ETV Bharat / entertainment

Dev's Byomkesh Poster Released: একহাতে সাপ ও অন্যহাতে টর্চ নিয়ে কী খুঁজছেন বাংলার নতুন 'ব্যোমকেশ', উত্তর দিলেন দেব - Byomkesh Poster Release

নববর্ষে বাঙালি দর্শকদের নতুন উপহার অভিনেতা দেবের। প্রকাশ্যে এসেছে দেবের ব্যোমকেশ চরিত্রের লুক ও পোস্টার ।

Etv Bharat
বাংলার নতুন 'ব্যোমকেশ বক্সী'
author img

By

Published : Apr 15, 2023, 9:38 PM IST

কলকাতা, 15 এপ্রিল: আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনিবার্ণ ভট্টাচার্যের পর এবার ব্যোমকেশ চরিত্র নিয়ে মাঠে নামতে চলেছেন দেব এই খবর আগেই শোনা গিয়েছিল । তবে কেমন হবে নতুন ব্যোমকেশ বক্সী তথা অভিনেতা দেবের লুক, তা নিয়ে দর্শকদের মধ্যে একটা উৎসুকভাব ছিলই। অবশেষে প্রতীক্ষার অবসান। নববর্ষে বাঙালি দর্শকদের তাঁর নতুন চরিত্রের প্রথম লুক উপহার দিলেন দেব । প্রকাশ্যে এসেছে ব্যোমকেশরূপী দেবের নতুন লুক ও ছবির পোস্টার ।

প্রজাপতির পাখায় ভর করে এখনও বক্সঅফিসে উড়ছেন অভিনেতা তথা সাংসদ দেব । কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে মিঠুন ও দেব অভিনীত প্রজাপতির-র 100 দিন সম্পূর্ণ হওয়ায় গ্র্যান্ড সেলিব্রেশন করেছেন ছবির তারকারা । তারমধ্যেই টলিউডে শোনা গিয়েছিল, দেবের ব্যোমকেশ জার্নির কথা। আসতে চলেছে বিরসা দাসগুপ্ত পরিচালিত ও দেব অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য । শনিবার সামাজিক মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা দেব । পোস্টারে দেখা গেল, চোখে চৌকো চশমা, শার্ট-কোট পরে দেব। এক হাতে টর্চ, অন্য হাতে প্যাঁচানো সাপ। সামনে ছবির নাম 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। ক্যাপশনে লিখেছেন, "কঠিন …….কিন্তু অসম্ভব নয় । ব্যোমকেশ ও দুর্গ রহস্য। দেখা হচ্ছে সিনেমা হলে। বাংলার সবচেয়ে বড় রহস্যের সমাধান নিয়ে।"

ছবির পোস্টার সামনে আসতেই উচ্ছ্বসিত ব্যোমকেশ অনুরাগী তথা দেবভক্তরা । কমেন্ট সেকশনে সকলেই দেবকে শুভেচ্ছা জানিয়েছেন । পাশাপাশি পরিচালক বিরসা দাশগুপ্তও শেয়ার করেছেন ছবির পোস্টার । এর আগে বড় পর্দায় অরিন্দম শীল, অঞ্জন দত্তের মতো পরিচালকেরা দর্শকদের সঙ্গে পরিচয় করিয়েছিলেন ব্যোমকেশ বক্সীর । এবার সেই পথে হাঁটলেন পরিচালক বিরসা । ছবিটির প্রযোজনায় আছে 'শ্যাডো ফিল্মস'।

আরও পড়ুন: হাতির সঙ্গে মোকাবিলা কোয়েলের, প্রকাশ্যে 'জঙ্গলে মিতিন মাসি'র পোস্টার

উল্লেখ্য,পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে পর্দায় প্রথমবার বাঙালি দেখতে পেয়েছিল সত্য়সন্ধানী ব্যোমকেশকে। 1967 সালে উত্তম কুমার অভিনীত চিড়িয়াখানা ছবি আজও অনেকের মনের মণিকোঠায় উজ্জ্বল । তারপর বড় পর্দা থেকে ছোট পর্দা, সর্বত্র সমান জনপ্রিয়তা পেয়েছে এই দুঁদে বাঙালি গোয়েন্দার গল্প । হিন্দি থেকে বাংলা, ব্যোমকেশ যতবার, যে রূপে পর্দায় এসেছে ততবার দর্শকদের মন জয় করে নিয়েছে। সম্প্রতি অনিবার্ণ ভট্টাচার্যের ব্যোমকেশ যাত্রা তারই প্রত্যক্ষ উদাহরণ বলা চলে। ইটিভি ভারতকে এক সাক্ষাৎকারে অভিনেতা অনিবার্ণ জানিয়েছিলেন, ব্যোমকেশ আবিরকে তাঁর ভালো লাগলেও, দেবকে ব্যোমকেশ হিসাবে কেমন লাগে, দেখতে চান তিনি । প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় নিজের নতুন ছবিরও কথাও ঘোষণা করে দিয়েছেন অভিনেতা দেব । তাঁরই প্রযোজনা সংস্থায় দেবের আগামী ছবি 'প্রধান'। পরিচালক অভিজিৎ সেন। 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' এবং 'বেঙ্গল টকিজ'-এর যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি।

