কলকাতা, 25 ফেব্রুয়ারি: "একের পর এক ছবিতে নিজেকে ভাঙছেন শ্রাবন্তী", কথাটা 'কাবেরি অন্তর্ধান'-এর সময়েই বলেছিলেন কৌশিক গঙ্গোপাধ্য়ায় । এবার আরও একবার শ্রাবন্তীর সামনে বড় পরীক্ষা (New Challenge for Srabanti) । এবার দেবী চৌধুরানির চরিত্রে অভিনয় করবেন নায়িকা। শুভ্রজিৎ মিত্রর 'অভিযাত্রিক'-এর হাত ধরে বাংলায় জাতীয় পুরস্কার এসেছিল আগের বছর । আর এবার পরিচালক কাজ শুরু করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবী চৌধুরানী' নিয়ে। এখানেই নাম ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে ।
জানা গিয়েছে ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই চরিত্র নিয়ে ইন্ডাস্ট্রির বুম্বাদা দারুণ এক্সাইটেড বলে জানালেন পরিচালক । এর আগেও 'দেবী চৌধুরানী' বড় পর্দায় হয়েছে। নাম ভূমিকায় ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন । অন্য চরিত্রে ছিলেন রঞ্জিত মল্লিক থেকে শুরু করে বসন্ত চৌধুরী মতো বড় নামজাদা অভিনেতারা। এবার আরও একবার বড় পর্দায় 'দেবী চৌধুরানী' । উল্লেখ্য, ছোটপর্দাতেও এসেছে 'দেবী চৌধুরানী' । তা হলে কেন আবারও তাঁকে নিয়ে ছবি?
ইটিভি ভারতের তরফে এই প্রশ্ন রাখা হলে পরিচালক বলেন, "প্রথমত আমি ইতিহাস নিয়ে বরাবরই চর্চা করি । তা ছাড়াও এর আরও একটা কারণ আছে ৷ মূলত তিনটে জিনিস নিয়ে আমার এই ছবি তৈরি হবে । এখানে সবথেকে বেশি প্রাধান্য পাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভাল রেকর্ডস । 1770 থেকে 1780 সাল পর্যন্ত বাংলা ছিয়াত্তরের মন্বন্তর দেখেছে । এই সময়েই আবার দেখেছে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ । অর্থাৎ ইতিহাসের পাতায় পাতায় জায়গা করে নিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম । সেই সংগ্রাম দমন করতে নাস্তানাবুদ হয়েছিলেন ওয়ারেন হেস্টিংস । এই বিদ্রোহ সম্বন্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রেকর্ড পাওয়া যায় তাতে দেবী চৌধুরানি এবং ভবানী পাঠকের নাম আছে ।"
তাঁর কথায়, "এঁরা কিন্তু মোটেও কাল্পনিক চরিত্র নয় । কিন্তু দর্শক ভাবেন এঁরা কাল্পনিক । অনেকদিন ধরেই দেবী চৌধুরানিকে নিয়ে নানান গবেষণা করছি আমি। এসব নিয়ে পড়াশুনা করতে আমার ভালো লাগে । আর আমি সেই গল্প নিয়েই কাজ করি যা আমি বলার তাগিদ অনুভব করি । 'দেবী চৌধুরানী' সেগুলিরই একটি হতে চলেছে বলতে পারেন ।"
পরিচালকের কাছ থেকেই জানা গেল, শুধু বাংলাই নয়, 6টি ভারতীয় ভাষায় তৈরি হবে ছবি । থাকবে অ্যাকশন । অভিনেতা, অভিনেত্রীদের ওয়ার্কশপ করিয়ে অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফ করতে শহরে শীঘ্রই আসছেন শ্যামজি ও তাঁর টিম । 'বাজিরাও মস্তানি' থেকে শুরু করে 'পদ্মাবত'-এর মতো ছবির জন্য কাজ করেছিলেন ৷ শ্যুটিং হবে বাংলার বুকেই। থাকবে অ্যাকশন। তার জন্য চলবে লাগাতার ট্রেনিং। হর্স রাইডিং, মার্শাল আর্টের পাশাপাশি, তলোয়ার চালনা, ধনুর্বিদ্যা সবই শিখতে হবে শ্রাবন্তী-সহ অন্যান্যদের ।
আরও পড়ুন: 'টপ গান: ম্যাভেরিক' ছবিকে পিছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে 'আরআরআর' এর জয়জয়াকার
শ্রাবন্তী, প্রসেনজিৎ ছাড়াও আর কারা থাকবেন এই ছবিতে? পরিচালক বলেন, "রঙ্গরাজের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত, নিশির চরিত্রে বিবৃতি চট্টোপাধ্যায়, সাগরমণির চরিত্রে দর্শনা বণিক অভিনয় করছেন। ওয়ারেন হেস্টিংসের চরিত্রে একজন ব্রিটিশ অভিনেতা কাজ করবেন । হরবল্লভ এবং ব্রজেশ্বরের চরিত্রে বাংলার প্রথম সারিরই কোনও অভিনেতা থাকবেন।"