ETV Bharat / entertainment

Kamaleshwar Mukherjee: আচমকা বুকে ব্যথা, হৃদযন্ত্রে স্টেইন বসল কমলেশ্বর মুখোপাধ্যায়ের

আচমকা বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে (Kamaleshwar Mukherjee)৷ অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে তাঁর হৃদযন্ত্রে দুটি স্টেইন বসানো হয়েছে ৷

Filmmaker Kamaleshwar Mukherjee admitted to hospital with chest pain
আচমকা বুকে ব্যথা, হৃদযন্ত্রে স্টেইন বসল কমলেশ্বর মুখোপাধ্যায়ের
author img

By

Published : Aug 9, 2022, 9:32 AM IST

কলকাতা, 9 অগস্ট: অসুস্থ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee)। তাঁকে কাল রাতে হাসপাতালে ভর্তি করা হয় ৷ আচমকাই বুকে ব্যথা অনুভব করায় কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন ডাক্তাররা ৷ অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে দুটি স্টেইন বসানো হয়েছে তাঁর হৃদযন্ত্রে ৷ এখন তিনি অনেকটাই সুস্থ বলে জানা গিয়েছে ৷

শনিবার হঠাৎই বুকে ব্যথা শুরু হয় কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleshwar Mukherjee hospitalised)। তৎক্ষণাৎ তাঁকে ভর্তি করা হয় বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে । হাসপাতালে ভর্তির পরই তাঁর অ্যাঞ্জিয়োগ্রাফি হয় । সেখানেই তাঁর হৃদরোগের সমস্যা বুঝতে পারেন চিকিৎসকরা । এরপর অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে তাঁর হৃদযন্ত্রে দুটি স্টেইন বসানো হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সুস্থ রয়েছেন পরিচালক । তাঁকে 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

তবে এটাই প্রথম নয়, বছর পাঁচেক আগে ঠিক একইভাবে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায় । তখনও তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে । পরিচালকের সেই সমস্যাই পুনরায় দেখা দিয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন: জঙ্গলমহল ও রাজনীতির প্রেক্ষাপটে তৈরি কমলেশ্বরের রক্তপলাশ

বর্তমানে রবিনসন স্ট্রিট কাণ্ড নিয়ে একটি ডকুসিরিজ করছেন কমলেশ্বর মুখোপাধ্যায় । 2015 সালে 3 জুন রবিনসন স্ট্রিটের ফ্ল্যাটে দিদি দেবযানীর কঙ্কাল আগলে বসে থাকতে দেখা গিয়েছিল সে বাড়ির মালিক পার্থ দেকে । সেই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে ৷ সেই ঘটনা নিয়েই ডকুসিরিজ তৈরি করছেন কমলেশ্বর মুখোপাধ্যায় । সেই নিয়ে ব্যস্ততার মাঝেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন । তবে তিনি হাসপাতালে ভর্তি থাকলেও, ছবির কাজ চলছে ।

কলকাতা, 9 অগস্ট: অসুস্থ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee)। তাঁকে কাল রাতে হাসপাতালে ভর্তি করা হয় ৷ আচমকাই বুকে ব্যথা অনুভব করায় কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন ডাক্তাররা ৷ অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে দুটি স্টেইন বসানো হয়েছে তাঁর হৃদযন্ত্রে ৷ এখন তিনি অনেকটাই সুস্থ বলে জানা গিয়েছে ৷

শনিবার হঠাৎই বুকে ব্যথা শুরু হয় কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleshwar Mukherjee hospitalised)। তৎক্ষণাৎ তাঁকে ভর্তি করা হয় বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে । হাসপাতালে ভর্তির পরই তাঁর অ্যাঞ্জিয়োগ্রাফি হয় । সেখানেই তাঁর হৃদরোগের সমস্যা বুঝতে পারেন চিকিৎসকরা । এরপর অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে তাঁর হৃদযন্ত্রে দুটি স্টেইন বসানো হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সুস্থ রয়েছেন পরিচালক । তাঁকে 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

তবে এটাই প্রথম নয়, বছর পাঁচেক আগে ঠিক একইভাবে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায় । তখনও তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে । পরিচালকের সেই সমস্যাই পুনরায় দেখা দিয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন: জঙ্গলমহল ও রাজনীতির প্রেক্ষাপটে তৈরি কমলেশ্বরের রক্তপলাশ

বর্তমানে রবিনসন স্ট্রিট কাণ্ড নিয়ে একটি ডকুসিরিজ করছেন কমলেশ্বর মুখোপাধ্যায় । 2015 সালে 3 জুন রবিনসন স্ট্রিটের ফ্ল্যাটে দিদি দেবযানীর কঙ্কাল আগলে বসে থাকতে দেখা গিয়েছিল সে বাড়ির মালিক পার্থ দেকে । সেই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে ৷ সেই ঘটনা নিয়েই ডকুসিরিজ তৈরি করছেন কমলেশ্বর মুখোপাধ্যায় । সেই নিয়ে ব্যস্ততার মাঝেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন । তবে তিনি হাসপাতালে ভর্তি থাকলেও, ছবির কাজ চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.