ETV Bharat / entertainment

'আমার ভাইয়ের ছবি', বিক্রমের 'পারিয়া'র টিজার শেয়ার দেব-অঙ্কুশের - Vikram Pariah Teaser

Vikram Pariah Teaser: মুক্তি পেল তথাগত মুখোপাধ্যায় পরিচালিত বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত 'পারিয়া'র টিজার ৷ টিজার শেয়ার করে পাশে দাঁড়ালেন দেব ও অঙ্কুশ হাজরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 4:55 PM IST

কলকাতা, 3 জানুুয়ারি: মুক্তি পেল বিক্রম চট্টোপাধ্যায়ের বহু প্রতিক্ষীত ছবি 'পারিয়া'র টিজার ৷ পথকুকুরদের নিয়ে তৈরি এই ছবিতে অবলা প্রাণীদের জন্য় আওয়াজ তুলতে দেখা যাবে এক নায়ককে ৷ সে তাদের জন্য় খুন করতেও পিছপা হয় না ৷ ছবির টিজার মুক্তি পেল বুধবার ৷ আর সেই টিজার শেয়ার করে বিক্রমকে শুভেচ্ছা জানালেন দেব ৷

দেব এদিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে টিজারটি পোস্ট করে লেখেন, "আমার ভাই বিক্রমের ছবি পারিয়া-র টিজার ৷ আশা করি সকলের খুব ভালো লাগবে।" শুধু দেব নয় ছবির পাশে দাঁড়িয়েছেন অঙ্কুশ হাজরাও ৷ অভিনেতা ছবির টিজার শেয়ার করে লেখেন, "খুবই আনন্দ ও গর্বের সঙ্গে শেয়ার করছি আমার ভাইয়ের ছবি পারিয়া-র টিজার ৷ এই ছবির প্রতি অক্লান্ত পরিশ্রম-কষ্ট আমার নিজের চোখে দেখা । তাই মন থেকে এই ছবির সফলতা কামনা করি । অনেক অনেক ভালোবাসা বিক্রম ৷ চিরকাল তোর সাফল্যকে আমি নিজের সাফল্য মেনে এসেছি ৷ তাই আজ আমার খুশির বর্ণনা হয়তো দিতে পারব না ।"

অ্যাকশন ছবির রমরমা এখন ভারত জুড়ে ৷ রহস্য, অ্যাকশন আর রোম্যান্সের মাল-মশলা দিয়ে তৈরী হচ্ছে হাজার হাজার কোটির ইমারত ৷ এই ছবিতে অবলা প্রাণীদের পক্ষ নিয়ে কথা বলতে আসা মসিহাও সেই রকম বেশকিছু ঝলক নিয়ে এসেছে ৷ তার মুখে শোনা যায়, "যতটা রক্ত ওদের ঝরেছে, ততটাই রক্ত ঝরবে, যতগুলো ঘা ওদের মেরেছ, ততগুলোই মার পড়বে ।" বোঝাই যায় ছবিতে অ্যাকশন থাকবে ভরপুর ৷ তবে অর্থহীন অ্যাকশন নয় পাশাপাশি রয়েছে একটি মন ছুঁয়ে যাওয়া গল্পও ৷ এদিনও টিজার শেয়ার করে নির্মাতারা লিখেছেন, "বঞ্চিতদের লড়াইয়ের ইতিহাস সবসময় রক্ত দিয়েই লেখা হয় ৷"

বিক্রমের সঙ্গে ছবিতে দেখা যাবে অঙ্গনা রায়, অম্বরিশ ভট্টাচার্য, সৌম্য মুখোপাধ্য়ায়দের ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তথাগত মুখোপাধ্যায় ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 9 ফেব্রুয়ারি ৷

আরও পড়ুন:

