কলকাতা, 16 অক্টোবর: এসে গেল 'দুর্গ রহস্য'র অফিসিয়াল পোস্টার । আরও ভেঙে বললে সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম এবং শেষ ব্যোমকেশ সিরিজ এটি । তিনি নিজেই জানিয়েছিলেন, তিনি একটিই ব্যোমকেশ বানাবেন । আজ এর পোস্টার প্রকাশে হাজির ছিলেন ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য, অজিত রাহুল বন্দ্যোপাধ্যায়, সত্যবতী সোহিনী সরকার এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । 19 অক্টোবর থেকে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের । অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও এই সিরিজের পর আর ব্যোমকেশ চরিত্রে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন ।
গল্প প্রায় সকলের জানা হলেও আরেকবার ঝালিয়ে নেওয়া ভালো । জানকিগড় শহরে আবর্তিত হয়েছে এই গল্প । যেখানে ব্যোমকেশ তার ছায়াসঙ্গী অজিত এবং গর্ভবতী স্ত্রী সত্যবতীর সঙ্গে জানকিগড়ের মনমুগ্ধকর দুর্গের মধ্যে একটি হত্যার রহস্য উন্মোচনের জন্য ইন্সপেক্টর পাণ্ডের আহ্বানে সাড়া দেয় । এরপর কী হয় সেটাই দেখার ।
অনির্বাণ 2017 সাল থেকে ব্যোমকেশ চরিত্রে অভিনয় করার বিষয়ে মন্তব্য করেন, "আমি বহুবার ব্যোমকেশের চরিত্রে অভিনয় করলাম । একটি সিজনে ক্রিয়েটিভ ডিরেক্টরও হয়েছি । ব্যোমকেশ বক্সির মতো এ রকম আইকনিক চরিত্রে অভিনয় করার যাত্রা সম্পন্ন করতে পেরে সত্যিই আমি আনন্দিত। 'দুর্গ রহস্য' সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ স্থান পাবে । শেষ পর্যন্ত, আমি সত্যিই নিজেকে ধন্য মনে করি এবং আমি মনে করি এটা একটা বোনাস ছিল যেটা আমি কিংবদন্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে শেয়ার করতে পেরেছি ।”
আরও পড়ুন: 'ব্যোমকেশ চরিত্রে আর কিছু দেওয়ার নেই', জার্নি শেষ সত্যান্বেষী অনিবার্ণের
সোহিনী সরকার এ দিন বলেন, “আমি যে চরিত্রটি করেছি, মানে সত্যবতী, তাতে অনেক জটিলতা রয়েছে । আমি সেগুলোকে বিশ্বস্তভাবে তুলে ধরার জন্য নিজেকে অনেকটা উৎসর্গ করেছি । পুরো দল এই কাজে তাদের আবেগ এবং সবটা উজাড় করে দিয়েছে, সবার ভালো লাগবে আশা রাখি ।"
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, “আমি সেরা ব্যোমকেশ, সেরা সত্যবতী এবং সেরা অজিতকে পেয়েছি । তাই, এই অবিশ্বাস্য কাস্টের সঙ্গে আমার প্রথম ব্যোমকেশ পরিচালনা করতে পেরে আমি গর্বিত । আমি দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই যে, আমরা এই সিরিজের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করেছি । সুতরাং, সিরিজটি দেখুন এবং আমাদের আপনার মূল্যবান মতামত দিন ।”