কলকাতা, 15 এপ্রিল: আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনিবার্ণ ভট্টাচার্যের পর এবার ব্যোমকেশ চরিত্র নিয়ে মাঠে নামতে চলেছেন দেব এই খবর আগেই শোনা গিয়েছিল । তবে কেমন হবে নতুন ব্যোমকেশ বক্সী তথা অভিনেতা দেবের লুক, তা নিয়ে দর্শকদের মধ্যে একটা উৎসুকভাব ছিলই। অবশেষে প্রতীক্ষার অবসান। নববর্ষে বাঙালি দর্শকদের তাঁর নতুন চরিত্রের প্রথম লুক উপহার দিলেন দেব । প্রকাশ্যে এসেছে ব্যোমকেশরূপী দেবের নতুন লুক ও ছবির পোস্টার ।

প্রজাপতির পাখায় ভর করে এখনও বক্সঅফিসে উড়ছেন অভিনেতা তথা সাংসদ দেব । কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে মিঠুন ও দেব অভিনীত প্রজাপতির-র 100 দিন সম্পূর্ণ হওয়ায় গ্র্যান্ড সেলিব্রেশন করেছেন ছবির তারকারা । তারমধ্যেই টলিউডে শোনা গিয়েছিল, দেবের ব্যোমকেশ জার্নির কথা। আসতে চলেছে বিরসা দাসগুপ্ত পরিচালিত ও দেব অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য । শনিবার সামাজিক মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা দেব । পোস্টারে দেখা গেল, চোখে চৌকো চশমা, শার্ট-কোট পরে দেব। এক হাতে টর্চ, অন্য হাতে প্যাঁচানো সাপ। সামনে ছবির নাম 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। ক্যাপশনে লিখেছেন, "কঠিন …….কিন্তু অসম্ভব নয় । ব্যোমকেশ ও দুর্গ রহস্য। দেখা হচ্ছে সিনেমা হলে। বাংলার সবচেয়ে বড় রহস্যের সমাধান নিয়ে।"

ছবির পোস্টার সামনে আসতেই উচ্ছ্বসিত ব্যোমকেশ অনুরাগী তথা দেবভক্তরা । কমেন্ট সেকশনে সকলেই দেবকে শুভেচ্ছা জানিয়েছেন । পাশাপাশি পরিচালক বিরসা দাশগুপ্তও শেয়ার করেছেন ছবির পোস্টার । এর আগে বড় পর্দায় অরিন্দম শীল, অঞ্জন দত্তের মতো পরিচালকেরা দর্শকদের সঙ্গে পরিচয় করিয়েছিলেন ব্যোমকেশ বক্সীর । এবার সেই পথে হাঁটলেন পরিচালক বিরসা । ছবিটির প্রযোজনায় আছে 'শ্যাডো ফিল্মস'।

আরও পড়ুন: হাতির সঙ্গে মোকাবিলা কোয়েলের, প্রকাশ্যে 'জঙ্গলে মিতিন মাসি'র পোস্টার

উল্লেখ্য,পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে পর্দায় প্রথমবার বাঙালি দেখতে পেয়েছিল সত্য়সন্ধানী ব্যোমকেশকে। 1967 সালে উত্তম কুমার অভিনীত চিড়িয়াখানা ছবি আজও অনেকের মনের মণিকোঠায় উজ্জ্বল । তারপর বড় পর্দা থেকে ছোট পর্দা, সর্বত্র সমান জনপ্রিয়তা পেয়েছে এই দুঁদে বাঙালি গোয়েন্দার গল্প । হিন্দি থেকে বাংলা, ব্যোমকেশ যতবার, যে রূপে পর্দায় এসেছে ততবার দর্শকদের মন জয় করে নিয়েছে। সম্প্রতি অনিবার্ণ ভট্টাচার্যের ব্যোমকেশ যাত্রা তারই প্রত্যক্ষ উদাহরণ বলা চলে। ইটিভি ভারতকে এক সাক্ষাৎকারে অভিনেতা অনিবার্ণ জানিয়েছিলেন, ব্যোমকেশ আবিরকে তাঁর ভালো লাগলেও, দেবকে ব্যোমকেশ হিসাবে কেমন লাগে, দেখতে চান তিনি । প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় নিজের নতুন ছবিরও কথাও ঘোষণা করে দিয়েছেন অভিনেতা দেব । তাঁরই প্রযোজনা সংস্থায় দেবের আগামী ছবি 'প্রধান'। পরিচালক অভিজিৎ সেন। 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' এবং 'বেঙ্গল টকিজ'-এর যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.