কলকাতা, 3 ফেব্রুয়ারি: বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে 'পাঠান' ৷ মুক্তির আট দিনের মধ্য়েই 667 কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি ৷ ছবি দেখে উচ্ছ্বসিত দর্শক থেকে শুরু করে সমালোচক সকলেই ৷ এবার লেখক পাওলো কোয়েলহোর প্রশংসা কুড়োলেন এসআরকে ৷ বৃহস্পতিবার কিং খানকে এখজন বড় মাপের অভিনেতা বলে উল্লেখ করেছেন কোয়েলহো ৷ 30 জানুয়ারি একটি পোস্ট করে অনুরাগীদের ধন্যবাদ দিয়েছিলেন শাহরুখ ৷ যেখানে দেখা গিয়েছিল মন্নতের সামনে ভিড় করেছেন অনুরাগীরা ৷ আর তাঁদের কৃতজ্ঞতা জানাচ্ছেন এসআরকে (Paulo Coelho praises Shah Rukh Khan )৷
সুপারস্টারের সেই পোস্টের নীচেই কোয়েলহো লিখেছেন, 'একজন রাজা, কিংবদন্তি । কিন্ত সবচেয়ে বড় কথা একজন বড়মাপের অভিনেতা (পশ্চিমে যাঁরা তাঁকে চেনেন না তাঁদের আমি অবশ্য়ই মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট এ টেরোরিস্ট দেখতে অনুরোধ করব) ৷' এই ছবিতে একজন অটিস্টিক মানুষের চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন কিং খান ৷ যে মানুষটি শেষমেষ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে সক্ষম হয় ৷
-
King. Legend . Friend. But above all
— Paulo Coelho (@paulocoelho) February 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
GREAT ACTOR
( for those who don’t know him in the West, I strongly suggest “My name is Khan- and I am not a terrorist”) https://t.co/fka54F1ycc
">King. Legend . Friend. But above all
— Paulo Coelho (@paulocoelho) February 2, 2023
GREAT ACTOR
( for those who don’t know him in the West, I strongly suggest “My name is Khan- and I am not a terrorist”) https://t.co/fka54F1yccKing. Legend . Friend. But above all
— Paulo Coelho (@paulocoelho) February 2, 2023
GREAT ACTOR
( for those who don’t know him in the West, I strongly suggest “My name is Khan- and I am not a terrorist”) https://t.co/fka54F1ycc
সোশাল মিডিয়ায় অবশ্য় প্রায়শই কথা হয় পাওলো এবং শাহরুখের ৷ 'দ্য অ্যালকেমিস্ট' লেখক 2020 সালে শাহরুখ খানের হোম প্রোডাকশনের তৈরি 'কামিয়াব' দেখে সঞ্জয় মিশ্রের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ৷ শাহরুখও তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লেখকের প্রতি ৷ তিনি জানিয়েছেন, ঔপন্যাসিকের যে ছবিটি ভালো লেগেছে তা জেনে তিনি খুশি ৷
-
When a great man praises another great man 💖🙌🏻🙏🏻 https://t.co/KaMpCQyTWx pic.twitter.com/U8vALk6vJz
— Hengame-Fan Acc. (@Hengame_Hmt) February 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">When a great man praises another great man 💖🙌🏻🙏🏻 https://t.co/KaMpCQyTWx pic.twitter.com/U8vALk6vJz
— Hengame-Fan Acc. (@Hengame_Hmt) February 2, 2023When a great man praises another great man 💖🙌🏻🙏🏻 https://t.co/KaMpCQyTWx pic.twitter.com/U8vALk6vJz
— Hengame-Fan Acc. (@Hengame_Hmt) February 2, 2023
আরও পড়ুন: চার হাত এক হতে চলেছে সিড কিয়ারার, প্রকাশ্যে এল নতুন তথ্য
শুধু তাই নয় এসআরকে আরও জানিয়েছেন কোয়েলহোর তিনি 'একজন অসামান্য ভক্ত' ৷ শুধু এসআরকে নয় নওয়াজউদ্দিন সিদ্দিকীরও একজন বড় ভক্ত তিনি ৷ সেক্রেড গেমস-এর দ্বিতীয় মরশুম নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর নওয়াজের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন লেখক ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ছবিতে শাহরুখ অভিনয় করেছেন এক ভারতীয় গুপ্তচরের ভূমিকায় ৷ এই স্পাই থ্রিলারে দেশের জন্য় কীভাবে একজন মানুষ নিজেকে উৎসর্গ করতে পারে সেই ছবিই তুলে ধরা হয়েছে ৷ গত 25 জানুয়ারি মুক্তি পেয়েছিল ছবিটি ৷ এসআরকে ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন জন এবং দীপিকা ৷