ধারা এখনও অব্যাহত ৷ 100 কোটি টাকায় তৈরি সানির এই ছবি ইতিমধ্যেই ঘরে তুলে ফেলেছে 487 কোটি টাকা ৷ আর শনিবারের 'আর্লি এস্টিমেট' বলছে এই ছবির মোট আয় দাঁড়াতে পারে 494.65 কোটি টাকা ৷ অর্থাৎ এই সপ্তাহান্তেই 500 কোটির ক্লাবে ঢুকে পড়়বে সানি-আমিশা জুটির এই ছবিটি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'সুনামি লোডিং', দেড় লক্ষ ছাড়াল শাহরুখের 'জওয়ান' ছবির অগ্রিম বুকিং

অন্যদিকে, অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠির 'ওএমজি 2' ছবিটিও দারুণ শুরু করেছিল বক্স অফিসে ৷ স্যাকনিল্কের দাবি অনুযায়ী, 23তম দিনে অবশ্য় আয় অনেকটাই কমেছে ছবিটির ৷ শনিবার ছবির আয় 1.5 কোটি হতে পারে বলেই অনুমান বিশেষজ্ঞদের ৷ অনেকেই মনে করছেন 144.42 কোটিতে এসে থামবে এই ছবির যাত্রা ৷ সামনে রয়েছে আরও একটি রবিবার ৷ ছুটির দিনে আদৌ আর দর্শক টানতে পারবে কি এই ছবি সেটাই এখন দেখার ৷

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: 'ওএমজি 2' আসুক বা 'ড্রিম গার্ল 2' অনিল শর্মা এবং সানি দেওলের 'গদর 2' বক্স অফিসের রেসে ছুটে চলেছে একেবারে নিজস্ব ছন্দে ৷ ঠিক যেন অ্যাডিলেডের সবুজ ময়দানে সচিন বা বিরাটের নিখুঁত ব্যাটিং ৷ সমস্ত বাধার জবাব তৈরি করেই কামব্যাক করেছিলেন সানি দেওল ৷ আর তাই তাঁকে থামানো এখন রীতিমতো অসাধ্য ৷ শনিবার অর্থাৎ 23তম দিনে কি অবস্থা এই ছবির? স্যাকনিল্কের অনুমান 500 কোটির খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে এই ছবি ৷ এই রবিবারেই সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলবে 'গদর 2' ৷ অন্যদিকে শনিবার অক্ষয়ের 'ওএমজি 2' ছবিটিও বক্স অফিসে 140 কোটির ক্লাবে ঢুকে পড়বে বলে দাবি বিশেষজ্ঞদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইন্ড্রাস্ট্রি ট্র্যাকার স্য়াকনিল্কের ট্র্যাকার রিপোর্ট অনুযায়ী, 40 কোটি টাকা দিয়ে বক্স অফিসে খাতা খুলেছিল 'গদর 2' ৷ এমন বড় ওপেনিং দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছিলেন সলমন খানও ৷ সেই ধারা এখনও অব্যাহত ৷ 100 কোটি টাকায় তৈরি সানির এই ছবি ইতিমধ্যেই ঘরে তুলে ফেলেছে 487 কোটি টাকা ৷ আর শনিবারের 'আর্লি এস্টিমেট' বলছে এই ছবির মোট আয় দাঁড়াতে পারে 494.65 কোটি টাকা ৷ অর্থাৎ এই সপ্তাহান্তেই 500 কোটির ক্লাবে ঢুকে পড়়বে সানি-আমিশা জুটির এই ছবিটি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'সুনামি লোডিং', দেড় লক্ষ ছাড়াল শাহরুখের 'জওয়ান' ছবির অগ্রিম বুকিং

অন্যদিকে, অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠির 'ওএমজি 2' ছবিটিও দারুণ শুরু করেছিল বক্স অফিসে ৷ স্যাকনিল্কের দাবি অনুযায়ী, 23তম দিনে অবশ্য় আয় অনেকটাই কমেছে ছবিটির ৷ শনিবার ছবির আয় 1.5 কোটি হতে পারে বলেই অনুমান বিশেষজ্ঞদের ৷ অনেকেই মনে করছেন 144.42 কোটিতে এসে থামবে এই ছবির যাত্রা ৷ সামনে রয়েছে আরও একটি রবিবার ৷ ছুটির দিনে আদৌ আর দর্শক টানতে পারবে কি এই ছবি সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.