  1. সুমিত্রা সেনের হাতের রান্না ভালোবাসতেন সুচিত্রা মিত্র, প্রয়াণ দিবসে ফিরে দেখা দুই কিংবদন্তিকে
  2. সমালোচনা উড়িয়ে সুপারহিটের হ্যাটট্রিক শাহরুখের; 400 কোটির ক্লাবে 'ডাঙ্কি'
  3. ওটিটির হাত ধরে 'নাইট কুইন' পূজা, আসছে 'ক্যাবারেট'

কলকাতা, 3 জানুুয়ারি: মুক্তি পেল বিক্রম চট্টোপাধ্যায়ের বহু প্রতিক্ষীত ছবি 'পারিয়া'র টিজার ৷ পথকুকুরদের নিয়ে তৈরি এই ছবিতে অবলা প্রাণীদের জন্য় আওয়াজ তুলতে দেখা যাবে এক নায়ককে ৷ সে তাদের জন্য় খুন করতেও পিছপা হয় না ৷ ছবির টিজার মুক্তি পেল বুধবার ৷ আর সেই টিজার শেয়ার করে বিক্রমকে শুভেচ্ছা জানালেন দেব ৷

দেব এদিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে টিজারটি পোস্ট করে লেখেন, "আমার ভাই বিক্রমের ছবি পারিয়া-র টিজার ৷ আশা করি সকলের খুব ভালো লাগবে।" শুধু দেব নয় ছবির পাশে দাঁড়িয়েছেন অঙ্কুশ হাজরাও ৷ অভিনেতা ছবির টিজার শেয়ার করে লেখেন, "খুবই আনন্দ ও গর্বের সঙ্গে শেয়ার করছি আমার ভাইয়ের ছবি পারিয়া-র টিজার ৷ এই ছবির প্রতি অক্লান্ত পরিশ্রম-কষ্ট আমার নিজের চোখে দেখা । তাই মন থেকে এই ছবির সফলতা কামনা করি । অনেক অনেক ভালোবাসা বিক্রম ৷ চিরকাল তোর সাফল্যকে আমি নিজের সাফল্য মেনে এসেছি ৷ তাই আজ আমার খুশির বর্ণনা হয়তো দিতে পারব না ।"

অ্যাকশন ছবির রমরমা এখন ভারত জুড়ে ৷ রহস্য, অ্যাকশন আর রোম্যান্সের মাল-মশলা দিয়ে তৈরী হচ্ছে হাজার হাজার কোটির ইমারত ৷ এই ছবিতে অবলা প্রাণীদের পক্ষ নিয়ে কথা বলতে আসা মসিহাও সেই রকম বেশকিছু ঝলক নিয়ে এসেছে ৷ তার মুখে শোনা যায়, "যতটা রক্ত ওদের ঝরেছে, ততটাই রক্ত ঝরবে, যতগুলো ঘা ওদের মেরেছ, ততগুলোই মার পড়বে ।" বোঝাই যায় ছবিতে অ্যাকশন থাকবে ভরপুর ৷ তবে অর্থহীন অ্যাকশন নয় পাশাপাশি রয়েছে একটি মন ছুঁয়ে যাওয়া গল্পও ৷ এদিনও টিজার শেয়ার করে নির্মাতারা লিখেছেন, "বঞ্চিতদের লড়াইয়ের ইতিহাস সবসময় রক্ত দিয়েই লেখা হয় ৷"

বিক্রমের সঙ্গে ছবিতে দেখা যাবে অঙ্গনা রায়, অম্বরিশ ভট্টাচার্য, সৌম্য মুখোপাধ্য়ায়দের ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তথাগত মুখোপাধ্যায় ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 9 ফেব্রুয়ারি ৷

আরও পড়ুন:

  1. সুমিত্রা সেনের হাতের রান্না ভালোবাসতেন সুচিত্রা মিত্র, প্রয়াণ দিবসে ফিরে দেখা দুই কিংবদন্তিকে
  2. সমালোচনা উড়িয়ে সুপারহিটের হ্যাটট্রিক শাহরুখের; 400 কোটির ক্লাবে 'ডাঙ্কি'
  3. ওটিটির হাত ধরে 'নাইট কুইন' পূজা, আসছে 'ক্যাবারেট'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.