ETV Bharat / entertainment

Dev Rukmini on Kolkata metro: রবি সকালের মেট্রোয় চেপে গানে গানে সফর দেব-রুক্মিণীর - মেট্রোতে দেব রুক্মিণী

রবিবার সকালের কলকাতা মেট্রোয় চেপে গানে গানে সফর করলেন দেব ও রুক্মিণী মৈত্র (Dev Rukmini on Kolkata metro) ৷ সারলেন কিশমিশের প্রচার ৷

Dev Rukmini Maitra promote film Kishmish on Kolkata metro
রবি সকালের মেট্রোয় চেপে গানে গানে সফর দেব-রুক্মিণীর
author img

By

Published : Apr 10, 2022, 4:31 PM IST

কলকাতা, 10 এপ্রিল: হইহই কাণ্ড রই রই ব্যাপার । রবিবারের সকাল । শহরের বুকে ঘটল এক অভিনব ঘটনা । সুপারস্টার দেব আর তাঁর হবু ঘরণী বিলাসবহুল গাড়ি ছেড়ে চেপে বসলেন মেট্রোতে (promotion of Kishmish on Kolkata metro)।

কবি সুভাষ মেট্রো থেকে যতীনদাস পার্ক স্টেশনের উদ্দেশে রওনা দেন 'কিশমিশ'-এর নায়ক-নায়িকা দেব এবং রুক্মিণী (Dev Rukmini on Kolkata metro)। সঙ্গে ছিল ছবির গোটা টিম । দু‘টি কামরা এ দিন বুক করা ছিল টিম 'কিশমিশ' এবং সাংবাদিকদের জন্য । কিন্তু দেব যেখানে আছেন সেখানে তাঁর ভক্তকূল থাকবে না তা তো হতে পারে না । ফলে যা হওয়ার তা-ই হল । ভক্তরা হানা দেন দেবের কামরায় । ভক্তরাই ভগবান - মনে করেন দেব । তাই তাঁদের কারওকেই কষ্ট দেননি দেব এবং তাঁর হবু ঘরণী ।

Dev Rukmini Maitra promote film Kishmish on Kolkata metro
মেট্রোতে টিম কিশমিশ

সকলের সঙ্গে কথা বলেন, এমনকী ছবিও তোলেন তাঁরা । দু‘জনেই পরেছিলেন এক রঙের পোশাক । উল্লেখ্য, 'ককপিট' ছবির প্রোমোশনে প্লেনে চেপে বসেছিলেন দেব । এ বার উঠলেন মেট্রোতে ।

আরও পড়ুন: Dev-Rukmini : কবে বিয়ে করছেন ? রুক্মিণীকে পাশে নিয়ে দিন ঘোষণা দেবের

দেব ছাড়াও মেট্রোতে ছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়, ডিওপি মধুরা পালিত, সংগীত পরিচালক নীল চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায় ও কমলেশ্বর মুখোপাধ্যায় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আগামী 29 এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'কিশমিশ'। গতকাল মুক্তি পেয়েছে ছবির একটি গান । আর রবিবার ছবির প্রচারে এমন অভিনব ঘটনা ঘটাল টিম 'কিশমিশ' (Dev Rukmini Maitra in Kishmish)।

ঘটনাচক্রে এ দিন আবার জন্মদিন অভিনেত্রী অঞ্জনা বসুর । ছবিতে তিনি দেবের মায়ের চরিত্রে । তাঁর জন্মদিনের কেকও কাটা হয় এ দিন ।

কলকাতা, 10 এপ্রিল: হইহই কাণ্ড রই রই ব্যাপার । রবিবারের সকাল । শহরের বুকে ঘটল এক অভিনব ঘটনা । সুপারস্টার দেব আর তাঁর হবু ঘরণী বিলাসবহুল গাড়ি ছেড়ে চেপে বসলেন মেট্রোতে (promotion of Kishmish on Kolkata metro)।

কবি সুভাষ মেট্রো থেকে যতীনদাস পার্ক স্টেশনের উদ্দেশে রওনা দেন 'কিশমিশ'-এর নায়ক-নায়িকা দেব এবং রুক্মিণী (Dev Rukmini on Kolkata metro)। সঙ্গে ছিল ছবির গোটা টিম । দু‘টি কামরা এ দিন বুক করা ছিল টিম 'কিশমিশ' এবং সাংবাদিকদের জন্য । কিন্তু দেব যেখানে আছেন সেখানে তাঁর ভক্তকূল থাকবে না তা তো হতে পারে না । ফলে যা হওয়ার তা-ই হল । ভক্তরা হানা দেন দেবের কামরায় । ভক্তরাই ভগবান - মনে করেন দেব । তাই তাঁদের কারওকেই কষ্ট দেননি দেব এবং তাঁর হবু ঘরণী ।

Dev Rukmini Maitra promote film Kishmish on Kolkata metro
মেট্রোতে টিম কিশমিশ

সকলের সঙ্গে কথা বলেন, এমনকী ছবিও তোলেন তাঁরা । দু‘জনেই পরেছিলেন এক রঙের পোশাক । উল্লেখ্য, 'ককপিট' ছবির প্রোমোশনে প্লেনে চেপে বসেছিলেন দেব । এ বার উঠলেন মেট্রোতে ।

আরও পড়ুন: Dev-Rukmini : কবে বিয়ে করছেন ? রুক্মিণীকে পাশে নিয়ে দিন ঘোষণা দেবের

দেব ছাড়াও মেট্রোতে ছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়, ডিওপি মধুরা পালিত, সংগীত পরিচালক নীল চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায় ও কমলেশ্বর মুখোপাধ্যায় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আগামী 29 এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'কিশমিশ'। গতকাল মুক্তি পেয়েছে ছবির একটি গান । আর রবিবার ছবির প্রচারে এমন অভিনব ঘটনা ঘটাল টিম 'কিশমিশ' (Dev Rukmini Maitra in Kishmish)।

ঘটনাচক্রে এ দিন আবার জন্মদিন অভিনেত্রী অঞ্জনা বসুর । ছবিতে তিনি দেবের মায়ের চরিত্রে । তাঁর জন্মদিনের কেকও কাটা হয় এ দিন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.