ETV Bharat / entertainment

Disha Patani Thanks Prabhas : ক্যাসারোল ভরে সেটে খাবার আনলেন প্রভাস, চেটেপুটে খেলেন দিশা - বিগ বির পর এবার প্রভাসের আনা খাবারে মুগ্ধ দিশাও

বিগ বির পর এবার প্রভাসের আপ্যায়ন মুগ্ধ করল বলি সুন্দরী দিশা পাটানিকেও ৷ প্রভাসের আনা খাবারের জন্য তাঁকে ধন্য়বাদও দিলেন দিশা (Disha Patani Thanks Prabhas for Food) ৷

Disha Patani Thanks Prabhas
বিগ বির পর এবার প্রভাসের আনা খাবারে মুগ্ধ দিশাও
author img

By

Published : May 9, 2022, 6:22 PM IST

হায়দরাবাদ, 9 মে : বলি সুন্দরি দিশা পাটানি এখন ব্যস্ত রয়েছেন 'বাহুবলী' স্টার প্রভাসের সঙ্গে তাঁর আগামি ছবির শ্যুটিংয়ের জন্য ৷ 'প্রজেক্ট কে' নামক এই ছবিতেই প্রথমবার অমিতাভ বচ্চনের সঙ্গেও স্ক্রিন স্পেস শেয়ার করছেন এই দক্ষিণী অভিনেতা ৷ এর আগে বিগ বিকেও নিজেই খাবার এনে খাইয়েছিলেন প্রভাস ৷ এবার দিশাও পেলেন সেই আমন্ত্রণ ৷

সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে দিশা শেয়ার করেন বেশ কিছু ক্যাসারোলের একটি ছবি ৷ ছবির উপরেই লেখা ছিল, "আমাদের স্পয়েল করার জন্য তোমাকে ধন্যবাদ প্রভাস (Disha Patani Thanks Prabhas for Food) ৷" বোঝাই যায় প্রভাসের আনা ঘরোয়া খাবারের ভালই সদ্ব্যবহার হয়েছে ৷ নাগ অশ্বিনের এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোনও ৷ অবশ্য দিশা এই তালিকায় নবতম সংযোজন ৷ ছবির প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী ফিল্মসের পক্ষ থেকে কয়েকদিন আগেই টিমে স্বাগত জানানো হয়েছিল অভিনেত্রীকে ৷

আরও পড়ুন : অনামিকায় ইয়া বড় আংটি, বাগদান সেরে ফেললেন শত্রুঘ্ন-কন্যা ?

মূলত নাগ অশ্বিনের এই নতুন ছবি হতে চলেছে একটি 'স্পেকুলেটেড ফিকশন' বা সাই-ফাই থ্রিলার ৷ এর আগে দিশাকে পর্দায় দেখা গিয়েছে 'মালাং', 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই'-এর মত ছবিগুলিতে ৷ এই ছবিতে তাঁর চরিত্রটি বেশ আকর্ষণীয় হতে চলেছে বলেই জানা গিয়েছে ৷ এই প্রজেক্ট ছাড়াও দিশার হাতে আরও বেশ কয়েকটি ছবি রয়েছে এই মুহূর্তে ৷ যেমন আগামীতে 'এক ভিলেন রিটার্নস', 'যোধা'-র মত ছবিগুলিতে দেখা যাবে তাঁকে ।

হায়দরাবাদ, 9 মে : বলি সুন্দরি দিশা পাটানি এখন ব্যস্ত রয়েছেন 'বাহুবলী' স্টার প্রভাসের সঙ্গে তাঁর আগামি ছবির শ্যুটিংয়ের জন্য ৷ 'প্রজেক্ট কে' নামক এই ছবিতেই প্রথমবার অমিতাভ বচ্চনের সঙ্গেও স্ক্রিন স্পেস শেয়ার করছেন এই দক্ষিণী অভিনেতা ৷ এর আগে বিগ বিকেও নিজেই খাবার এনে খাইয়েছিলেন প্রভাস ৷ এবার দিশাও পেলেন সেই আমন্ত্রণ ৷

সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে দিশা শেয়ার করেন বেশ কিছু ক্যাসারোলের একটি ছবি ৷ ছবির উপরেই লেখা ছিল, "আমাদের স্পয়েল করার জন্য তোমাকে ধন্যবাদ প্রভাস (Disha Patani Thanks Prabhas for Food) ৷" বোঝাই যায় প্রভাসের আনা ঘরোয়া খাবারের ভালই সদ্ব্যবহার হয়েছে ৷ নাগ অশ্বিনের এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোনও ৷ অবশ্য দিশা এই তালিকায় নবতম সংযোজন ৷ ছবির প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী ফিল্মসের পক্ষ থেকে কয়েকদিন আগেই টিমে স্বাগত জানানো হয়েছিল অভিনেত্রীকে ৷

আরও পড়ুন : অনামিকায় ইয়া বড় আংটি, বাগদান সেরে ফেললেন শত্রুঘ্ন-কন্যা ?

মূলত নাগ অশ্বিনের এই নতুন ছবি হতে চলেছে একটি 'স্পেকুলেটেড ফিকশন' বা সাই-ফাই থ্রিলার ৷ এর আগে দিশাকে পর্দায় দেখা গিয়েছে 'মালাং', 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই'-এর মত ছবিগুলিতে ৷ এই ছবিতে তাঁর চরিত্রটি বেশ আকর্ষণীয় হতে চলেছে বলেই জানা গিয়েছে ৷ এই প্রজেক্ট ছাড়াও দিশার হাতে আরও বেশ কয়েকটি ছবি রয়েছে এই মুহূর্তে ৷ যেমন আগামীতে 'এক ভিলেন রিটার্নস', 'যোধা'-র মত ছবিগুলিতে দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.